Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রার্থনার সুযোগ

    আমাদেরও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা ও ধ্যানের জন্য সময় পৃথক করে রাখতে হবে। প্রার্থনার শক্তি ও কার্যকারিতার যে মূল্য আমাদের দেয়া উচিত তা আমরা অনেক সময় দেই না। এ পৃথিবীর শক্তি যা করতে সক্ষম নয়, প্রার্থনা এবং বিশ্বাস তা করতে পারে। আমরা কদাচিৎ একইভাবে দ্বিতীয় বার করতে চাই। আমরা অনবরত নতুন নতুন অভিজ্ঞতা পরীক্ষার মধ্যে পড়ি যখন অতীতের অভিজ্ঞতা যথেষ্ট পরিচালনা দান করতে সক্ষম হয় না। আমাদের সর্বদা ঈশ্বরের জ্যোতি প্রয়োজন।MHBen 491.3

    যারা তাঁর স্বর শুনতে আগ্রহী খ্রীষ্ট সর্বদা তাদের তাঁর সংবাদ দিতে প্রস্তুত। রাতে গেৎশিমানী বাগানে নিদারুণ কষ্টে শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল, তারা যীশুর স্বর শুনতে পায়নি। স্বর্গীয় দূতদের উপস্থিতি সম্বন্ধে তাদের অতি সামান্যই জ্ঞান ছিল, কিন্তু তারা ঐ দৃশ্যের শক্তি ও মহিমা থেকে বঞ্চিত হয়েছিল। কারণ তাদের তন্দ্রাচ্ছন্ন ভাব এবং নিশ্চলতা তাদের সেই শক্তি থেকে বঞ্চিত করেছিল যার দ্বারা তারা আগামী কঠিন দৃশ্য অনুভব করতে সক্ষম হতে পারত। আর একইরূপে বর্তমানে অনেক লোক আছেন যাদের স্বর্গীয় শিক্ষা প্রয়োজন কিন্তু তারা প্রায়ই তা থেকে বঞ্চিত হন, কারণ তারা সঠিকভাবে ঈশ্বরের সঙ্গে তাদের যোগাযোগ রক্ষা করেন না।MHBen 491.4

    আমরা প্রতিদিন যে সব পরীক্ষা প্রলোভনের সম্মুখীন হই তার জন্য প্রার্থনা একান্ত প্রয়োজন। প্রতি পদক্ষেপে বিপদ আছে। বিশেষভাবে যারা অন্যদের অসৎ পথ এবং ধ্বংস থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন তারা পরীক্ষার সম্মুখীন হয়ে থাকেন। অনবরত শয়তানের মুকাবিলা করতে হলে, ঈশ্বরের শক্তি কাম্য, যেন নিজেরাই ভ্রষ্টতায় পতিত হয়ে না পড়ে। প্রবঞ্চনা ও শঠতা হ‪চ্ছে পতনের ধাপ যা মানুষকে পবিত্র স্থান থেকে অপবিত্র গহ্বরে নিয়ে যেতে পারে। এক মুহূর্তের সিদ্ধান্ত অনেক সময় চিরস্থায়ী অবস্থার কারণ হতে পারে। একটা ব্যর্থতাকে জয় করতে অনেক সময় আমরা বিহ্বল হয়ে যাই। একটা মন্দ অভ্যাসকে যদি কঠোরভাবে প্রতিরোধ করা হয়, তবে সেটা ইস্পাতের মত শক্ত শিকলে পরিণত হয়, যার ফলে সম্পূর্ণ মানুষটা আবদ্ধ হয়ে পড়ে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 492.1

    অনেকে লোক পরীক্ষায় পতিত হবার কারণ হ‪চ্ছে, তারা সর্বদা তাদের সামনে ঈশ্বরকে রাখেন না। আমরা যখন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে ফেলি, তখন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা‬ও ছিন্ন হয়ে যায়। আমাদের কোন ভাল ই‪চ্ছা এবং উদ্দেশ্য আমাদের শয়তানের প্রতিরোধ করতে সক্ষম হয় না। আপনাকে একজন প্রার্থনাশীল লোক হতে হবে। আপনার আবেদন দুর্বল, কদাচিৎ এবং সাময়িক হওয়া আবশ্যক নহে, কিন্তু অনবরত একচিত্ত এবং নিবিষ্ট হওয়া বাঞ্ছনীয়। সব সময় নত জানু হয়ে প্রার্থনা করা আবশ্যক নয়। আপনার জীবনদাতার সঙ্গে কথা বলার অভ্যাস গঠন করুন, আপনি যখন একা থাকেন, হাঁটেন, এবং প্রত্যহ কাজে ব্যস্ত থাকেন, তখন তার সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। সর্বদা হৃদয় ঈশ্বরের সাহায্য, আলো, শক্তি ও জ্ঞানের জন্য নিরবে আবেদন পেশ করুন। প্রত্যেকটি শ্বাস-প্রশ্বাস আমাদের প্রার্থনা হোক।MHBen 492.2

    ঈশ্বরের একজন কার্যকারী হিসেবে আমাদের সেই সব লোকদের কাছে পৌছানো প্রয়োজন, যেখানে তারা অন্ধকারে আবদ্ধ, পাপে ডুবে আছে, এবং ভ্রষ্টতায় যারা কলঙ্কিত। আমরা যখন আমাদের মন তাঁর ওপর নিবদ্ধ রাখি যিনি আমাদের সূর্য, আমাদের ঢাল, তখন শয়তান আমাদের চারপাশে থেকেও আমাদের পোশাকে কলঙ্ক আনতে পারে না। ধ্বংসপথগামী লোকদের যখন আমরা রক্ষা করতে কাজ করি এবং ঈশ্বরের ওপর যদি আমাদের বিশ্বাস রাখি তবে তিনি আমাদের কখনো লজ্জিত করবেন না। জীবনদাতা আমাদের হৃদয়ে, জীবনদাতা আমাদের জীবনে এবং তিনিই আমাদের নিরাপত্তা। তাঁর উপস্থিতির পরিবেশ হৃদয়ে এমন অনুভূতি সৃষ্টি করে, যা মন্দকে ঘৃণাসহকারে পরিহার করবে। আমাদের মন, আত্মা তাঁর চিন্তাও উদ্দেশ্যের সঙ্গে এমন মিল থাকবে যা মনে হবে আমরা এক।MHBen 493.1

    যাকোব যদিও মানুষ হিসেবে দুর্বল এবং পাপী ছিলেন, তথাপি বিশ্বাস ও প্রার্থনার দ্বারা তিনি ঈশ্বরের সম্মুখে রাজপুত্র হয়েছিলেন। আর সেই জন্য, আপনিও যদিও একজন পবিত্র উদ্দেশ্যের ও মহান আদর্শের নারী বা পুরুষ হন, তবে আপনি কোনক্রমেই সত্য, সঠিক ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। সকলকে জরুরী সেবা, যত্ন এবং দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়েছে; আর আপনার দায়িত্ব যত বেশি কঠিন, বোঝা যত বেশি ভারী বিশ্বাসকে আপনার ততবেশী প্রয়োজন।MHBen 493.2

    সামাজিকভাবে ঈশ্বরের আরাধনা উপেক্ষা করা গুরুতর ভুল। ধর্মীয় উপাসনার সুযোগকে আমাদের কখনো হালকাভাবে নেয়া উচিত না। যারা রোগীদের সেবা করেন তারা অনেক সময় এ সুযোগ গ্রহণ করতে পারেন না, কিন্তু তাদের সতর্ক হওয়া প্রয়োজন যেন তারা অপ্রয়োজনীয়ভাবে উপাসনার গৃহে অনুপস্থিত না থাকেন।MHBen 493.3

    রোগীদের পরিচর্য্যা, যে কোন আধুনিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, এ কার্যের কৃতকার্যতা নির্ভর করে মনোভাব এবং কি প্রকার আত্ম উৎসর্গপূর্বক কাজটি করা হয়। যারা দায়িত্ব গ্রহণ করেন তাদের আরো গভীরভাবে ঈশ্বরের আত্মায় চলার জন্য নিজেদের সমর্পণ করা প্রয়োজন অন্যদের চেয়ে আপনার দায়িত্ব যখন অধিক গুরুত্বপূর্ণ তখন পবিত্র আত্মার শক্তি এবং ঈশ্বরের জ্ঞানের আকা‫খা অন্যের চেয়ে আপনার অনেক বেশী হওয়া উচিত।‬MHBen 493.4

    আমাদের কাজের জন্য ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছাড়া অধিক কিছুর প্রয়োজন নেই। আমাদের প্রতিদিনের জীবনে দেখানো উচিত যে, জীবনদাতার ওপর আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। আমাদের হৃদয়ে তাঁর শান্তি অবয়বে সূর্যকিরণের ন্যায় প্রকাশিত হয়। আমাদের দৃঢ় কণ্ঠস্বর এবং প্রত্যয়ের শক্তিদান করে। ঈশ্বরের সঙ্গে যোগাযোগ চরিত্র জীবনকে মহান এবং উন্নত করে। আমরা যীশুতে থাকলে লোকেরা আমাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে যেমন তাঁর শিষ্যদের কাছ থেকে করেছিল। আর এটা কার্যকারীদের শক্তি যোগাবে যা অন্য কিছু দিতে পারে না। তাই এ ক্ষমতায় নিজেকে প্রবঞ্চিত করা তার উচিত না।MHBen 494.1

    আমাদের একটা দ্বিমুখী জীবন যাপন করা আবশ্যক- চিন্তায় এবং কার্যে, নীরব প্রার্থনা এবং কাজে আন্তরিকতার সঙ্গে। ঈশ্বরের সঙ্গে যোগাযোগ আমাদের যে শক্তি দেয় তা, সেবাদান, প্রতিদিন দায়িত্ব পালনে প্রস্তুতি এবং সব ধরনের পরিবেশে শক্তি প্রাপ্ত হতে মানসিক প্রশিক্ষণ প্রদান করে থাকে।MHBen 494.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents