Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ভ্রাতৃপ্রেমঃ

    খ্রীষ্ট জাতিভেদ অথবা উ‪চপদ বিচার করতেন না। সদ্দুকী এবং ফরীশীরা স্বর্গের উপহারের একটা স্থানীয় এবং একটা জাতীয় সুযোগ সুবিধা লাভের বাসনা করত; এবং পৃথিবীতে ঈশ্বরের অবশিষ্ট পরিবারকে বাইরে রাখত। কিন্তু খ্রীষ্ট বিভেদ সৃষ্টিকারী প্রতিটা প্রাচীর ভেঙ্গে ফেলতেন। তিনি প্রমাণ করতে এসেছিলেন, তাঁর অনুগ্রহের দান এবং ভালবাসা, বায়ু, আলো, বৃষ্টির ন্যায় ও সীমাবদ্ধ যা পৃথিবীকে পরিষ্কার করে।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 12.2

    খ্রীষ্টের জীবন একটা ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন যার মধ্যে কোন গোষ্ঠি নেই। একটা ধর্ম যা দিয়ে যিহূদী এবং পরজাতি, স্বাধীন এবং পরাধীন সার্বভৌম একটা ভ্রাতৃত্বের শিকলে বাঁধা, ঈশ্বরের সামনে সমান। কাজের নীতির কোন প্রশ্ন তাঁর আন্দোলনকে প্রভাবিত করেনি। তিনি প্রতিবেশী এবং বিদেশী, বন্ধু ও শত্রুর মধ্যে কোন ভেদাভেদ সৃষ্টি করেননি। যা কিছু তাঁর অন্তঃকরণের প্রতি আবেদন রাখে, তা ছিল জীবন জলের জন্য একটা আত্মার পিপাসা।MHBen 12.3

    তিনি কোন মানব সত্ত্বাকে অযোগ্য মনে করে পাশ কাটিয়ে যান নি, কিন্তু প্রতিটা আত্মাকে আরোগ্যের জোগান দেবার জন্য খোজ করেছিলেন। তিনি যে কোন দলের মধ্যে নিজেকে পেয়েছেন, তিনি সময় এবং পরিস্থিতির উপযোগী একটা শিক্ষা উপস্থাপন করেছেন। মনুষ্য কর্তৃক তাদের সহমানবের প্রতি অবহেলা এবং অপমান তাঁকে কেবলমাত্র তাদের যে ঐশ্বরিক মানব-সহানুভূতির বিষয়ে প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সর্ব-অমার্জিত এবং অতীব ফলহীনদের উৎসাহ দানের চেষ্টা করেছেন, তাদের সামনে নিশ্চয়তা দেখিয়েছেন যেন তারা নিষ্কলংক এবং নির্দোষ গণ্য হতে পারে, এমন একটা চরিত্রের অধিকারী হতে পারে যা তাদের ঈশ্বরের সন্তানরূপে গণ্য করতে পারে।MHBen 13.1

    প্রায়ই তিনি এমন লোকদের সঙ্গে দেখা করতেন যারা শয়তানের নিয়ন্ত্রণাধীন এবং যাদের ফাঁদ থেকে বেরিয়ে আসার শক্তি নেই। যারা নিরুৎসাহিত, অসুস্থ, প্রলোভিত, যীশু তাদের কাছে অতীব কোমল, সদয় বাক্য ব্যবহার করতেন, যে বাক্য তাদের আবশ্যক ছিল এবং যা তারা বুঝতে পারত। তিনি অন্যান্য যাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, তারা আত্মাগণের শত্রুদের সাথে মল- যুদ্ধে লিপ্ত ছিল। তিনি তাদেরকে ক্সধর্য ধারণের জন্য উৎসাহ দিতেন, এই নিশ্চয়তা দিতেন যে, তারা বিজয়ী হবে; কেননা ঈশ্বরের দূতেরা তাদের পাশে রয়েছেন, এবং তাদেরকে বিজয়ী করবেন।MHBen 13.2

    তিনি করগ্রাহীদের মেজেতে সম্মানিত একজন অতিথির ন্যায় আসন গ্রহণ করতেন, তাঁর সহানুভূতি এবং সামাজিক দয়া দেখাতো তিনি মানবজাতির মূল্য বুঝতে পারতেন; এবং লোকেরা তাঁর প্রত্যাশার যোগ্য পাত্র হতে ইচ্ছে প্রকাশ করত। পিপাসিত আত্মাদের ওপর তাঁর বাক্য আশীর্বাদ স্বরূপ, জীবন দায়ী শক্তির ন্যায় পড়ত। নতুন আকস্মিক শক্তি জেগে ওঠত এবং সমাজের বাইরের লোকদের প্রতি একটা নতুন জীবনের সম্ভাবনার দরজা খুলে যেত।MHBen 13.3

    যদিও যীশু একজন যিহূদী ছিলেন, তিনি অবাধে শমরিয়াদের সাথে মেলামেশা করতেন, তাঁর জাতির ফরীশী প্রথাকে তিনি নগণ্য মনে করতেন। তাদের বিদ্বেষের মুখে তিনি এই অবজ্ঞাত লোকদের আতিথেয়তা গ্রহণ করতেন। এক ছাদের নীচে তাদের সঙ্গে নিদ্রা যেতেন, তিনি তাদের খাবার টেবিলে বসে তাদের হাতে তৈরী করা খাবার একসঙ্গে খেতেন, তাদের রাস্তায় শিক্ষা দিতেন, অত্যন্ত দয়া ও সদাসয়তার সঙ্গে তাদের সঙ্গে আচরণ করতেন। আর যখন তিনি তাদের অন্তঃকরণ মানব সহানুভূতির বন্ধনে আকর্ষণ করতেন, তাঁর ঐশ্বরিক অনুগ্রহে তাদের কাছে পরিত্রাণ নিয়ে আসতেন যা যিহূদীরা প্রত্যাখ্যান করেছিল।MHBen 14.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents