Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের ইচ্ছার বশীভূত

    পীড়িত ব্যক্তির জন্য প্রার্থনায়, মনে রাখতে হবে যে, “উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না”(রোমীয় ৮:২৬)। যে আশীর্বাদ আমরা যাচ্ঞা করি, তা আমাদের পক্ষে সর্বোত্তম হবে কিনা, তা জানি না। সুতরাং আমাদের প্রার্থনায় এই চিন্তাঅন্তর্ভূক্ত থাকবে: “প্রভু, আপনি আত্মার প্রতিটি গোপন বিষয় অবগত আছেন। আপনি এই ব্যক্তিকে ভাল করে জানেন। যীশু তাদের উকিল, তাদের জন্য তাঁর জীবন দিয়েছেন তাদের জন্য তাঁর প্রেম আমাদের প্রেম অপেক্ষা মহৎ। সুতরাং এটা আপনার গৌরবের এবং পীড়িত ব্যক্তির ভালর জন্য হয়, আমরা যীশুর নামে চাই, যেন তারা তাদের সুস্বাস্থ্য ফিরে পায়। যদি আপনার ই‪ছা না হয় যে তারা সুস্থ হোক, আমরা চাই- আপনার অনুগ্রহ সান্ত্বনা দান করুক এবং আপনার সান্নিধ্য তাদের দুঃখ-কষ্টের মধ্যে ধরে রাখুক।”‬MHBen 213.1

    ঈশ্বর আদি, অন্ত সবই জানেন। সকল মনুষ্যের অন্তঃকরণ তিনি পাঠ করেন। যাদের জন্য প্রার্থনা করা হয়, তাদের প্রতি আনীত পরীক্ষা তারা সহ্য করতে পারবে কিনা তা তিনি জানেন। পৃথিবীতে তাদের জীবন আশীর্বাদ স্বরূপ বা অভিশাপ স্বরূপ হবে কিনা তাও তিনি জানেন। এই একটা কারণ কেন, আমাদের আবেদন একান্তভাবে উপস্থাপন করি, তখন আমাদের বলতে হবে, “তথাপি আমার ই‪ছা নয়, তোমার ই‪ছাই সিদ্ধ হউক।”(লূক ২২:৪২) যীশু গেৎশিমানী বাগানে ঈশ্বরের জ্ঞান এবং ই‪ছার প্রতি বশীভূত হওনের ব্যাপারে এই বাক্য যোগ করেছেন, “হে আমার পিতঃ, যদি হইতে পারে, তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাউক।”(মথি ২৬:৩৯)। আর উহা যদি তাঁর পক্ষে, ঈশপুত্রের পক্ষে উপযুক্ত হয়, তবে সসীম অন্যায়কারী মানুষের ওপরে ঐ সকল কতই না প্রযোজ্য।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 213.2

    সর্বদা, আমাদের ই‪ছা, আমাদের সর্বজ্ঞানী স্বর্গীয় পিতার কাছে সমর্পণ করতে হবে এবং পরে নিখুঁত প্রত্যাশায়, সকলই তাঁর ওপর ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ গ‪চ্ছিত রাখতে হবে। আমরা জানি, যদি আমরা তাঁর ই‪ছামত যাচ্ঞা করি, তবে ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। কিন্তু নমনীয় মনোভাব বিহীন আবেদন করা ঠিক হয় না; আমাদের প্রার্থনাটা একটু গুছিয়ে করতে হবে, একটি আদেশ নয়, কিন্তু মধ্যস্থতার প্রার্থনা হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 213.3

    কখনো কখনো ঈশ্বর স্বাস্থ্য পুনরুদ্বার কল্পে তাঁর ঐশ্বরিক শক্তি দ্বারা নিশ্চিতভাবে কাজ করেন। কিন্তু সমস্ত পীড়িত ব্যক্তি সুস্থতা লাভ করে না। অনেকে যীশুতে নিদ্রিত হয়। পাটম দ্বীপে যোহনকে এই কথা লিখতে বলা হয়েছিল: “ধন্য সেই মৃতেরা, যাহারা এখন অবধি প্রভুতে মরে, হাঁ, আত্মা বলিতেছেন, তাহারা আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে; কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে চলে।”(প্রকাশিত বাক্য ১৪:১৩)। এ থেকে আমরা লক্ষ্য করি যে, যদি লোকেরা সুস্বাস্থ্য লাভ না করে, তবে এ ক্ষেত্রে তারা বিচার করবে না যে, তাদের মধ্যে বিশ্বাসের অভাব ছিল।MHBen 214.1

    আমরা সবাই আমাদের প্রার্থনার সরাসরি উত্তর আশা করে থাকি যখন প্রার্থনার উত্তর পেতে বিলম্ব হয় অথবা অলক্ষ্যে উত্তর আসে, তখন আমরা নিরুৎসাহিত হই। কিন্তু ঈশ্বর সর্বদা আমাদের প্রার্থনার উত্তর আমরা যখনই চাই ঠিক তখনই দেন না; বা যেমন চাই তেমনিভাবে দেন না। তিনি আমাদের সকল ই‪ছা পূরণ করা অপেক্ষা বরং আরো অধিক এবং আরো উত্তমরূপে পূর্ণ করবেন। আর যেহেতু আমরা তার জ্ঞান এবং প্রেমে নির্ভর করতে পারি, তাই আমরা তাঁকে আমাদের ই‪ছা মেনে নিতে বলব না, কিন্তু আমরা চাই যেন তিনি তাঁর উদ্দেশ্য সাধন করেন। আমাদের বাসনা এবং স্বার্থ তাঁর ই‪ছায় হারিয়ে যাবে। এইসব অভিজ্ঞতা যা আমাদের বিশ্বাসের পরীক্ষা করে তা আমাদের উপকারের জন্য। ঐ সকলের দ্বারা প্রকাশিত হয়, আমাদের বিশ্বাস খাঁটি এবং সরল কিম্বা কেবলমাত্র ঈশ্বরের বাক্যের ওপরে নির্ভর করে কিনা, বা পরিস্থিতির ওপর নির্ভরশীল কিনা, এটা নিশ্চিত এবং অপরিবর্তনীয়। বিশ্বাস অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয়। ধৈর্যকে নিখুঁত কার্য সাধন করতে দিতে হবে, মনে রাখতে হবে যে, যারা প্রভুর অপেক্ষা করে তাদের জন্য শাস্ত্রে অমূল্য প্রতিজ্ঞা রয়েছে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 214.2

    সকলে এই সকল নীতিমালা বুঝতে পারে না। যারা প্রভুর নিরাময়দানকারী অনুগ্রহের অন্বেষণ করে, যে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে তাদের প্রার্থনার উত্তর পেতে হবে, তা না হলে তাদের বিশ্বাসের কোন খুঁৎ রয়েছে, এই কারণ, যারা ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে দুর্বল হয়, তাদের বুদ্ধিপূর্বক পরামর্শ দিতে হবে, যে তারা বিচারবুদ্ধিসম্পন্ন হয়ে কাজ করতে পারে। তাদের বন্ধুদের প্রতি তাদের কর্তব্য উপেক্ষা করবে না, যারা তাদের ওপর বেঁচে থাকতে পারে, অথবা স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য প্রকৃতির প্রতিনিধি তু‪চ্ছ করে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 214.3

    প্রায়ই এখানে ভুলের বিপদ রয়েছে। বিশ্বাস করে যে, তারা প্রার্থনার উত্তরে নিরাময় লাভ করবে। কেউ কেউ কোন কোন কাজ ভয় করে যাতে মনে হয় বিশ্বাসের একটা ঘাটতি দেখাবে, কিন্তু বিষয়গুলো শৃ‫খলাবদ্ধভাবে রাখতে তাদের অবহেলা করা উচিত নয়, যেমন তারা করতে চায়, তারা মৃত্যু দ্বারা অপসারিত হবে। তাদের উৎসাহ বাণী উচ্চারণ করতে বা পরামর্শ করতে ভিত হয়, যা বিদায়ক্ষণে তারা তাদের প্রিয়জনের কাছে বলতে চায়।MHBen 215.1