Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সর্বাধিক কৃতকার্য কর্মীবৃন্দ

    ঈশ্বরের কাছে উৎসর্গীকৃত শিক্ষিত কার্যকারীরা অশিক্ষিত কার্যকারীদের থেকে অধিকতর ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করতে পারেন এবং অধিকতর ব্যাপক কাজ সম্পন্ন করতে পারেন। তাদের সুশৃ‫খল মন তাদেরকে সুবিধাজনক অবস্থানে স্থাপন করে থাকে। কিন্তু যাদের বেশি শিক্ষা কিম্বা বড় ধরণের তালন্ত নেই, তারা গ্রহণযোগ্যভাবে অন্যদের সেবা করতে পারে। ঈশ্বর সেই সকল লোক ব্যবহার করবেন ‪যারা তাঁর কাজে ব্যবহৃত হতে ইচ্ছুক। সর্বাপেক্ষা মেধা সম্পন্ন অথবা সর্বাধিক তালন্ত সম্পন্ন ব্যক্তিদের কাজই যে সর্বাপেক্ষা মহৎ ও সর্বাধিক স্থায়ী ফল আনয়ন করবে তা নয়। যারা স্বর্গের বাণী শুনেছে সেই সকল পুরুষ ও মহিলার প্রয়োজন। তারাই সর্বাপেক্ষা ফলপ্রসূ কার্যকারী যারা এই আহ্বানে সাড়া প্রদান করেছেন, “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর।” (মথি ১১:২৯)।MHBen 128.3

    হৃদয় থেকে যারা মিশনারী তাদেরই দরকার। যার অন্তরকে ঈশ্বর স্পর্শ করেন, তার হৃদয় মধ্যে তাদের জন্য এক আকুল আকা‫ক্ষা পূর্ণ হয়, যারা কখনও তাঁর প্রেম সস্পর্কে জানেনি। তাদের অবস্থা তাকে এক ব্যক্তিগত কষ্টের অনুভূতিরূপে প্রভাবিত করে। তার জীবন নিজ হাতের মুঠোয় নিয়ে এক স্বর্গীয় প্রেরিত, স্বর্গীয় অনুপ্রাণিত বার্তাবাহক রূপে তিনি ছুটে যান তাদের কাছে এমন এক কাজ করবার জন্য যে কাজে স্বর্গদূতেরা তাকে সহায়তা করে থাকেন।MHBen 129.1

    যাদের ওপরে ঈশ্বর বুদ্ধিমত্তার মহা তালন্তসমূহ ন্যাসড় করেছেন যদি তারা স্বার্থপর কাজে সে সকল ব্যবহার করে তবে কিছুকাল পরীক্ষার পরে সেগুলো তাদের নিজস্ব পথ অবলম্বনের জন্য ছেড়ে দেয়া হবে। ঈশ্বর সেই লোকদের গ্রহণ করবেন যারা ততটা গুণের দ্বারা সমৃদ্ধ নয়, যাদের অধিকতর আত্মবিশ্বাস নেই, আর তিনি দুর্বলকে সবল করবেন কেননা তারা নিজেরা যা করতে সক্ষম নয় তা সম্পাদন করতে তারা তাঁর ওপর নির্ভর করবেন। ঈশ্বর পূর্ণ আন্তরিক বদান্যতা সহ সহৃদয় সেবা কাজ গ্রহণ করবেন, এবং কোন ঘাটতি থাকলে তিনি নিজে তা পূরণ করবেন।MHBen 129.2

    প্রভু প্রায়ই তাঁর সহকর্মী হিসেবে এমন সব লোকদের মনোনয়ন করেছিলেন যাদের কোন স্কুলে পড়াশুনা করবার সুযোগই ছিল না। এই লোকেরা তাদের শক্তি ও সামর্থ্যকে সর্বাধিক পরিশ্রমের সাথে প্রয়োগ করেছিলেন, আর প্রভু তাঁর কাজের প্রতি তাদের আনুগত্যতা, পরিশ্রম ও জ্ঞানের জন্য তাদের পিপাসার পুরস্কার দিয়েছিলেন। তিনি তাদের চোখের জলের সাক্ষ্য হয়েছেন এবং তাদের প্রার্থনা শুনে ফল প্রদান করেছেন। ব্যাবিলনের রাজদরবারের বন্দিদের কাছে যেমন তিনি তাঁর আশীর্বাদ ও প্রেম ব্যক্ত করেছিলেন, ঠিক একইভাবে তিনি আজও তাঁর কর্মীদের প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে থাকেন।MHBen 129.3

    বিদ্যালয়ের শিক্ষায় অসম্পূর্ণ, সামাজিক পদমর্যাদায় নগন্য এমন সব মানুষ যীশুর আর্শীবাদে কোন কোন সময় তাঁর জন্য আত্মা লাভে অভূতপূর্ণ কৃতকার্যতা লাভ করেছেন। তাদের কৃতকার্যতার গোপন রহস্য ছিল ঈশ্বরের ওপর তাদের নির্ভরশীলতা। তারা তাঁর কাছ থেকে প্রতিদিন শিক্ষা লাভ করেছেন- যিনি পরামর্শদানে অপূর্ব এবং শক্তিতে অতিশয় পরাক্রমী।MHBen 130.1

    এই প্রকার কার্যকারীদেরকে উৎসাহিত করতে হবে প্রভু তাদেরকে অধিকতর যোগ্যতা সম্পন্ন লোকদের সাথে যোগাযোগ স্থাপন করে দেন, যেন অন্যেরা যে শূন্যতা রেখে যায় তা তাদের দ্বারা পূরণ হয়। কি করতে হবে তা অনুধাবনে তাদের বিচক্ষণতা, যাদের সাহায্যের প্রয়োজন এমন সব লোকদের সাহায্য করতে তাদের দ্রুত প্রস্তুতি গ্রহণ, তাদের সদয়ভাব ও কাজ প্রয়োজনীয়তার দরজা সকল খুলে দেয়, অন্যথায় তা বন্ধ থাকত। যারা বিপদের মধ্যে আছে তাদের সান্নিধ্যে তারা আসেন এবং তাদের বাক্য আত্ম প্রত্যয় জন্মানোর প্রভাব সম্পন্ন যে ক্ষমতা আছে তা অনেক ভীত সন্ত্রস্ত আত্মাকে ঈশ্বরের দিকে আকর্ষণ করে থাকে। তাদের কাজ প্রমাণ করে যে, আরো হাজার হাজার লোক এ কাজ করতে পারত যদি তারা কেবল উদ্যোগী হতো।MHBen 130.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents