Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    শপথ করা

    আমি দেখিলাম, দিব্য করা সন্বন্ধে ঈশ্বরের কোন কোন সন্তান ভুল করিয়া থাকেন; আর এই সুযোগ লইয়া শয়তান তাহাদিগকে চাপিয়া ধরে, এবং তাহাদের নিকট হইতে তাহাদের প্রভুর অর্থ হরণ করে। আমি দেখিলাম, কোন দিব্যই করিও না,” আমাদের প্রভুর এই বাক্যগুলি বিচারালয়ে দিব্য করাকে নির্দ্দেশ করে না। “তোমাদের কথা হাঁ, হাঁ, না, না, হউক ; ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে।” মথি ৫ : ৩৪, ৩৭। এতদ্দ্বারা সাধারণ কথাবার্ত্তা নির্দ্দেশ করে। কেহ কেহ কথাগুলি অতিরঞ্জিত করিয়া ফেলে। কেহ কেহ নিজেদের জীবনের দিব্য করে ; অন্যেরা তাহাদের মস্তকের দিব্য করে, তাহারা বাঁচিয়া আছে এটা যেমন সত্য এবং তাহাদের মাথা আছে এটা যেমন সত্য, তেমনি তাহাদের কথাও সত্য। কেহ কেহ স্বর্গ ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলে যে, তাহাদের ঐ সকল কথা সত্য। কেহ কেহ আশা করে যে, তাহারা যাহা যাহা বলিতেছে, তাহা যদি সত্য না হয়, তাহা হইলে ঈশ্বর তাহাদের অস্তিত্ব লোপ করিয়া দিবেন। এই শ্রেণীর সাধারণ দিব্য করা সম্পর্কেই যীশু তাঁহার শিষ্যগণকে সতর্ক করিয়া দিয়াছিলেন।CCh 612.4

    আমি দেখিলাম দেশের আইন বা ব্যবস্থা সম্বন্ধে প্রভুর এখনও কিছু করণীয় আছে। যীশু যতক্ষণ ধর্ম্মধামে থাকিবেন, ততক্ষণ দেশের শাসনকর্ত্তৃগন ও প্রজাবৃন্দ ঈশ্বরের আত্মার বাধা অনুভব করিবেন। কিন্তু শয়তান জগতের বহুলোকের উপরেই প্রভূত্ব পরিমাণে কর্ত্তৃত্ব করিতেছে। আর দেশে যদি কোন ব্যবস্থা বা আইন না থাকিত, তবে আমাদিগকে বহু ক্লেশের মধ্য দিয়া যাইতে হইত। আমাকে দেখান হইয়াছিল যে, যখন যথার্থই আবশ্যক হয়, লোকদিগকে যখন আইনতঃ কোন বিষয়ে সাক্ষ্য দিতে বলা হয়, তখন সত্য ভিন্ন মিথ্যা বলিবে না, ঈশ্বরকে সঙ্গে লইয়া এই সাক্ষ্য দেওয়ার বা হলফ্‌ করায় ঈশ্বরের সন্তানগণের পক্ষে তাঁহার বাক্য লঙ্ঘন করা হয় না।CCh 613.1

    আমি দেখিলাম, পৃথিবীতে অবিরত হলফ্‌ করিয়া বা শপথ করিয়া যদি কেহ সাক্ষ্য দিতে পারে, তবে তাহা খ্রীষ্টীয়ানেই পারে। কারণ সে ঈশ্বরের শ্রীমুখের দীপ্তিতে বসবাস করে। সে তাঁহারই বলে বলীয়ান হয়। আর আবশ্যক বিষয় সমূহ যখন আইনের দ্বারা স্থিরীকৃত হয়, তখন খ্রীষ্টীয়ান যেরূপ সুষ্ঠ ভাবে ঈশ্বরের নিকট সাহায্য ভিক্ষা করিতে পারে, এমন আর কেহই পাবে না। দূত আমাকে লক্ষ্য করিয়া দেখিতে বলিয়াছেন যে, ঈশ্বর নিজের নামে দিব্য করিয়া থাকেন। 7IT 201-203;CCh 613.2