Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মণ্ডলীর পরামর্শ গ্রহণ করিতে যাহারা অসম্মত তাহাদের প্রতি মণ্ডলীর কর্ত্তব্য

    বিশস্তভাবে খ্রীষ্টদত্ত উপদেশের অনুসরণ না করিয়া কোন অপরাধির নাম মণ্ডলীর খাতা হইতে কাটিয়া দিতে মণ্ডলীর কোন কার্য্য- কারীর পরামর্শ দেওয়া, কোন কমিটীর সুপারিশ করা, অথবা কোন মণ্ডলীর ভোট গ্রহণ করা কর্ত্তব্য নহে । এই পরামর্শনুযায়ী কার্য্য করিলে মণ্ডলী ঈশ্বরের সম্মুখে নির্দ্দোষ থাকে । ইহার পরে সেই দুষ্কার্যটী যেমন আছে, ঠিক্ তেমনি ভাবে প্রকাশ করিতে এবং একেবারে দূর করিয়া দিতেই হইবে, যেন ইহা ক্রমান্বয়ে চতুর্দ্দিকে ছড়াইয়া না যায় । মণ্ডলী যেন খ্রীষ্টের ধার্ম্মিকতা বস্ত্রে বস্ত্রান্বিত হইয়া ঈশ্বরের সম্মুখে নিষ্কলঙ্ক অবস্থায় দাঁড়াইয়া থাকিতে পারে, তজজন্য মণ্ডলীর সুনাম ও পবিত্রতা অবশ্যই রক্ষা করিতে হইবে ।CCh 229.4

    ভ্রান্ত ব্যক্তি অনুতাপ করিয়া খ্রীষ্টের বশ্যতা স্বীকার করিলে, তাহাকে আর একটী সুযোগ দিতে হইবে ; আর এমন কি, যদি সে অনুতাপ নাও করে, এমন কি সে যদি মণ্ডলীর সঙ্গে কোন সংশ্রব নাও রাখে, তথাপি ঈশ্বরের দাসগণের তখনও তাহার জন্য কিছু করণীয় আছে । তাহাদের কর্ত্তব্য ব্যগ্রভাবে তাহার অন্বেষণ করিয়া তাহার মধ্যে অনুতাপ আনয়ন করা । আর তাহার অপরাধ যত বড় জঘন্য ও গুরুতরই হউক না কেন, যদি সে পবিত্র আত্মার চেতণাবাণী গ্রহণ করে এবং তাহার পাপ স্বীকার করিয়া ত্যাগ করে ও মনঃপরিবর্ত্তনের উপযুক্ত ফলে ফলবান হয়, তবে তাহাকে ক্ষমা করিয়া পুনরায় মণ্ডলীতে গ্রহণ করিতে হইবে । তাহার ভ্রাতৃগণও তাহার ন্যায় পরীক্ষায় পতিত হইতে পারে, ইহা মনে রাখিয়া তাহারা যেন তাহার স্থানে নিজেদিগকে দাঁড় করাইয়া এইরূপ অবস্থায় তাহারা অন্যের নিকট হইতে যেরূপ ব্যবহার পাইতে বাঞ্ছা করিত, তাহারও যেন তাহার প্রতি তদ্রুপ ব্যবহার করিয়া তাহাকে ঠিকভাবে উৎসাহিত করে ।CCh 230.1

    খ্রীষ্ট আরও বলিয়াছিলেন, “আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে ; এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে ।” ১৮ পদ ।CCh 230.2

    এই উক্তি সর্ব্বযুগেই বলবৎ আছে । খ্রীষ্টের পরিবর্ত্তে কার্য্য করিবার জন্য মণ্ডলীকে ক্ষমতা দেওয়া হইয়াছে । ঈশ্বরের লোকদের মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্ত্তিতা বজায় রাখিবার জন্য মণ্ডলীই ঈশ্বর নিরুপিত উপায় । মণ্ডলীর উন্নতি, পবিত্রতা ও শৃঙ্খলা বিষয়ক সমস্ত ব্যাপারের সুমীমাংসার ভার, প্রভু মণ্ডলীকেই দিয়াছেন । যাহারা অযোগ্য, যাহারা তাহাদের অখ্রীষ্টীয় ব্যভারের দ্বারা সত্যের প্রতি অশ্রদ্ধা আনয়ন করিবে, তাহাদিগকে মণ্ডলীর সহভাগিত্ব হইতে চ্যুত করিতে মণ্ডলীর উপরে দায়িত্ব ভার অর্পণ করা হইয়াছে । ঈশ্বরের বাক্যের ইঙ্গিত অনুযায়ী মণ্ডলী যাহা কিছু করে, তাহা স্বর্গে বাহাল করা হয়বে ।CCh 230.3

    গুরুতর প্রয়োজনীয় বিষয় সমুহের সুমীমাংসা মণ্ডলীর দ্বারাই করিয়া লইতে হইবে । ঈশ্বরের লোকদের চালকরুপে, অভিষিক্ত পুরোহিতগণ যথাসাধ্য চেষ্টা করিয়াও যদি সুমীমাংসায় আসিতে না পারেন, তবে তাঁহারা সমস্ত বিষয়টী মণ্ডলীর হস্তে সমর্পণ করিবেন, দেন স্থির সিদ্ধান্তে সকলে একমত হইবে পারেন ।CCh 231.1

    প্রভু চাহেন, যেন তাঁহার অনুগামিগণ পরস্পরের সহিত আলাপ ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করে। তাহাদের কর্ত্তব্য ; লোককে তুলিয়া ধরা, পুনরুদ্ধার করা ও আরোগ্য করা । কিন্ত মণ্ডলীতে উপযুক্ত শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেন কোন অবহেলা করা না হয় । মণ্ডলীর সভ্যগণের কর্ত্তব্য নিজেদিগকে ছাত্র বলিয়া মনে করা এবং উচ্চ আহ্বানের যোগ্য চরিত্র কিরুপে গঠন করা যায়, তাহা শিক্ষা করা । ঈশ্বরের সন্তান-সন্ততিগণ উর্দ্ধস্হ মণ্ডলীর সহিত সেই মহা মিলনে যেন মিলিত হইতে পারে, তজজন্য এই পৃথিবীতে তাহাদের প্রস্তুত হইতে হইবে । এই জগতে যাহারা খ্রীষ্টের সহিত ঐক্যে বসবাস করিবে, তাহারাই মুক্তি-প্রাপ্তগণের পরিবার ভুক্ত হইয়া অনন্তজীবী হইবার আশা করিতে পারে । 57T 262-264;CCh 231.2