Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    স্বর্গীয় উপদেষ্টা

    অনেকেই চিন্তাকরেন, যখন সমস্যা হয় তখন পার্থিব বন্ধুদের কাছে সমস্যার কথা বলতে হবে এবং সাহায্য প্রার্থনা করতে হবে। এরূপ পরিস্থিতিতে অবিশ্বাস তাদের হৃদয়কে পরিপূর্ণ করে এবং মনে হবে তাদের পথ অন্ধকার। সর্ব যুগের শ্রেষ্ঠ উপদেষ্টা সব সময় তাদের পাশে আছেন এবং তাঁর থেকে সাহায্য গ্রহণ করার জন্য নিমন্ত্রণ জানা‪চ্ছেন। যীশু শ্রেষ্ঠ বোঝা বহনকারী আহ্বান জানা‪চ্ছেন, “আমার কাছে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।” আমরা কি তাঁকে প্রত্যাখ্যান করে মানুষের উপর নির্ভর করবো, যারা আমাদেরই মত ঈশ্বরের উপর নির্ভরশীল?MHBen 494.3

    আপনি হয়তো আপনার চারিত্রিক সীমাবদ্ধতা অনুভব করেন, এবং মহৎ কার্যের তুলনায় নিজের দক্ষতা ক্ষুদ্র মনে হয়। কিন্তু আপনাকে যদি মানবের সর্বকালের সব চাইতে শ্রেষ্ঠ জ্ঞান দেয়া হতো তবে তাও আপনার কাজের জন্য যথেষ্ট হতো না। “কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না,” (যোহন ১৫:৫) আমাদের জীবনদাতা বলেছেন। আমরা যা করি তার ফল নির্ভর করে ঈশ্বরের হাতে। যা কিছুই হোক না কেন, তাঁকে শক্ত করে ধরে রাখুন এবং নির্ভরশীলতায় দৃঢ় থাকুন।MHBen 495.1

    আমরা যখন নম্র ও পাপের জন্য অনুতপ্ত হই, তখন আমরা সেই অবস্থান গ্রহণ করি যে ঈশ্বরের ই‪ছা আমাদের জন্য সাধিত হোক। আমরা যখন আমাদের পূর্বের ভুলের জন্য অনুগ্রহ যা‪ঞা করি তখন তিনি সুখী হন এবং আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। যারা সম্পূর্ণরূপে তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের আশাতীত আকা‫খা পূর্ণ করেন। যীশু জানেন তাঁর সন্তানদের কি প্রয়োজন, মানুষের জন্য কতটুকু স্বর্গীয় আশীর্বাদ প্রয়োজন; এবং তিনি আমাদের জন্য সেই পরিমাণে আশীর্বাদ বর্ষণ করেন যদ্বারা আমরা অন্যদের আশীর্বাদ করতে পারি এবং নিজেদের হৃদয়কে উন্নত করতে পারি।MHBen 495.2

    আমরা নিজেদের দক্ষতায় যা করতে পারি তাঁর ওপর আমাদের কম নির্ভর করা বাঞ্ছনীয় এবং সদাপ্রভু আমাদের মাধ্যমে যে কাজ করাতে চান তার ওপর বেশি আস্থা রাখা প্রয়োজন। আপনি আপনার নিজের কাজ করছেন না; আপনি ঈশ্বরের কাজ করছেন। তাঁর ই‪ছার ওপর নিজেকে সমর্পণ করুন। নিজের স্বার্থের জন্য কোন কিছু গোপন করবেন না এবং অন্য কিছুর সঙ্গে আপোষ করবেন না। জীবনদাতার ওপর নির্ভর রেখে কিভাবে স্বাধীনভাবে চলা যায় তা জানুন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 495.3

    শাব্বাথের পর শাব্বাথ সারমন শুনি, পৃষ্ঠার পর পৃষ্ঠা শাস্ত্র পাঠ করি এবং পদের পর পদ ব্যাখ্যা করি, তবে যারা শোনে এবং আমাদের কোন উপকার হবে না, যতক্ষণ না আমাদের ব্যক্তিগত জীবনে শাস্ত্রের সত্য ধারণ না করি। আমাদের জ্ঞান, ই‪ছা, বাসনা, স্নেহ প্রেম সব কিছু ঈশ্বরের বাণীর দ্বারা নিয়ন্ত্রিত হওয়া আবশ্যক। আর তা হলে পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের বাণী অনুসারে কর্ম আমাদের জীবনের নীতি হবে।MHBen 495.4

    আপনি যখন ঈশ্বরের নিকট সাহায্য যাচ্ঞা করেন, জীবনদাতাকে বিশ্বাস করে সম্মানিত করেন তখন আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন। সব ক্ষমতা, জ্ঞান আমাদের কাছেই আছে। শুধুমাত্র যাচ্ঞা করতে হবে।MHBen 496.1

    ঈশ্বরের আলোতে সর্বক্ষণ চলুন। তাঁর চরিত্রের জন্য দিবারাত্র ধ্যান করুন। তা হলে আপনি তাঁর সৌন্দর্য দেখতে পাবেন এবং তাঁর উত্তমকার্যের প্রশংসা করতে পারবেন। তাঁর অসীম প্রেমের দ্বারা আপনার হৃদয় বিকশিত হবে। অনন্তকালীন শক্তির বাহু আপনাকে উ‪চ্চে তুলে ধরবেন। ঈশ্বরের শক্তিতে এবং আলোতে বিকশিত হয়ে যে সব কার্য সাধন করতে সক্ষম হবেন যা পূর্বে মনে হতো অসম্ভব। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 496.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents