Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সংস্কার সাধনের ভিত্তি

    সংস্কার সাধনের মৌলিক সত্যের সুষ্পষ্ট স্বীকৃতির ওপর নির্ভর করে। একদিকে যেমন সংকীর্ণ তত্ত্ববিদ্যায় ও কঠিন, শীতল ধর্মীয় অনুশাসনের পেছনে বিপদ ওৎ পেতে রয়েছে, অন্য দিকে অসতর্ক উদার নীতির পেছনে মহা বিপদ লুক্কায়িত রয়েছে। ঈশ্বরের নিয়মই হ‪চ্ছে সকল টেকসই সংস্কারের ভিত্তি। আমাদের এই আইন পালনের প্রয়োজনীয়তা বিষয়ক সুস্পষ্ট ও স্বতন্ত্র রূপরেখা প্রণয়ন করতে হবে। এর মূলনীতি সমূহ জনসাধারণের সামনে অবশ্যই তুলে ধরতে হবে। সেগুলো বরং ঈশ্বরের ন্যায় চিরস্থায়ী ও অপ্রতিরোধ্য। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 108.2

    ধর্মভ্রষ্টতার সর্বপেক্ষা শোচনীয় ফলাফলের মধ্যে একটা ছিল মানুষ তার আত্ম-নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আর এই ক্ষমতা পুনরুদ্বার করতে পারলেই, আসল উন্নয়ন হতে পারে।MHBen 108.3

    চরিত্র গঠনের লক্ষ্যে মন ও আত্মার উন্নয়ন অপরিহার্য, আর তার একমাত্র মাধ্যমই হ‪চ্ছে দেহ। অতএব প্রতিপক্ষ শয়তান তার প্রলোভন সমূহ দুর্বল ও অবনতি দৈহিক শক্তির দিকে পরিচালিত করে থাকে এখানে তার সাফল্যের অর্থই হ‪চ্ছে গোটা সত্ত্বাকেই মন্দতার কাছে অর্পণ করা। উ‪চ্চতর কোন শক্তির অধীনে চালিত না হলে আমাদের প্রকৃতিগত আচরণের প্রবণতা সমূহ অবশ্যই আমাদের ধ্বংস ও মৃত্যু ডেকে আনবে।MHBen 108.4

    অতএব দেহকে বশে আনতে হবে। প্রচন্ড আবেগ প্রবণতাকে ই‪ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। আর এ ই‪ছা শক্তিকে সারসরি ঈশ্বরের নিয়ন্ত্রণে আনতে হবে। ঈশ্বরের আশীর্বাদ দ্বারা পবিত্রীকৃত আধিপত্য বিস্তারকারী বিবেচনা শক্তিকে আমাদের জীবনের নিয়ন্ত্রণভার গ্রহণ করতে হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 109.1

    ঈশ্বরের নিমিত্ত অবশ্যকরণীয় বিষয়গুলোকে বিবেকের আওতাধীন আনতে হবে। পুরুষ ও মহিলাদের আত্ম-নিয়ন্ত্রণের দায়িত্বে, শুদ্ধতার প্রয়োজনে, নৈতিক চরিত্র কলুষিত করে, এমন প্রত্যেকটি আকাঙ্ক্ষা ও নোংরা অভ্যাস সমূহ থেকে মুক্ত হতে সদাসর্বদা সজাগ থাকতে হবে। তাদের দেহ ও মনের শক্তিসমূহ ঈশ্বরের দান এই বাস্তবতার নিরিখে তাদের মাঝে গভীর প্রভাব বিস্তার করা আবশ্যক এবং সেগুলো তাদের কাজের জন্য সর্বাপেক্ষা উত্তম অবস্থায় সংরক্ষণ করতে হবে।MHBen 109.2

    সুসংবাদের প্রতীকরূপে পুরাতন ধর্মীয় প্রথায় কোন দান বা খুঁত বিশিষ্ট পশু ঈশ্বরের বেদীতে বলি দেয়ার জন্য আনা হত না। যীশুর প্রতীকরূপ বলির পশুকে অবশ্যই খুতবিহীন হতে হবে। ঈশ্বরের বাক্য এইরূপ একটি উদাহরণ দ্বারা তাঁর সন্তানদের তেমন হওয়া উচিত তা নির্দেশ করেন- “জীবিত, পবিত্র ও ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর।”(রোমীয় ১২:১)। “ঈশ্বরের কাছে প্রীতিজনক।” (ইফিষীয় ৫:২৭)।MHBen 109.3