Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

স্বাস্থ্য এবং সুখ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ২৪ - খাদ্যরূপে মাংস

    “আদিতে এরূপ
    ছিল না।”

    আদিতে মনুষ্যের নিমিত্ত নির্দ্ধারিত খাদ্যের মধ্যে পশু থেকে পাওয়া খাদ্য ছিল না। জলপ্লাবনের পরে, যখন পৃথিবীর সমস্ত সবুজই ধ্বংস হয়ে গেল, কেবলমাত্র তখন মনুষ্য মাংস খাবার অনুমতি লাভ করল।MHBen 289.1

    এদনে মনুষ্যের খাদ্য মনোনয়নে, সদাপ্রভু উপযুক্ত খাদ্য দেখিয়েছিলেন; ইস্রায়েলের নিমিত্ত মনোনয়নে তিনি একইরূপ শিক্ষা দিয়েছিলেন। ঈশ্বর ইস্রায়েল-সন্তানদের মিসর দেশ থেকে বের করে আনলেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিলেন যেন তারা ঈশ্বরের নিজস্ব সম্পদ-স্বরূপ হতে পারে। তিনি শিক্ষা দেবার মাধ্যমে পৃথিবীকে আশীর্বাদের শিক্ষা দিতে চেয়েছিলেন। এই উদ্দেশে তিনি তাদের জন্য উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করলেন, তাহা মাংস না, কিন্তু মান্না, “স্বর্গীয় খাদ্য।” তাদের অসন্তোষের জন্য মিশরের মাংসের পাত্রের নিমিত্ত বচসা হেতুই অল্পকালের নিমিত্তই তাদের জন্য পশু-খাদ্য ভক্ষণের অনুমতি প্রদান করা হল। এই খাদ্যের ব্যবহারের জন্য হাজার হাজার লোক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করল। তথাপি মাংস-বিহীন খাদ্যের প্রতি কড়াকড়ি নিয়ম অন্তৎকরণের সঙ্গে গ্রহণ করা হয়নি। প্রকাশ্যে বা গোপনে অসন্তোষ এবং বচসা চলতেই থাকল। কিন্তু এটা স্থায়ী হল না।MHBen 289.2

    যেহেতু ইস্রায়েল সন্তানেরা মিসরে থেকে গেল, তাই তাদের পশু থেকে পাওয়া খাদ্যের ব্যবহারে অনুমতি প্রদান করা হল; কিন্তু সতর্কতাপূর্ণ নিয়ন্ত্রণ, যা অশুভ পরিণতির কিছু লাঘব করল। শুকরের মাংস ছিল নিষিদ্ধ, সঙ্গে অন্যান্য পশু এবং কিছু পাখিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলোকে বলা হতো অশুচি। যেসব পশুর মাংস ভোজনের অনুমতি প্রদান করা হয়েছিল, তার চর্বি, রক্ত ভোজন নিষিদ্ধ করা হয়েছিল।MHBen 289.3

    কেবলমাত্র রোগমুক্ত এবং হৃষ্টপুষ্ট পশুর মাংস ভোজনের অনুমতি প্রদান করা হয়েছিল। প্রহারে হত, ক্ষতবিক্ষত এবং মৃত, এবং যার রক্ত যত্নসহকারে ধৌত এবং পরিষ্কৃত করা হয়নি, সেগুলো ভোজন করা যাবে না।MHBen 290.1

    খাদ্যের ব্যাপারে ঐশ্বরিক পরিকল্পনা থেকে দূরে থাকতে; ইস্রায়েল সন্তানেরা মহা ক্ষতির শিকার হয়েছিল। তারা মাংস খেতে চাইল এবং তার ফসলও তারা চয়ন করল। তারা চরিত্র গঠনে ঈশ্বরের আদর্শে পৌছে নি এবং তাঁর উদ্দেশ্যও পূর্ণ করে নি। সদাপ্রভু “তাহাদের প্রার্থিত খাদ্য তাহাদিগকে দিলেন, কিন্তু তাহাদের প্রাণে ক্ষীণতা পাঠাইলেন।”(গীতসংহিতা ১০৬:১৫) তারা পার্থিব বিষয়কে আত্মিক বিষয়ের ঊর্ধ্বে মূল্য প্রদান করল, এবং পবিত্র, সর্বোৎকৃষ্ট যা ছিল তাদের জন্য তাঁর উদ্দেশ্য, সে লক্ষ্যে তারা পৌছেনি।MHBen 290.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents