Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সুসমাচারের পথ-পরিস্কারক কার্য্য

    আমরা যে দেশেই আহূত হই না কেন, সেই দেশে যদি নৈতিক আদশ উন্নত করিতে চাহি, তবে তাহাদের শারীরিক অভ্যাসগুলি সংশোধনের দ্বারা তাহা আরম্ভ করিতে হইবে। 4CH 505;CCh 600.4

    মেডিকেল-মিশনারী-কার্য্য মানব সমাজের বিকটে দুঃখ-ক্লেশ হইতে মুক্তির শুভ-বার্ত্তা আনয়ন করে। ইহা সুসমাচারের পথপরিস্কারক। ইহা দ্বারা কার্য্যতঃ সুসমাচার প্রচার করা হয় এবং খ্রীষ্টের সহানুভূতি প্রকাশ করা হয়। এই কার্য্যের যথেষ্ট প্রয়োজন আছে এবং ইহার জন্য জগৎ উম্মুক্ত রহিয়াছে। ঈশ্বর চাহেন, যেন লোকে “মেডিকেল-মিশনারী-কার্য্যের” মর্ম্ম বুঝিতে পারে এবং অচিতে যেন নূতন নূতন ক্ষেত্রে প্রবেশ লাভ করা যায়। এইরূপ হইলে ঐ সেবার কার্য্যটী প্রভুর আদেশানুযায়ী হইবে; পীড়িতেরা সুস্থ হইবে, দরিদ্র ও ক্লেশাপন্ন মানবজাতি আশীর্ব্বদ প্রাপ্ত হইবে। 5MM 239;CCh 601.1

    আপনাকে বহু বিদ্বেষভাব, বহু মিথ্যা উদ্যম ও বহু মিথ্যা ধর্ম্মপরায়ণতার সম্মুখবর্ত্তী হইতে হইবে; কিন্তু স্বদেশে হউক কিংবা বিদেশে হউক, আপনি এরূপ বহু হৃদয় পাইবেন, যে গুলিকে ঈশ্বর সত্যের বীজের জন্য কল্পনাতীতরূপে প্রস্তত করিয়া আসিতেছেন এবং কখনই ঐ ঐশ্বরিক বার্ত্তা তাহাদের নিকটে উপস্থিত করা হইবে, তখনই তাহারা সানন্দে উহা গ্রহণ করিবে। 6CH 502;CCh 601.2

    দেহের সহিত বাহুর যেরূপ ঘনিষ্ঠ সম্বন্ধ ভিন্ন অন্য কোন উপায়ে কখনও আমার নিকটে মেডিকেল মিশনারী-কার্য্য প্রদশিত হয় নাই। সত্য ঘোষণার জন্য এবং সুস্থ ও পীড়িত সকলেরই কাছে সুসমাচার বহন করিয়া লইবার জন্য সুসমাচার-পরিচর্য্যা-কার্য্য একটী প্রতিষ্ঠান। ইহা দেহ; মেডিকেল-মিশনারী-কার্য্য এবং সর্ব্বোপরি খ্রীষ্ট ইহার মস্তক। এই বিষয়টী এইরূপেই আমাকে প্রদর্শন করা হইহাছে।CCh 601.3

    সুযোগ পাইলেই মেডিকেল-মিশনারী-কার্য্য আরম্ভ করিবেন। তাহা হইলে দেখিতে পাইবেন যে, বাইবেল আলোচনার জন্য পথ খুলিয়া গিয়াছে। পীড়িতদিগের কি ভানে চিকিৎসা করা উচিত তাহা জানা যাহাদের আবশ্যক শ্বর্গীয় পিতা তাহাদের সহিত আপনার যোগাযোগ স্থাপন করিয়া দিবেন। ব্যাধি চিকিৎসা সম্পর্কে আপনি যাহা কিছু জানেন, তাহাই কার্য্যেকখাটাউন। তাহা হইলে ক্লেশ দুরীভূত হইবে, এবং আপনি ক্ষুধাত্ত আত্মাগণের নিকটে জীবন-খাদ্য বন্টন করিবার সুযোগ প্রাপ্ত হইবেন। 7MM 237, 239;CCh 601.4