Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আবশ্যক দ্রব্যে অবহেলাকে মিতব্যয়িতা বলে না

    শরীরের প্রতি অবহেলা করিলে কিংবা ইহার অপব্যবহার করিলে, ঈশ্বর তাহাতে সমাদৃত হন না, আর এইরূপে উহা ঈশ্বরের কার্য্যের অনুপযোগী হইয়া পরে। দেহের যত্ন লইবার জন্য সুস্বাদু ও বলকারক খাদ্য সরবরাহ করা গৃহকর্ত্তার কর্ত্তব্যগুলির মধ্যে একটী প্রথম কর্ত্তব্য। খাদ্য সরবরাহ কমান অপেক্ষা, স্বল্প-মূল্যের পোশাক-পরিচ্ছদ ও আসবাব পত্র থাকা অনেকাংশে শ্রেয়ঃ।CCh 405.3

    মূল্যবান দ্রব্য দ্বারা অতিথি-সৎকার করিবার উদ্দেশ্যে কোন কোন গৃহ-স্বামী পারিবারিক আহারীয় ব্যয় কমাইয়া দেয়। কিন্তু ইহা একটী অবিবেচনার কার্য্য। বস্ততঃ অধিকতর সাধাসিধে ভাবেই অতিথিসেবা করা কর্ত্তব্য। কারণ প্রথমে পরিবারের অভাব পূরণ করিতে হইবে।CCh 406.1

    যে ক্ষেত্রে অতিথিসৎকার করা আবশ্যক হয় ও তাহাতে আশির্ব্বাদ প্রাপ্ত হওয়া যায়, সেই ক্ষেত্রে অবিবেচনাপূর্ণ মিতব্যয়িতা ও বাহ্যিক রীতিনীতি অতিথি-সৎকারে বাধা প্রদান করে। নিয়মিত আহারীও দ্রব্য এরূপ হওয়া উচিত যে, অতিরিক্ত আহারিওবস্তু প্রস্তুতার্থে গৃহিণীকে ভারগ্রস্ত না করিয়া অতর্কিত অতিথিকে যেন অভ্যর্থনা করা যায়। 7MH 322;CCh 406.2

    মিতব্যয়িতা অর্থে কৃপণতা বুঝায় না; কিন্তু অর্থের বিবেচনাপুর্ব্বক ব্যয় বুঝায়; কারণ এক মহৎ কার্য্য সাধন করিতে হইবে। ঈশ্বরের লোকদের স্বাস্হ্য ও আরামের নিমিত্তে প্রকৃতপক্ষে যাহা আবশ্যক, তাহা হইতে তাহারা বঞ্চিত হই, ইহা ঈশ্বরের ইচ্ছা নহে, কিন্তু তিনি বিলাসিতা, অমিতব্যয়িতা ও জাঁকজমক অনুমোদন করেন না। 8AH 378,379;CCh 406.3