Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পিতার দায়িত্ব

    স্বামী এবং পিতাই হলেন গৃহের কর্তা। স্ত্রী স্বামীর কাছে কামনা করেন ভালবাসা, সহযোগিতা এবং সহানুভূতি, এবং সন্তানকে শিক্ষা দেয়ার জন্য চায় সাহায্য সহযোগিতা এবং এটাই সঠিক। সন্তানেরা যেমনি পিতার, তেমনিভাবে মাতারও। পিতার প্রবল ই‪চ্ছা থাকে সন্তানের উন্নতির জন্য। সন্তান পিতার কাছে চায় মঙ্গল এবং সঠিক নির্দেশনা; পিতার অবশ্যই সঠিক ভাব-ধারণা থাকা উচিত তার জীবন নিয়ে এবং সব প্রভাব সমূহ এবং মেলামেশা তার পরিবারকে ঘিরেই হওয়া উচিত; সর্বোপরি তাকে অবশ্যই ঈশ্বর প্রেম এবং ভয় নিয়ে ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ জীবনকে নিয়ন্ত্রিত এবং তাঁর বাক্যের শিক্ষানুযায়ী চলা উচিত। যেন মা তার সন্তানকে সঠিক পথে সঠিক নির্দেশনা দিতে পারেন।MHBen 366.3

    পিতা হলেন গৃহের আইন প্রণেতা; এবং আব্রাহামের মতো, তার সেই আইন প্রণয়ন করা উচিত যা ঈশ্বরের আইন এবং ঈশ্বরের গৃহের নিয়ম ছিল। সদাপ্রভু অব্রাহামকে বললেন, “কেননা আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানগণকে এবং পরিবারদিগকে আদেশ করে।”(আদি ১৮:১৯)। মনকে সংযত করার জন্য কোন তা‪চ্ছিল্যের ভাব দুর্বলতা, অজ্ঞানতা, পক্ষপাতিত্ব প্রদর্শন করা উচিত না; অন্ধ ভালবাসা দ্বারা তাদের অপরাধমূলক কাজকে মেনে নেয়া উচিত না। অব্রাহাম শুধু সঠিক নির্দেশ দিতেন না, কিন্তু তিনি সত্যনিষ্ট ক্ষমতা ও ধর্মীয় নীতি অনুযায়ী পরিচালনা করতেন। ঈশ্বর আমাদের পরিচালনার জন্য কিছু, নিয়ম দিয়েছেন। ঈশ্বরের বাক্যের নির্ভুল নিরাপদ পথকে সন্তানের ত্যাগ করা উচিত নয়, যে পথ বিপদের দিকে এগিয়ে নিয়ে যায় তা সর্বদিকে উন্মুক্ত। সদয়ভাবে, কঠিন হয়ে, অধ্যবসায়ের সাথে, প্রার্থনার শক্তিতে তাদের ভুল ই‪ছাগুলো পরিবর্তিত হবে, তাদের খারাপ প্রকৃতিগুলো ধ্বংস হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 367.1

    পিতা তার পরিবারে ধর্মীয় নীতি কড়াকড়ি প্রয়োগ করতে পারেন, কর্মশক্তি, সাধুতা, সততা, ধৈর্যশীলতা, নির্ভীকতা, শ্রমশীলতা এবং ব্যবহারিক প্রয়োজনীয় কাজ। এবং সন্তানকে যে কাজ করার জন্য শিক্ষা দেবেন, সে কাজ নিজে করে আদর্শ রক্ষা করা উচিত, সেই ধর্মীয় নীতিগুলো নিজ হাতে করার মাধ্যমে বাস্তব দৃষ্টান্ত তুলে ধরতে হবে।MHBen 367.2

    কিন্তু পিতারা তোমরা তোমাদের সন্তানকে নিরাশ করবে না। স্নেহের মাধ্যমে দয়া, সহানুভূতি ও সহযোগিতা দিয়ে সন্তানকে সংযমী করে গড়ে তুলতে হবে। কিছু অবসর সময় দিতে হবে তোমার সন্তানের জন্য; তাদের সাথে মিশতে হবে; তাদের বিভিন্ন কাজকর্মে এবং খেলাধূলায় অংশ নিয়ে সাহায্য করতে হবে, তবে তাদের আস্থাকে জয় করা যাবে। তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে, বিশেষ করে তোমার ছেলেদের সাথে। এই ভাবেই তুমি তোমার পরিবারের ভালোর জন্য একটা শক্তিশালী ক্ষমতা বা প্রভাব প্রয়োগ করতে পার।MHBen 367.3

    পিতার অংশ, পিতাকে করতে হবে, পরিবারকে সুখী করতে হলে, তার ব্যবসার জটিলতা বা উদ্বিগ্নতা যাই হোক না কেন, সেটা যেন তার পরিবারে কোন ছায়া ফেলতে না পারে। তাকে অবশ্যই ঘরে প্রবেশ করতে হবে হাসিমুখ এবং আনন্দের কথা নিয়ে।MHBen 367.4

    সাধারণভাবে পিতাই হলেন একটা পরিবারের প্রধান উপদেষ্টা, তিনিই প্রাতঃকালে এবং সন্ধ্যাকালে যজ্ঞবেদীতে পরিবারকে উৎসর্গ করে রাখেন। কিন্তু স্ত্রী, সন্তানকে একত্রে প্রার্থনা, এবং একসাথে মিলে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করা উচিত। সারাদিনের কর্মকান্ড শুরু করার আগে সকালে ঘর থেকে বের হয়ার আগে, বাবা তার সন্তানদের একত্র করে ঈশ্বরের উদ্দেশ্যে এবং প্রভুর সামনে নতজানু হয়ে, স্বর্গীয় পিতার ভালবাসা ও যত্ন কামনা করেন। যখন সারাদিনের কর্মকান্ড শেষ হয়ে যায় তখন পরিবারে সবাই একত্রে মিলে ঈশ্বরে প্রশংসা করে এবং কৃতজ্ঞতার প্রার্থনা করে, কারণ ঈশ্বর সারাদিন স্বর্গীয় আর্শীবাদ এবং বিশেষ যত্ন নিয়েছেন।MHBen 368.1

    পিতা এবং মাতারা, আপনাদের ব্যবসা বাণিজ্য যতই জরুরী হোক না কেন, আপনাদের পরিবারকে ঈশ্বরের বেদীতে একত্র করতে অকৃতকার্য হবেন না। আপনি আপনার গৃহের জন্য নির্দেশনা যা‪ঞা করেন পবিত্র দূতগণের কাছে। মনে রাখতে হবে যে, আপনার প্রিয় ব্যক্তিরা প্রলোভনের কথা বলেছে। প্রতিদিনের বিরক্তি যুবক এবং বয়স্ককের পথকে অবরোধ করে। যারা ধৈর্য, ভালবাসা, আনন্দের মধ্যে বাস করে তাদের প্রার্থনা করা উচিত। শুধু মাত্র ঈশ্বরের সাহায্য পাওয়ার ফলে আমরা আমাদের সাফল্য অর্জন করতে পারি। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 368.2

    গৃহ এমন স্থান হওয়া উচিত যেখানে থাকবে আনন্দ, উল-াস, ভদ্রতা, নম্রতা, থাকবে শর্তহীন ভালবাসা এবং যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকবে; সেখানেই থাকবে আনন্দ, সুখ ও ভালবাসা। বিভিন্ন সমস্যা আক্রমণ করতে পারে, কিন্তু অনেক মানবতা ও কোমলতাও থাকবে, যদিও দিন খুব মেঘা‪চ্ছন্ন হয়, তবুও ধৈর্যশীলতা, কৃতজ্ঞতা, ও ভালবাসা দিয়ে হৃদয়কে আলোকিত রাখতে হবে। তবেই গৃহে ঈশ্বরের দূতগণ বাস করবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 368.3

    স্বামী এবং স্ত্রী উভয়কেই জানতে হবে তাদের একে অপরের সুখ, আনন্দ। সদয়ভাবে কোন ছোট কাজ বা ভদ্রতা বা অমায়িক ব্যবহারে যা কিনা জীবনে বয়ে আনে আনন্দ, উজ্জ্বলতা। স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে নির্ভরশীল, আস্থা এবং বিশ্বাস থাকা উচিত। তারা দুজনে মিলে তাদের দায়িত্বগুলো পালন করতে পারেন, তাদের সন্তানের ভালোর জন্য দুজনে একসাথে মিলে কাজ করতে পারেন। সন্তানের সামনে এসে অপরের সিদ্ধান্তকে অবহেলা বা একে অপরকে কোন প্রশ্ন বা বিচার করা উচিত না, স্বামীর কাজকর্ম সন্তানের কাছে যেন বেশী কঠিন বা কঠোর না হয় সেদিকে স্ত্রীর যত্নশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে, স্বামী যেন তার স্ত্রীর হাত ধরে তাকে ভাল উপদেশ, উৎসাহ ও ভালবাসা দিতে পারে।MHBen 368.4

    পিতা মাতা এবং সন্তানের মধ্যে কোন দূরত্ব বা অবরোধ থাকা উচিত না। পিতা মাতাকে তাদের সন্তানের সাথে মিশতে হবে আজ তাদের আনন্দ দুঃখকে জানার জন্য, তাদের অনুভূতিগুলো এবং তাদের মনে কি আছে সেটা জানার জন্য।MHBen 369.1

    পিতা মাতারা তোমাদের সন্তানরা দেখুক যে তোমরা তাদের ভালবাস, এবং তোমরা সাধ্য মত চেষ্টা কর তাদের সুখী করতে। তোমরা যদি এরূপ কর, তাহলে তোমাদের আবশ্যকীয় বাধাসমূহ তাদের হৃদয়ে একটি পরিবর্তনের সৃষ্টি করবে। সন্তানদের কোমলতা, দয়া এবং সহানুভূতির দ্বারা শাসন করতে হবে। মনে রাখতে হবে যে “তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।”(মথি ১৮:১০)।MHBen 369.2

    যদি তুমি আশা কর যে, দূতেরা তোমার সন্তানের ঈশ্বর প্রদত্ত কাজ তাদের জন্য করবেন, তাহলে তুমি তাদের সহযোগিতা করে তোমার করণীয় অংশটুকু পালন কর।MHBen 369.3

    সন্তানদের জ্ঞান, ভালবাসা ও সুন্দর নির্দেশনা দিয়ে তাদের গৃহে আনতে হবে, তাহলে অন্য কোন জায়গায় আনন্দ, এবং বন্ধু খুঁজে পাওয়ার জন্য তাদের আর কোন ই‪ছা বা আশা থাকবে না । শয়তান তাদেরকে আর আক্রমণ করতে পারবে না। পবিত্র আত্মা একটা গৃহের সবার চরিত্র প্রবর্তিত করেন; তারা এমন অভ্যাস ও নীতিতে বড় হয় ও তাদের চরিত্র গঠিত হয় তাদের একটা শক্তিশালী প্রতিরোধ থাকে শয়তানের প্রলোভনের বিরুদ্ধে। যখন তারা গৃহ ত্যাগ করে অন্য কোন জায়গায় যায় শয়তান তাদের প্রলোভনে ফেলতে পারে না। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 369.4

    সন্তান এবং পিতা-মাতার সবারই গৃহের প্রতি দায়িত্ব রয়েছে। তাদের শিক্ষা দেয়া উচিত যে, তারাও পরিবারের একটা অংশ। সন্তানরা পরিবার থেকে খাদ্য পোশাক যত্ন ও ভালবাসা পেয়ে থাকে; তাদের উচিত পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তাদের ভালবাসা ও দয়ার জন্য, তাদের উচিত বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে পিতা মাতার সাথে সহভাগিতা করা এবং পরিবারে সুখ ও আনন্দ আনয়নের জন্য সর্বপ্রকার সাহায্য করা কেননা তারা সে পরিবারের একজন সদস্য।MHBen 369.5

    মাঝে মাঝে সন্তানেরা পিতা মাতার প্রতি উত্তেজিত ও রাগ হয়; কিন্তু পরবর্তী জীবনে তারা পিতা মাতাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় তাদের পূর্ববর্তী সময়ে তাদের সুন্দর যত্নের ও কঠোর নজরে রেখে জীবনকে রক্ষণাবেক্ষণ ও সঠিক নির্দেশনা দেয়ার জন্য।MHBen 370.1

    *****