Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ব্যবসা নীতিমালা

    ঈশ্বরের বাক্যে এমন কোন পদ্ধতির কথা বলা হয়নি যাতে এক শ্রেণীর কষ্টের ফলে আর এক শ্রেণী সমৃদ্ধশালী হতে পারে। আমাদের সমস্ত ব্যবসায়িক লেনদেন আমাদের এই শিক্ষা দেয় যে, ব্যবসার সময় আমরা শুধু আমাদের স্বার্থই দেখব না, অন্যদের স্বার্থ আমাদের সমানভাবে দেখতে হবে। যে অন্যের বিপদের সুযোগ নিয়ে নিজে লাভবান হতে চায় অথবা যে অন্যের দুর্বলতা বা অযোগ্যতার সুযোগ নিয়ে লাভবান হতে চায় সে উভয় দিক থেকেই পাপী।MHBen 168.3

    “বিধবা কিম্বা পিতৃহীনদের বিচারে অন্যায় করিবে না, এবং বিধবার বস্ত্র বন্ধক নিবে না।”(দ্বি: বি: ২৪:১৭)। “তোমার প্রতিবাসীকে কোন প্রকার কিছু ঋণ দিলে, তুমি বন্ধকী দ্রব্য লইবার জন্য তাহার ঘরে প্রবেশ করিবে না। তুমি বাহিরে দাঁড়িয়া থাকিবে, এবং ঋণী ব্যক্তি বন্ধকী বাহির করিয়া তোমার নিকটে আনিবে। আর সে যদি দরিদ্র হয়, তবে তুমি তাহার বন্ধকী দ্রব্য রাখিয়া নিদ্রা যাইবে না।”MHBen 168.4

    “যদি তুমি আপন প্রতিবাসীর বস্ত্র বন্ধক রাখ, তবে সূর্যাস্তের পূর্বে তাহা ফিরাইয়া দিও; কেননা তাহা তাহার একমাত্র আ‪ছাদন, তাহার গায়ে দিবার কাপড়; সে কিসে শয়ন করিবে? আর যদি সে আমার কাছে কাঁদে তবে আমি তাহা শুনিব, কেননা আমি কৃপাবান।”(যাত্রা ২২:২৬, ২৭)। “যদি তুমি স্বজাতীয়ের কাছে কোন কিছু বিক্রয় কর, কিম্বা আপন স্বজাতীয়দের হাত হইতে কিন, তবে তোমরা পরস্পর অন্যায় করিও না।”লেবীয় ২৫:১৪। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 169.1

    “তোমার বিচার কিম্বা পরিমাণ কিম্বা বাটখারা কিম্বা কাঠার বিষয় অন্যায় করিও না। (লেবীয় ১৯:৩৫)। “তোমার থলিয়াতে ছোট বড় দুই প্রকার বাটখারা না থাকুক।”(দ্বি: বি: ২৫:১৩, ১৪)। ” তোমার ন্যায্য দাঁড়ি ন্যায্য বাটখারা, ন্যায্য ঐফা ও ন্যায্য হিন রাখিবে।” লেবীয় ১৯:৩৬।MHBen 169.2

    “যে তোমার কাছে, যাচ্ঞা করে, তাহাকে দেও; এবং যে তোমার কাছে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না।”মথি ৫:৪১।MHBen 169.3

    “দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না, কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল। গীত ৩৭:২১।MHBen 169.4

    “মন্ত্রণা দেও, বিচার কর, মধাহ্নকালে আপনার ছায়াকে, রাত্রিকালের ন্যায় কর, বহি®কৃত লোকদিগকে লুকাইয়া রাখ, পলাতককে প্রকাশ করিও না।”“আমার বহিষ্কৃত লোকদিগকে তোমার সহিত বাস করতে দেও;... বিনাশকের সামনে হইতে তাহাদের অন্তরাল হও।”(যিশাইয় ১৬:৩, ৪)।MHBen 169.5

    ঈশ্বর প্রদত্ত ইস্রায়েল জাতিকে দেয়া জীবনের পরিকল্পনা ছিল সমগ্র মানব জাতির জন্য একটা দৃষ্টান্তমূলক শিক্ষণীয় বিষয়। যদি নিয়মগুলো আজ অবধি মেনে চলা হতো তাহলে পৃথিবী একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের জায়গা হতো।MHBen 169.6

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents