Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    আরোগ্য লাভে বাইবেলের নীতি

    যারা স্বাস্থ্য রক্ষা ও পুনরুদ্বার করবে তাদের জন্য শাস্ত্র থেকে এ শিক্ষা রয়েছে, “আর দ্রাক্ষারসে মত্ত হইও না, ইহাতে নষ্টামি আছে।”(ইফিষীয় ৫:১৮)। শরীর অথবা মনের প্রকৃত সতেজতা অপ্রাকৃতিক বা অস্বাস্থ্যকর মাদকাশক্তি দ্বারা উত্তেজনা বা বিস্তৃতি ঘটানো এবং নিম্নমানের বাসনাকে চরিতার্থ করা নয়। অসুস্থদের মধ্যে অনেকেই ঈশ্বরহীন এবং আশাহীন। তারা অচরিতার্থ ই‪ছা, অশান্ত মন এবং নিজের বিবেককে দোষারোপ, জীবনের প্রতি নিয়ন্ত্রণহীনতা, এবং তারা আগামী জীবনের সম্পর্কে উদাসীন। এসব অসুস্থ ব্যক্তিদের তু‪চ্ছ, অসার ও উত্তেজক ই‪ছা প্রশ্রয়ের দ্বারা আশা দেবেন না। এগুলো হ‪চ্ছে তাদের জীবনের জন্য অভিশাপ।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 230.1

    এজগতে ক্ষুধার্ত, তৃষিত মন যতক্ষণ পরিতৃপ্তি হবার জন্য চেষ্টা করবে তারা ততক্ষণই ক্ষুধার্ত ও তৃষিত থাকবে। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মদ পান করে তারা প্রবঞ্চিত। তারা শক্তির জন্য ভ্রান্ত উল-াস করে এবং যখন তাদের উত্তেজনা শেষ হয় তখন উৎসাহের সমাপ্তি হয়; বাকী থাকে শুধুমাত্র হতাশা ও নৈরাশ্য।MHBen 230.2

    মনের প্রকৃত শান্তির শুধু মাত্র একটি উৎস আছে। আর যীশু খ্রীষ্ট এ বিষয়ে বলেছেন:- “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব।”(মথি ১১:২৮)। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি; জগৎ যেরূপ দান করে; আমি সেইরূপ দান করি না।”(যোহন ১৪:২৭)। এ শান্তি এমন কিছু নয়, যা তিনি নিজেকে ছাড়া অন্য কিছু বুঝিয়েছেন। এটা হ‪চ্ছে যীশু এবং তাঁকে গ্রহণের মাধ্যমেই আমরা এ শান্তি পেতে পারি। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 230.3

    যীশু খ্রীষ্ট হ‪চ্ছেন জীবনের উৎস। আর অনেকেরই তাঁর সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন। তাদের ধৈর্যপূর্বক, প্রেমের সঙ্গে এবং দৃঢ়ভাবে শিক্ষা দেয়া প্রয়োজন যে, স্বর্গীয় এ আরোগ্য ক্ষমতা প্রত্যেকের জন্য উন্মুক্ত হতে পারে। যখন ঈশ্বরের প্রেমের সূর্যকিরণ বিকিরিত হবে তখন হৃদয়ের অন্ধকার আলোকিত হবে, অশান্তি, অতৃপ্তি দূরীভূত হবে এবং মনের তৃপ্তির আনন্দ ও দেহে অদম্য শক্তির সঞ্চার হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 231.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents