Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সকলকে কার্যকারী হতে হবে

    প্রাচীনকালে তাঁর প্রজাদের কাছে আলো পৌছে দিতে ঈশ্বর স্বতন্ত্র কোন এক শ্রেণীর লোকদের মাধ্যমে কাজ করেননি। দানিয়েল ছিলেন যিহুদীয় রাজকুমার। যিশাইয়ও ছিলেন রাজ পরিবারের লোক। দায়ুদ ছিলেন একজন রাখাল ছেলে, আমোষ একজন মেষ পালক, সখরিয় ছিলেন একজন বাবিলের বন্দি, ইলিশায় ছিলেন একজন চাষী। প্রভু তাঁর প্রতিনিধিরূপে ভাববাদীরূপে ও রাজপুত্ররূপে সৎ ও নম্রদেরকে তুলে এনে তাদেরকে পৃথিবীর মাঝে বিতরণের জন্য সত্য শেখালেন।MHBen 126.2

    যে কেউ তার প্রেমের অংশীদার হয়, অন্যদের সেবায় প্রভু তাদের প্রত্যেকের জন্য একটা করে কাজ নিরূপন করে থাকেন। স্বতন্ত্রভাবে আমাদের নিজ অবস্থানে দাঁড়িয়ে বলতে হবে, “এই আমি, আমাকে পাঠাও।”(যিশাইয় ৬:৮)। মিশনারী নার্স, যীশু চিকিৎসক, স্বতন্ত্র যীশু তিনি ব্যবসায়ী কিম্বা কৃষক, চাকুরে কিম্বা কারিগর হোন পবিত্র বাক্যের পরিচারকের ওপরই সম্পূর্ণ দায়িত্ব বর্তায়। এটা মানুষের কাছে তাদের মুক্তির সুসংবাদ প্রকাশের কাজ। প্রত্যেকটি কর্মোদ্যোগ যার সাথে আমরা জড়িত আর পরিসমাপ্তিতে সুসংবাদ বিতরণ মাধ্যম হওয়া উচিত।MHBen 126.3

    যারা তাদের নির্ধারিত কাজ মাথা পেতে নেয় তারা কেবল অন্যদের জন্য আশীর্বাদের বাহন হবে না বরং নিজেরাও আশীর্বাদ লাভ করবে। উত্তমরূপে সম্পাদিত দায়িত্ব সচেতনতা তাদের নিজেদের জীবনে এক প্রতিফলন প্রভাব বিস্তার করবে। আশাহীনেরা আশা খুঁজে পাবে। দুর্বলেরা শক্তিশালী হবে, অজ্ঞানেরা বিচক্ষণ হবে, আর যিনি তাদের সকলকে আহ্বান করেছেন তারা তাঁর মাঝে এক অব্যর্থ সহায়ক খুঁজে পাবে।MHBen 127.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents