Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ইস্রায়েলের জন্য ঈশ্বরের পরিকল্পনা

    ঈশ্বরের পরিকল্পনার ভূমিতে ইস্রায়েলের প্রতিটা পরিবারের বাড়ি ছিল, যেখানে চাষাবাদের জন্য যথেষ্ট জায়গা ছিল। এইভাবে একটা স্বয়ংসম্পূর্ণ পরিশ্রমী এবং প্রয়োজনীয় জীবনের জন্য পথ ও উৎসাহ এই উভয় দিক থেকেই সাহায্য করা হয়েছিল। মানুষের কোন যুক্তি সেই পরিকল্পনাকে উন্নত করতে পারেনি পৃথিবীর শুরু থেকেই দারিদ্র এবং দূরাবস্থা আজও ঘটেনি। কনানে ইস্রায়েলদের অভিবাসনের পর পর সেখানকার জমি সমস্ত জনসাধারণ এবং পবিত্র স্থান ও মন্দিরের সেবাকারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হয়েছিল। সেখানকার উপজাতীয় গোষ্ঠিগুলো পরিবার ভিক্তিক সনাক্ত করা হতো এবং পরিবারের সনাক্ত সংখ্যা অনুযায়ী তাদের উত্তরাধিকার ও ভাগ্য নির্ধারণ হতো।MHBen 165.4

    যদিও কোন কোন ব্যক্তি কখনও কখনও তার সম্পত্তি সম্পূর্ণ ভোগদখল করেছেন কিন্তু তিনি তার ছেলেমেয়েদের উত্তরাধিকার স্থায়ীভাবে বিনিময় করতে পারেননি। যখনই কোন জমি পুনরায় বিক্রয় করা সম্ভব হতো তখনই তিনি স্বাধীনভাবে তা করতে পারতেন। প্রতি সাত বছর পর পর সমস্ত ঋণ মওকুফ করে দেয়া হত এবং পঞ্চাশ অথবা একশ বছর পর সমস্ত জমি আসল মালিককে ফিরিয়ে দেয়া হতো।MHBen 166.1

    ঈশ্বরের নির্দেশ ছিল এই জমি কখনই স্থায়ীভাবে বিক্রি হবে না এবং আমাতে বিশ্বাসী ধার্মিক লোকেরা চিরদিন এই জমি ভোগ করবে।MHBen 166.2

    আর ভূমি চিরকালের নিমিত্ত বিক্রিত হবে না এ ছিল প্রভুর নির্দেশ; “কেননা ভূমি আমারই; তোমরাত আমার সহিত বিদেশী ও প্রবাসী। আর তোমরা আমার অধিকৃত দেশে সর্বত্র ভূমি মুক্ত করিতে দিও। তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া আপন অধিকারের কিঞ্চিৎ বিক্রয় করে তবে তাহার মুক্তিকর্তা নিকটস্থ জ্ঞাতি আসিয়া আপন ভ্রাতার বিক্রিত ভূমি মুক্ত করিয়া নিবে। সে যদি... আপনি মুক্ত করিতে সমর্থ হয়, ...তবে সে ...অতিরিক্ত মূল্য ফিরাইয়া দিবে। কিন্তু যদি সে তাহা ফিরাইয়া নিতে অসমর্থ হয় তবে সেই বিক্রীর অধিকার যোবেল বৎসর পর্যÍৈক্রেতার হাতে থাকিবে।”(লেবীয় ২৫:২৩-২৮)।MHBen 166.3

    “আর তোমরা পঞ্চাশত্তম বৎসর পবিত্র করিবে; এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে; ওইটা তোমাদের জন্য যোবেল [তূরীধ্বনির মহোৎসব] হইবে; এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে; ও প্রতিজন আপন আপন গোষ্ঠির কাছে ফিরিয়া যাইবে।” লেবীয় ২০:১০। এইভাবে প্রতিটা পরিবার তাদের নিজ নিজ সম্পত্তি ফিরে পেল এবং চাহিদা অনুযায়ী সেসব সম্পত্তি রক্ষা করার জন্য পাহারাদারের ব্যবস্থা করা হলো।MHBen 166.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents