Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সূর্য্যাস্তে উপাসনা

    নামধারী শাব্বাথপালনকারিগণ বিশ্রামবারের প্রতি যেরূপ পবিত্রতা আরোপ করে, ইহা তদপেক্ষা অধিক পবিত্র। অক্ষরে হউক কিংবা আত্মায় হউক, আজ্ঞানুসারে যাহারা বিশ্রামবার পালন করে নাই, সদাপ্রভু তাহাদের দ্বারা অতিশয় আবমানিত হইয়াছেন। বিশ্রামবার পালন বিষয়ে এক সংস্কার সাধন করিতে, তিনি সকলকে আহ্বান করিতেছেন।CCh 90.1

    সূয্যাস্তের পূর্ব্বে পরিবারস্থ সকলে একত্র হইয়া ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুক, গান ও প্রার্থনা করুক। এই বিষয়ে এক সংস্কারের প্রয়োজন, কারণ অনেকই এই বিষয়ে শিথিল। ঈশ্বরের নিকটে ও এক জন অন্যের নিকটে পাপ স্বীকার করা আবশ্যক। ঈশ্বর যে দিনকে আশীর্ব্বাদ করিয়াছেন ও পবিত্র করিয়াছেন সেই দিনকে উপযুক্ত সম্মান দিবার নিমিত্তে পরিবারস্থ প্রত্যেকেই যেন প্রস্তুত হইতে পারে, তজজন্য নূতন ভাবে বিশেষ বন্দবস্তের সূচনা করা কর্ত্তব্য।CCh 90.2

    পারিবারিক উপাসনায় সন্তানসন্ততিকে যেন অংশ গ্রহণ করিতে দেওয়া হয়। সক্লের হাতে যেন বাইবেল থাকে, এবং প্রত্যেকেই যেন একটি, কি দুইটী করিয়া পদ পাঠ করে। পরে যেন, জানিত কোন গীত গান করিয়া প্রার্থনা পূর্ব্বক উপাসনা শেষ করা হয়। এই উদ্দেশ্য খ্রীষ্ট একটি আদর্শ প্রার্থনা দিয়াছেন। কেবল বাহ্যানুষ্ঠানের জন্য প্রভুর প্রার্থনার পুনরাবৃত্তি করিতে হইবে, তাহা নহে, কিন্তু আমাদের প্রার্থনা কিরূপ সরল, ব্যগ্র ও ব্যাপক হওয়া উচিত, ইহা তাহারই দৃষ্টান্ত-স্বরূপ। সরল বিনতি দ্বারা প্রভুকে আপনার অভাব জানাউন এবং তাহার অনুগ্রহের জন্য তাঁহাকে ধন্যবাদ জ্ঞাপন করুন। এই রূপে আপনার গৃহে ও অন্তঃকরণে স্বাগত অতিথিরূপে যীশুকে নিম্নত্রণ দান করুন। পারিবারিক উপাসনায় বিভিন্ন বিষয় লইয়া দীর্ঘ প্রার্থনা করা উচিত নহে। কারণ ইহা করিলে, প্রার্থনার সময়টা একটা সুযোগ ও আশীর্ব্বাদের সময় বলিয়া বিবেচিত না হইয়া, বিরক্তিকর সময় হইয়া দাঁড়ায়, এই জন্য প্রার্থনার সময়টিকে আদরের ও আনন্দের সময় করিয়া তুলিয়া হইবে।CCh 90.3

    বিশ্রামদিনের অবসানে-সূর্য্যাস্তের সময় গান ও প্রার্থনা করিয়া বিশ্রামদিনের পবিত্র মুহূর্তগুলি শেষ করুন এবং কার্য্যের সপ্তাহের উদ্বেগ রাশির মধ্যে দিয়া ঈশ্বরের উপস্থিতি আহ্বান করুন।CCh 91.1

    সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন পবিত্ররূপে মান্য করার অর্থই হইল অনন্ত পরত্রাণ। ফলতঃ ঈশ্বর কহেন, “যাহারা আমাকে গৌরবান্বিত করে, তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব।” ১ শমূয়েল ২:৩০।46T 353-359;CCh 91.2