Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ৩৪ অধ্যায়

    খ্রীষ্টীয় গৃহ

    যে সকল নৈতিক ও আধ্যাত্মিক প্রভাবের দ্বারা আমরা ও আমাদের পরিবারস্থ সকলে পরিবেষ্টিত, গৃহ মনোনয়নে ঈশ্বর প্রথমেই সেগুলির সম্বন্ধে বিবেচনা করিয়া দেখিতে বলেন । গৃহের নিমিত্ত স্থান অন্বেষণের সময়ে এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখিয়া স্থান মনোনীত করিতে হইবে । ধনের, সৌখিনতার কিংবা সমাজের রীতিনীতি অনুসরণের আকাঙ্ক্ষার বশে পরিচালিত হইবেন না । সাদাসিধে জীবন যাপনে, বিশুদ্ধতায়, স্বাস্থ্যে ও প্রকৃত মূল্যে কোন্ স্থান সর্ব্বশ্রেষ্ঠ তাহা বিবেচনা করিয়া দেখিবেন ।CCh 393.1

    যে স্থানে কেবল মানুষের কার্য্য দৃষ্ট হইতে পারে, সে স্থানে বসবাস না করিয়া, যে স্থানের দৃশ্য ও শব্দ সর্ব্বদা মন্দ চিন্তায় পরিচালিত করে এবং যে স্থানে গণ্ডগোল ও হাঙ্গামা দ্বারা ক্লান্তি ও উৎকণ্ঠা আনীত হয়, সেই স্থানে বসবাস না করিয়া এমন স্থানে গমন করুন, যে স্থানে থাকিয়া ঈশ্বরের কার্য্যাদি সন্দর্শন করিতে পারিবেন । সৌন্দর্য্য ও নীরবতার মধ্যে আত্মার বিশ্রাম ও প্রকৃতির শান্তি লাভ করুন । সবুজ ক্ষেত্রে, কুঞ্জবনে ও ক্ষুদ্র পর্ব্বতের গাত্রে আপনার দৃষ্টি নিবদ্ধ রাখুন ; নগরের ধূলি ও ধূম্র-জালে-অনাবৃত অন্ধকারহীন নীলাকাশের প্রতি দৃষ্টিপাত করুন, এবং শূন্য গগন-মার্গের তেজস্কর বায়ু সেবন করুন ।CCh 393.2

    সময় আসিয়াছে, যখন ঈশ্বর হইতে পথ উন্মুক্ত হইলেই পরিবার-বর্গের নগর হইতে স্থানান্তরিত হওয়া কর্ত্তব্য । সন্তানসন্ততিগণকে গ্রামাঞ্চলে লইয়া যাওয়া বিধেয় । সঙ্গতিতে যেরূপ কুলায় মাতাপিতার কর্ত্তব্য সেরূপ উপযুক্ত স্থান হস্তগত করা । বাসগৃহ ক্ষুদ্র হইলেও তৎসংলগ্নে যেন আবাদি জমি থাকে ।CCh 393.3

    যে সকল মাতাপিতার একখণ্ড জমি ও আরাম-দায়ক এক খানা গৃহ আছে, তাঁহারা রাজা ও রাণী ।CCh 393.4

    চাষের নিমিত্ত সন্তানগণের যেন জমি থাকে, তজজন্য যদি সম্ভব হয়, তবে নগরের বাহিরে গৃহ নির্ম্মাণ করিতে হইবে । তাহাদের প্রত্যেকের নিজের এক এক খণ্ড জমি থাকুক ; এবং কি ভাবে উদ্যান নির্ম্মাণ করিতে, ও বীজ বপনের নিমিত্ত কি ভাবে মৃত্তিকা প্রস্তুত করিতে হয় তৎসম্বন্ধে, এবং আগাছাগুলি তুলিয়া ফেলিবার আবশ্যকতা সম্বন্ধে যখন শিক্ষা দান করিবেন, তখন কদর্য্য ও ক্ষতিকর অভ্যাসগুলিও জীবন হইতে দূর করিয়া দিতে শিক্ষা দিবেন । তাহাদের উদ্যানের আগাছাগুলি তাহারা যেমন নিচে ফেলিয়া রাখে, মন্দ অভ্যাসগুলিও তেমনি নিচে ফেলিয়া রাখিতে শিক্ষা দান করিবেন । এই সকল বিষয় শিক্ষা দান করিতে সময়ের প্রয়োজন হইবে, কিন্তু ইহাতে ফল হইবে ; যথেষ্ট ফল হইবে ।CCh 394.1

    ভূগর্ভে আশীর্ব্বাদরাজি নিহিত রহিয়াছে, যাহাদের সাহস, ইচ্ছা ও অধ্যাবসায় আছে, তাহারা উহাতে নিহিত ধনরত্ন সংগ্রহ করিতে পারে । বহু কৃষক তাহাদের ভূমি হইতে যথোপযুক্ত ফল সংগ্রহ করিতে পারে না, কারণ তাহারা কৃষিকাজ অপমান জনক বলিয়া মনে করে ; তাহারা দেখিতে পায় না যে, তাহাদের নিজেদের ও তাহাদের পরিবার বর্গের জন্য ইহার মধ্যে আশীর্ব্বাদ নিহিত আছে ।CCh 394.2

    যে সত্য মুখে স্বীকার করা হয়, তাহা পালনের নিমিত্ত মাতাপিতা ঈশ্বরের নিকটে বাধ্য । ইহা করিয়া তাঁহারা তাঁহাদের সন্তানগণকে ঠিক্ শিক্ষা দান করিতে পারেন । আর ফলে সন্তানগণ উর্দ্ধস্থ গৃহের সহিত নীচস্থ গৃহের সংযোগ স্থাপন করিতে শিক্ষা লাভ করিতে পারে । পৃথিবীস্থ পরিবার যতদুর সম্ভব স্বর্গস্থ পরিবারের প্রতিরূপ হইতে হইবে । তাহা হইলে যাহা নীচ ও অধম তাহাতে আসক্ত হওয়ার প্রলোভন নিস্তেজ হইয়া যাইবে । সন্তানসন্ততিগণকে শিক্ষা দিতে হইবে যে, তাহারা এই পৃথিবীতে কেবল শিক্ষানবিশ, এবং যাহারা খ্রীষ্টকে প্রেম করে ও তাঁহার আজ্ঞাসকল পালন করে, তাঁহাদের নিমিত্ত তিনি যে স্থান প্রস্তুত করিতে গিয়াছেন, সেই স্থানের অধিবাসী হইবার নিমিত্ত তাহারা সুশিক্ষিত হইতেছে । এই সর্ব্বশ্রেষ্ঠ কর্ত্তব্যটী মাতাপিতার অবশ্য পালনীয় ।CCh 394.3

    মনুষ্যের বসতির নিমিত্ত সমস্ত গৃহই যতদূর সম্ভব উচ্চ ভূমিতে ও যে স্থানে জল নিষ্কাশনের সুবিধা আছে, এরূপ স্থলে নির্ম্মাণ করা কর্ত্তব্য । এইরূপ করিলে ভূমির শুষ্কতা সম্বন্ধে সুনিশ্চিত হইতে পারা যায় । কিন্তু এই বিষয়ে প্রায়ই অতি অল্প মনোযোগ দেওয়া হয় । নীচ স্থানে বসবাসের কারণে ও দূষিত পয়ঃপ্রণালীর জন্য এবং আদ্রতা ও ম্যালেরিয়ার আক্রমণ হেতু ক্রমাগত ভগ্ন স্বাস্থ্যের, ও ভীষণ ব্যাধি সমূহের প্রকোপে, বহু লোকের অকালমৃত্যু ঘটিয়া থাকে ।CCh 395.1

    গৃহে যাহাতে অবাধে বায়ু চলাচল করিতে ও প্রচুর সুর্য্যকিরণ প্রবেশ করিতে পারে, তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখিয়া গৃহ নির্ম্মাণ করিতে হইবে, কারণ ইহা স্বাস্থ্যের পক্ষে একান্ত আবশ্যক । গৃহের প্রত্যেক কক্ষে যেন বায়ু প্রবাহ চলে ও আলো প্রবেশ করে । এরূপ ভাবে নিদ্রা-কক্ষের ব্যবস্থা করিতে হইবে, যেন তাহাতে দিবা-রাত্র অবিশ্রান্ত বায়ু প্রবাহিত হয় । বায়ু ও সূর্য্যকিরণ প্রবেশের জন্য যে কক্ষটী প্রতিদিন উন্মুক্ত রাখা যায় না, তাহা নিদ্রাকক্ষরূপে ব্যবহৃত হইবার উপযোগী নহে ।CCh 395.2

    গৃহ হইতে যথাদূরে বিক্ষিপ্ত বৃক্ষরাজি ও কতিপয় গুল্মোদ্যানে পরিশোভিত এক বাগিচা নির্ম্মিত হইলে উহা পরিবারের পক্ষে বড়ই আমোদদায়ক হইবে ; আর উত্তমরূপে যত্ন লইলে ইহাতে স্বাস্থ্যেরও কোন হানি হইবে না । কিন্তু গৃহের চতুর্দ্দিকে ও অতি নিকটে ঘন ঘন ছায়া-বৃক্ষ ও গুল্মদ্যান থাকিলে উহা অস্বাস্থ্যকর হইয়া পড়ে, কারণ ইহাতে অবাধে বায়ু চলাচল করিতে ও সূর্য্যের কিরণ প্রবেশ করিতে পারে না । ফলে গৃহমধ্যে, বিশেষভাবে বর্ষাকালে আর্দ্রতা সঞ্চিত হয়।CCh 395.3