Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    কৃতজ্ঞতা এবং প্রশংসা

    সুন্দর স্বাস্থ্য এবং মন গঠনের জন্য কৃতজ্ঞতা ও প্রশংসায় পরিপূর্ণ আত্মা ব্যতীত আর কিছু অধিক প্রয়োজন নেই। বিষাদ, মনমরা ভাব, অতৃপ্ত অনুভূতি, ও চিন্তা প্রতিরোধ করা আমাদের দায়িত্ব যেমন প্রার্থনা করাও আমাদের কর্তব্য। যদি আমরা স্বর্গ দ্বারা পরিবেষ্টিত থাকি, তবে কি করে আমরা বিলাপকারী, আর্তনাদকারী এবং বচসাকারী দল হিসেবে আমাদের পিতার গৃহাভিমুখে অগ্রসর হতে পারি?MHBen 234.6

    যারা নামধারী খ্রীষ্টান, এবং সর্বদা অভিযোগ করে এবং মনে হয় তারা উৎফুল- থাকে, হাসি-খুশি থাকা, পাপ, তাদের মধ্যে প্রকৃত ধর্ম নেই। যারা পৃথিবীর সর্ব প্রকার বিষাদ, আর্তনাদে আনন্দ উপভোগ করে, যারা সুন্দর সতেজ ফুলের পরিবর্তে শুকনো পাতার প্রতি দৃষ্টিপাত করে; যারা সবুজ পর্বতমালা ও উপত্যকার কোন প্রকার সৌন্দর্য দেখতে পায় না; যারা প্রকৃতির কণ্ঠস্বর থেকে নিজের আনন্দ, উল্লাসের অনুভূতিকে বন্ধ করে রাখে এবং যারা সুমধুর সঙ্গীত শ্রবণ থেকে নিজেদের কর্ণকে দূরে রাখে তারা যীশুতে নেই। যখন তাদের হৃদয়ে ধার্মিকতার সূর্য, তাঁর আরোগ্য রশ্মি হয়ে উদিত হওয়া আবশ্যক তখন তারা হতাশা ও অন্ধকার সংগ্রহ করে।MHBen 235.1

    আপনার মন হয়তো ব্যথার কারণে মেঘা‪ছন্ন হতে পারে। তথাপি জানবেন যীশু খ্রীষ্ট আপনাকে ভালবাসেন। তিনি আপনার দুর্বলতা বুঝতে পারেন। আপনি শুধু মাত্র তাঁর হস্তে নিজেকে সমর্পণ করে তাঁর ই‪ছা পালন করতে পারেন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 235.2

    এটা প্রাকৃতিক নিয়ম যে, আমরা যখন আমাদের চিন্তাধারা ও অনুভূতিকে ব্যক্ত ও প্রকাশিত হতে দেব তখন সেগুলো উৎসাহিত এবং শক্তিশালী হয়ে ওঠবে। বাক্যের দ্বারা চিন্তাপ্রকাশিত হয় এবং এটাও সত্য যে চিন্তাধারা বাক্যকে প্রকাশ করে। আমরা ঈশ্বরের সে অসীম প্রেম ও অনুগ্রহ পেয়েছি সে আশীর্বাদ, বিশ্বাস ও আনন্দসহ যদি সেগুলো প্রকাশ করতে পারি, তবে আমাদের বিশ্বাস এবং আনন্দ আরো অধিক হওয়া আবশ্যক। ঈশ্বরের প্রেম ও দয়ার প্রশংসা করলে তার ফল যে কত আশীর্বাদযুক্ত তা কোন সসীম মন ও কল্পনার মাধ্যমে জিহ্বা দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। এমনকি আমরা এ পৃথিবীতেই অফুরন্ত আনন্দের জোয়ার পেতে পারি কারণ ঈশ্বর সিংহাসনের ঝর্ণাধারা থেকে সে শীতল জল প্রবাহিত হয়।MHBen 235.3

    তাহলে, আসুন আমরা আমাদের হৃদয় ও জিহ্বাকে ঈশ্বরের এবং তাঁর অপূর্ব প্রেমের প্রশংসা করতে শিক্ষা দেই। আমাদের আত্মাকে আশাবাদী এবং কালভেরীর ক্রুশ থেকে সে আলো বিকশিত হয়েছে তা অনুসরণ করতে শিক্ষা দেই। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত না যে আমরা স্বর্গীয় রাজার সন্তান এবং ঈশ্বরের পুত্র ও কন্যা। ঈশ্বরের ছায়ায় শান্তিতে বিশ্রাম গ্রহণ করা আমাদের একটা সুযোগ।MHBen 235.4

    “আর যীশু খ্রীষ্টের শান্তিÍ তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক;...আর কৃতজ্ঞ হও।”(কলসীয় ৩:১৫)। আমাদের নিজেদের সমস্যা ও সংকট ভুলে আসুন আমরা প্রভুর নামের গে․রব করার যে সুযোগ পেয়েছি সে জন্য ঈশ্বরের উদ্দেশে জীবন যাপন করি। প্রতিদিন নূতন নূতন আশীর্বাদ ও তাঁর ভালবাসার জন্য আমাদের হৃদয় প্রশংসায় জাগ্রত হোক। আপনি সকালে চোখ খুলে তখন ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তিনি সারাটি রাত আপনার সুরক্ষা করেছেন। আপনার হৃদয়ে শান্তির জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করুন। প্রাতেঃ, দুপুরে ও সন্ধ্যায় কৃতজ্ঞতার সুগন্ধির সৌরভ স্বর্গাভিমুখে প্রশংসিত হোক।MHBen 236.1

    যখন কেউ জিজ্ঞেস করেন যে, কেমন আছেন, তখন কোন প্রকার অনুগ্রহ পাবার জন্য বিষাদপূর্ণ মন মরা ভাব দেখাবেন না। আপনার দুঃখে কষ্টে বিশ্বাসের অভাব আছে সে বিষয় কোন কথা বলবেন না। পরীক্ষক এ প্রকার বাক্য শুনতে আনন্দ পায়। আপনি যখন বিষণ্নতা, সম্বন্ধে আলাপ করবেন তখন শয়তান গৌরবান্বিত হয়। আমাদের জয় করতে আমরা শয়তানের শক্তির কাছে নিজেদের সঁপে দিতে পারি না। প্রায় আমরা তার ক্ষমতার বিষয় আলাপের মাধ্যমে নিজেদের তার হাতে তুলে দেই। আসুন এর পরিবর্তে আমরা মহান ঈশ্বরের শক্তি সম্বন্ধে আলাপ করি যা আমাদের সব ই‪চ্ছা তাঁর নিজের ই‪চ্ছারূপে গ্রহণ করেন। ঈশ্বরের অতুলনীয় প্রেম এবং তাঁর গৌরবের কথা বলুন। সমস্ত স্বর্গ আমাদের পরিত্রাণের জন্য উৎসাহী। ঈশ্বরের লক্ষ লক্ষ, অযুত অযুত দূতেরা পরিত্রাণের উত্তরাধিকারীদের সেবার্থে নিযুক্ত আছেন। তারা মন্দের বিরুদ্ধে আমাদের পাহারা দেন, এবং যে মন্দ, অন্ধকার শক্তি আমাদের ধ্বংসের জন্য অন্বেষণ করে তা থেকে দূরে থাকতে অনুপ্রাণীত করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কি আমাদের যথেষ্ট কারণ নেই, এমনকি যখন মনে হয় আমাদের পথে বিপদ আসছে তখনও কি আমরা ধন্যবাদ জানাতে পারি?MHBen 236.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents