Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রশংসা সঙ্গীত গাও

    সঙ্গীতের মাধ্যমে প্রশংসা ও ধন্যবাদ প্রকাশিত হোক। যখন কোন প্রলোভন আসে তখন নিজেদের আবেগ প্রকাশ না করার চেয়ে আসুন বিশ্বাস ধারণসহ ঈশ্বরের ধন্যবাদ সঙ্গীত গাই।MHBen 237.1

    সঙ্গীত একটা হাতিয়ার যা আমরা সর্বদা হতাশার বিরুদ্ধে ব্যবহার করতে পারি। আমরা যখন ত্রাণকর্তার উপস্থিতির সূর্যালোকে নিজেদের হৃদয় খুলে দেই তখন আমাদের সুস্বাস্থ্য এবং তাঁর আশীর্বাদ প্রাপ্ত হই।MHBen 237.2

    “সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়,
    তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী।
    সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক,
    যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত
    হইতে মুক্ত করিয়াছেন।”
    MHBen 237.3

    (গীত ১০৭:১,২)।

    “তাঁহার উদ্দেশে গীত গাও,
    তাঁহার প্রশংসা গান কর,
    তাঁহার সকল আশ্চর্য কর্ম্ম ধ্যান কর।
    তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর;
    সদাপ্রভুর অন্বেষণকারীদের চিত্ত আনন্দ করুক।”
    MHBen 237.4

    (গীত ১০৫:২,৩)।

    “কারণ তিনি আপ্যায়িত করেন আকা‫খী প্রাণকে
    ,‬‬‬‬ তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।
    লোকেরা অন্ধকারে ও মৃত্যু‪ছায়ায় বসিয়াছিল,
    ‬‬‬ দুঃখ-পাশে ও লৌহ-শৃ‫খলে বদ্ধ ছিল;‬
    ‬‬‬ কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করিত,
    পরাৎপরের মন্ত্রণা তু‪চ্ছ করিত;
    ‬‬‬ তাই তিনি তাহাদের হৃদয় আয়াসে অবনত করিলেন;
    তাহারা পতিত হইল, সাহায্যকারী কেহ ছিল না।
    সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করিলেন।
    তিনি অন্ধকার ও মৃত্যু‪চ্ছায়া হইতে
    ‬‬‬ তাহাদিগকে বাহির করিয়া আনিলেন,
    তাহাদের বন্ধন সকল ছেদন করিলেন।
    লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত,
    মনুষ্য সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম প্রযুক্ত!
    MHBen 237.5

    (গীত ১০৭:৯-১৫)।

    “হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?
    আমার অনন্ত কেন ক্ষুদ্ধ হও?
    ঈশ্বরের অপেক্ষা কর;
    কেননা আমি আবার তাঁহার স্তব করিব;
    তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।”
    MHBen 238.1

    (গীত ৪২:১১)।

    “সর্ব্ব বিষয়ে ধন্যবাদ কর;
    কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ই‪চ্ছা।”
    MHBen 238.2

    (১থিষলনীকীয় ৫:১৮)।

    এ বাক্য আমাদের নিশ্চয়তা দেয় যে, যদিও পরিস্থিতি মনে হয় আমাদের প্রতিকুলে তথাপি তা আমাদের মঙ্গলার্থে কাজ করে। যা আমাদের ক্ষতি করবে সে অবস্থায় আমরা পতিত হব তা ঈশ্বর কখনো চান না।MHBen 238.3

    “সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ,
    আমি কাহা হইতে ভীত হইব?
    সদাপ্রভু আমার জীবন-দূর্গ,
    আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
    MHBen 238.4

    (গীত ২৭:১)।

    “কেননা বিপদের দিনে তিনি আপন
    আশ্রমে আমাকে সঙ্গোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন;
    তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন।
    আর এক্ষণে আমার চারিদিকে শত্রুগণ অপেক্ষা আমার মস্তক
    উন্নত হইবে, আমি তাঁহার তাম্বুতে জয়ধ্বনি বলি উৎসর্গ করিব;
    আমি সদাপ্রভুর উদ্দেশে গান ও সঙ্গীত করিব।”
    MHBen 238.5

    (গীত ২৭:৫, ৬)।

    “আমি ধৈর্য্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম,
    তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন।
    তিনি বিনাশের গর্ভ হইতে, পঙ্কময় ভূমি হইতে, আমাকে তুলিলেন,
    তিনি শৈলের উপরে আমার পা রাখিলেন,
    আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন। তিনি আমার মুখে নূতন গীত,
    আমাদের ঈশ্বরের স্তব দিলেন; অনেকে ইহা দেখিবে,
    ভীত হইবে, ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে।”
    MHBen 239.1

    (গীত ৪০:১-৩)।

    “সদাপ্রভু আমার বল ও আমার ঢাল;
    আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,
    তাই আমি সাহায্য পাইয়াছি; এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে,
    আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।”
    MHBen 239.2

    (গীত ২৮:৭)।

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents