Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আনন্দ

    “সানন্দ্য হৃদয় স্বাস্থ্যজনক।”(হিতোপদেশ ১৭:২২)। কৃতজ্ঞতা, আনন্দ, বদান্যতা, ঈশ্বরের প্রেম এবং যত্নের ওপর আস্থা হ‪চ্ছে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। ইস্রায়েল সন্তানদের জীবনে এই বিষয়গুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬MHBen 260.1

    বার্ষিক উৎসব পালনের জন্য ইস্রায়েলরা তিনবার যিরূশালেমে যেত, কুটীরোৎসবের সময় তারা এক সপ্তাহকাল বেড়াত, যা তাদের সামাজিক জীবনের আনন্দ ও বিনোদন দান করত। এ পর্বগুলো ছিল আনন্দ, উল্লাস করার সময়, অপরিচিত অতিথি, লেবীয় এবং গরীবদের আতিথেয়তা করার জন্য সুন্দর মধুময় সময়।MHBen 260.2

    “আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ও তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করিয়াছেন, সেই সকলেতে তুমি ও লেবীয় ও তোমার মধ্যবর্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করিবে।”(দ্বি: বি: ২৬:১১)।MHBen 260.3

    সুতরাং অনেক বছর পর বাবিলের বন্দিদশা হতে যিরূশালেমে ফিরে আসার পর যখন ঈশ্বরের ব্যবস্থা পাঠ করেছিল, তখন লোকেরা তাদের অবাধ্যতা, ব্যবস্থা ল‫ঘনের জন্য কেঁদে ছিল এবং পরিতৃপ্তির বাক্য বলেছিল:- ‬MHBen 260.4

    “তোমরা শোক করিও না, রোদন করিও না। আর তিনি তাহাদিগকে কহিলেন যাও, পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্ট রস পান কর, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই, তাহার অংশ পাঠিয়ে দেও; কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা বিষণ্ন হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। (নহিমিয় ৮:৯, ১০)।MHBen 260.5

    তাদের কাছে লিখিতভাবে ঘোষণা করা হয়েছিল: “যেরূপ লেখা আছে, তদনুসারে কুটীর নির্মাণার্থে পর্বতে গিয়া জলপাই বৃক্ষের শাখা, বন্য জলপাই বৃক্ষের শাখা, গুলমেঁদির শাখা, খর্জ্জুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আন। তাহাতে লোকেরা বাহিরে গেল, ও সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জল-দ্বারের চকে ও ইফ্রয়িম দ্বারের চকে আপনাদের জন্য কুটীর নির্মাণ করিল। বন্দিদশা হইতে প্রত্যাগত লোকদের সমস্ত সমাজ কুটীর নির্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল;...তাহাতে বড় আনন্দ হইল।”(নহিমিয় ৮:১৫-১৭)।MHBen 260.6