Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    শিষ্যদের কাজ

    “লূক, সেই প্রিয় চিকিৎসক, এবং দীমা, তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছি।”(কলসীয় ৪:১৪)। প্রেরিত পৌল চিকিৎসক হিসেবে তাঁর দক্ষতার কথা শুনেছিলেন এবং তিনি তাঁকে প্রভুর কাছ থেকে বিশেষ কাজের দায়িত্ব প্রাপ্ত লোক হিসেবে খুঁজে পেয়েছিলেন। তিনি তাঁর সহযোগিতা পেয়েছিলেন, এবং কিছু সময়ের জন্য বিভিন্ন জায়গায় যাত্রা পথে লূক তাঁর সহচর হিসেবে ছিলেন। কিছু কাল পরে পৌল লূককে মাকিদনীয়ার ফিলিপীতে রেখে গেলেন। সেখানে তিনি বেশ কয়েক বছর থেকে চিকিৎসকের ও সুসমাচারের প্রচারকরূপে কাজ চালিয়ে গেলেন। চিকিৎসক হিসেবে তাঁর কাজে তিনি রোগীদের সেবা করতেন এবং পরে তাদের জন্য প্রার্থনা করতেন যেন যাতনা ক্লিষ্টদের ওপরে ঈশ্বরের আরোগ্যকারী শক্তি নেমে আসে। এইভাবে সুসমাচারের বার্তা প্রচারের পথ উন্মুক্ত হলো। চিকিৎসকরূপে লূকের কৃতকার্যতা বিধর্মীদের মাঝে যীশুকে প্রচার করে বহু সুযোগের দ্বার খুলে দিয়েছিল। অতএব এটা ঈশ্বরের পরিকল্পনা যেন আমরা শিষ্যদের ন্যায় কাজ করি। দৈহিক সুস্থকরণ কাজ সুসমাচার প্রচারের সাথে সংযুক্ত। সুসমাচার প্রচার কাজে শিক্ষা দান ও সুস্থকরণ কাজ কখনও আলাদা করা যাবে না।MHBen 118.1

    শিষ্যদের কাজ ছিল সুসমাচারের চারদিকে ছড়িয়ে দেয়া। যে সুসমাচার যীশু মানুষের কাছে এনেছিলেন তা সমস্ত পৃথিবীর মাঝে ঘোষণার দায়িত্ব তাদের ওপরে অর্পিত হয়েছিল। তাঁদের আমলের লোকদের কাছে তারা সে কাজ সম্পন্ন করেছেন। আকাশের নীচে সমস্ত জাতির কাছে সুসমাচার বাক্য বয়ে নিয়ে গিয়েছিলেন।MHBen 118.2

    যারা তাঁর নাম ধারণ করেছে ঈশ্বর তাদের ওপরে সমস্ত পৃথিবী মাঝে সুসংবাদ প্রদানের দায়িত্ব অর্পণ করেছেন। পৃথিবীর পাপ ও দুঃখদূর্দশার জন্য একমাত্র প্রতিষেধক হ‪চ্ছে সুসমাচার। ঈশ্বরের আশীর্বাদ বার্তার আরোগ্যদায়ী শক্তি সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদেরই প্রথমে সমস্ত মানবকুলের কাছে তা অবগত করতে হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 118.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents