Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সন্তানসন্ততিগণকে অজ্ঞত্তার মধ্যে বৃদ্ধি প্রাপ্ত হইতে দেওয়া পাপ

    কোন কোন মাতাপিতা স্বীয় সন্তানগণকে ধর্ম্ম-শিক্ষা দে না এবং বিদ্যালয়ের শিক্ষা দিতেও অবহেলা করিয়া থাকেন। কিন্তু ইহার কোনটীই অবহেলা করা উচিত নহে। সন্তানগণের মন কার্য্য-তৎপর ; যদি তাহারা শারীরিক পরিশ্রমে কিংবা অধ্যয়নে তৎপর না থাকে, তবে তাহারা মন্দ প্রভাবে প্রভাবান্বিত হইবে। সন্তানগণকে অজ্ঞতার মধ্যে বর্দ্ধিত হইতে দেওয়া মাতাপিতার পক্ষে একটী পাপ। মাতাপিতার কর্ত্তব্য সন্তানগণকে হিতকর ও চিত্তাকর্ষক পুস্তক সকল পাঠ করিতে দেওয়া এবং তাহাদিগকে কার্য্য করিতে শিখান ; শারীরিক পরিশ্রমের ও পাঠ এবং অধ্যনের নিমিত্ত সময় নির্দ্দেশ করিয়া দেওয়া। সন্তানগণের মনের বিকাশ সাধনের ও তাহাদের মানসিক বৃত্তিগুলির উন্নতি বিধানের জন্য মাতাপিতাগণের চেষ্টা করা বিহিত। যে মন নিষ্কর্ম্মা বা আত্ম-স্বার্থে ব্যস্ত ও অমার্জিজত, তাহা সাধারনতঃ হীন, ইন্দ্রিয়াসক্ত ও ভ্রষ্ট। শয়তান তাঁহার সুযোগের সদ্ব্যবহার করিয়া নিষ্কর্ম্মা মনগুলিকে শিক্ষা দিয়া থাকে। 121T 398, 399;CCh 480.2

    মাতার কার্য্য আরম্ভ হয় সন্তানের শিশুকাল হইতেই। তাঁহার কর্ত্তব্য, সন্তানের ইচ্ছা ও মেজাজ বশে রাখিয়া, সন্তানকে বশীভূত রাখা এবং তাহাকে বাধ্য হইতে শিক্ষা দেওয়া। সন্তান বড় হইলে হস্ত শিথিল করিবেন না। প্রত্যেক মাতার কর্ত্তব্য সন্তানগণের সহিত বুদ্ধি বিবেচনা পুর্ব্বক কথা বলা ও তাহাদের কথা শুনা, ভুল সংশোধন করা এবং ঠিক্‌ পথ কোন্‌টী তাহা ধৈর্য্যপুর্ব্বক শিক্ষা দেওয়া। খ্রীষ্টীয়ান মাতাপিতার জানা কর্ত্তব্য যে, তাঁহারা তাঁহাদের সন্তানগণকে ঈশ্বরের সন্তান হইবার জন্য শিক্ষা দিতেছেন ও উপযোগী করিয়া তুলিতেছেন। বাল্যকালে যে স্বভাব গঠিত হয় ও তাহাদিগকে যে শিক্ষা দেওয়া হয়, তদ্দ্বারা সন্তানগণের সমুদয় ধর্ম্ম-অভিজ্ঞতা প্রভাবান্বিত হয়। তাঁহাদের ইচ্ছা যদি বাল্যে দমিত এবং মাতাপিতার ইচ্ছার বশীভূত না হয়, তাহা হইলে পরবর্ত্তী জীবনকালে বশ্যতা স্বীকার করা তাহাদের পক্ষে দুষ্কর হইবে। ঈশ্বরের দাবীদাওয়াতে যে ইচ্ছা কস্মিনকালেও বশীভূত হয় নাই, সেই ইচ্ছার বশবর্ত্তী হওয়া কী এক কঠোর চেষ্টা, এক কঠোর সংগ্রাম ! যে সকল মাতাপিতা এই প্রয়োজনীয় কার্য্যে অবহেলা করেন, তাঁহারা এক মহা ভুল করিয়া তাহাদের হতভাগ্য সন্তানসন্ততিগণের বিরুদ্ধে পাপ করিয়া থাকেন। 131T 390, 391;CCh 480.3

    সন্তানসন্ততিগণকে শিক্ষা দান করা ঈশ্বর নিরূপিত এক কর্ত্তব্য। মাতাপিতাগণ আপনারা যদি এই কর্ত্তব্যে অবহেলা করেন, তবে ইহার কুফলতা নিমিত্ত ঈশ্বরের নিকটে আপনাদের কৈফিয়ৎ দিতে হইবে। আর ইহার কুফলতা কেবল যে আপনাদের সন্তানগণের মধ্যে সীমাবদ্ধ থাকিবে এমনও নহে। পরন্তু ভূমিতে একটী মাত্র কন্তক বৃক্ষ জন্মিতে দিলে যেমন উহাতে অনুরূপ ফল উৎপন্ন হয়, তেমনি আপনাদের অবহেলাজাত পাপে তাহাদের (সন্তানগণের) প্রভাবের মধ্যে যাহারা আসিবে, তাহাদের সকলেরই অনিষ্ট সাধিত হইবে। 14CG 115;CCh 481.1

    অবিশ্বস্ত মাতাপিতাগণের উপরে ঈশ্বরের অভিশাপ বর্ত্তিবে, ইহাতে বিদুমাত্র সন্দেহ নাই। তাঁহারা যে সকল কণ্টকবৃক্ষ রোপণ করিতেছেন, তাহাতে তাঁহারা কেবল এই জগতে কণ্টক-বিদ্ধ হইবেন এমন নহে, কিন্তু যখন বিচার বসিবে, তখন তাঁহাদের অবিশ্বস্ততা প্রকাশ পাইবে। সন্তানসন্ততিগণকে সংযত না রাখার জন্য বহু সন্তানসন্ততি বিচারদিনে উঠিয়া তাহাদের মাতাপিতাকে দোষী করিবে এবং তাহাদের বিনাশের জন্য তাহাদিগকে দায়ী করিবে। মাতাপিতাগণের মিথ্যা সহানুভূতি ও অন্ধ প্রেম সন্তানগণের দোষ দেখিতে পায় না, এজন্য তাহাদের কোন সংশোধনও করা হয় না, ফলে তাঁহাদের সন্তানগণ নষ্ট হইয়া যায়, আর তাহাদের আত্মার রক্ত অবিশ্বস্ত মাতাপিতাগণের উপরে বর্ত্তে। 151T 219;CCh 481.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents