Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৩৬ - কল্পনাপ্রসূত জ্ঞানে বিপদ

    তাদের জ্ঞানবান মনে করা হয়, তারা
    কারণ দর্শাতে অজ্ঞ, আর তাদের
    অজ্ঞান হৃদয় অন্ধকারাবৃত্ত।

    সর্বশ্রেষ্ঠ একটা মন্দতা বা জ্ঞানের অন্বেষণ করে, বিজ্ঞানের অনুসন্ধান করে, যুক্তিতর্ককে প্রকৃত মূল্য এবং এর উপযুক্ত পরিবেশের ঊর্ধ্বে স্থাপনের প্রবণতা। অনেকে সৃষ্টিকর্তা এবং তাঁর কার্যকে তাদের নিজেদের অসম্পূর্ণ বিজ্ঞানের জ্ঞানের দ্বারা বিচার করার চেষ্টা করে থাকে। তারা ঈশ্বরের প্রকৃতি এবং গুণাবলি এবং নিজস্ব অধিকার স্থির করবার প্রচেষ্টা চালায় এবং অসীম ব্যক্তি সম্পর্কে কল্পনাপ্রসূত মতবাদসমূহ চরিতার্থ করে। যারা এই লাইনে অধ্যয়নে নিয়োজিত তারা নিষিদ্ধ ভূমিতে বিচরণ করছে, তাদের গবেষণা মূল্যবান কিছু উৎপাদন করবে না, এবং কেবলমাত্র আত্মার সংকটে অন্বেষণ করা যেতে পারে।MHBen 404.1

    আমাদের প্রথম পিতা-মাতা এমন একটি জ্ঞানের বাসনা চরিতার্থ করবার মাধ্যমে পাপে পরিচালিত হয়েছিলেন, যা ঈশ্বর তাদের নিকট থেকে দূরে রেখেছিলেন। এই জ্ঞানের অন্বেষণে তারা মূল্যবান সমস্ত কিছু হারাল। আদম এবং হবা যদি কখনো নিষিদ্ধ বৃক্ষ স্পর্শ না করতেন, তবে ঈশ্বর তাদেরকে জ্ঞান দিতেন; যে জ্ঞানের ওপরে পাপের কোন অভিশাপ ভর করতো না, যে জ্ঞান তাদের কাছে চিরস্থায়ী আনন্দ আনয়ন করত। পরীক্ষকের কথা শুনে তারা যা লাভ করেছিল তা ছিল, পাপের সঙ্গে পরিচয় হওয়া এবং তার পরিণাম। তাদের অবাধ্যতার দ্বারা মানবজাতি ঈশ্বর থেকে বি‪চ্ছিন্ন হল, এবং পৃথিবী স্বর্গ থেকে বি‪চ্ছিন্ন হল।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 404.2

    শিক্ষাটি আমাদের জন্য। শয়তান আমাদের প্রথম পিতা-মাতাকে যে ক্ষেত্রে পরিচালিত করেছিল, সে আজো একইভাবে মানুষকে প্রলোভিত করছে। সে বিশ্বকে আমোদদায়ক গল্প-গুজব দ্বারা প্লাবিত করছে। সে প্রতিটি প্রলোভন দ্বারা মনুষ্যকে ঈশ্বরের বিষয় অনুমান করাবার চেষ্টা করছে। এভাবে সে তাদেরকে ঈশ্বরের পরিত্রাণের জ্ঞান লাভে বাধা সৃষ্টির চেষ্টা করছে।MHBen 406.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents