Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের গৃহে প্রার্থনায় ভাবভক্তি

    আরাধনাকারীগণের কর্ত্তব্য শিষ্টভাবে সভাগৃহে প্রবেশ করিয়া নীরবে আসন গ্রহণ করা । কক্ষ মধ্যে আগুনের চুল্লি থাকিলে অলস ও অসতর্ক ইহার চতুর্দ্দিকে ভিড় করা উচিত নহে । উপাসনার পূর্বে হউক, কি পরে হউক, উপাসনালয়ে সাধারণ বিষয় লইয়া আলাপ করা, ফিস্ ফিস্ করিয়া কথাবলা বা অট্টহাস্য করা কর্ত্তব্য নহে । উপাসনাকারিগণের মধ্যে ব্যগ্রতা ও প্রগাঢ় ঈশ্বর-ভক্তি থাকা আবশ্যক ।CCh 214.3

    উপাসনা করিবার পূর্ব্বে যদি কাহারও কয়েক মিনিট অপেক্ষা করিতে হয়, তবে উপাসনাটী যেন তাহাদের হৃদয়ের বিশেষ উপকারজনক এবং অন্যের চেতনা ও মন পরিবর্ত্তনের সহায়ক হয়, তজজন্য তাহাদের হৃদয়গুলি প্রার্থনায় ঈশ্বরের দিকে উত্তোলিত করিয়া রাখা এবং নীরব ধ্যান চিন্তায় মগ্ন থাকিয়া প্রকৃত উপাসনার ভাব রক্ষা করা কর্ত্তব্য । তাহাদের স্মারণে রাখা কর্ত্তব্য যে, স্বর্গীয় দূতগণ উপাসনালয়ে বিদ্যমান আছেন । আমাদের চাঞ্চল্ল্যের দ্বারা এবং ধ্যান প্রার্থনার শুভ মুহূর্ত্তগুলির অসদ্ব্যবহারের দ্বারা আমরা সকলেই ঈশ্বরের মধুর মিলন হইতে অনেকটা বঞ্চিত হই । পুনঃ পুনঃ আধ্যাত্মিক অবস্থার পর্যালোচনা করা এবং ধার্ম্মিকতা-সূর্যের দিকে মন ও হৃদয় আকর্ষিত করা আবশ্যক ।CCh 215.1

    লোকে যদি অকপট ভক্তি লইয়া উপাসনা-গৃহে সমবেত হয় এবং ইহা স্মরণে রাখে যে, তাহারা সদাপ্রভুর সম্মুখে উপস্থিত, তাহা হয়লে তথায় এক সুমধুর নীরব বাক্যালাপ চলিতে থাকিবে । সাধারণ ব্যবসার স্থলে ফিস্ ফিস্ করিয়া কথা বলা, অট্টহাস্য করা বা গল্পগুজব করা পাপ বলিয়া গণ্য না থাকিলেও ঈশ্বরের বাক্য যেন হৃদয়ে গভীর ছাব অঙ্কিত করিতে ও ইহার প্রভাব বিস্তার করিতে পারে, তজজন্য মনোযোগ সহকারে উহা শুনিতে হইবে ।CCh 215.2

    গাম্ভীর্য্য ও মর্য্যাদা রক্ষা করিয়া পুরোহিতের উপাসনা মন্দিরে প্রবেশ করা বিধেয় । বেদির সম্মুখে আসিয়া নতজানু হইয়া নীরবে প্রার্থনা করা ও ব্যগ্রমনে ঈশ্বরের সাহায্য ভিক্ষা করা তাঁহার একান্ত আবশ্যক । কারণ ইহাতে মনে এক গভীর ছাব অঙ্কিত হইবে । লোকদের মনে ভক্তি-সমন্নিত-ভয় ও গাম্ভীর্য্য দেখা যাইবে । তাহাদের পুরোহিত ঈশ্বরের সহিত আলাপ করিতেছেন ; লোকদের সম্মুখে দাঁড়াইবার পূর্ব্বে তিনি নিজেকে ঈশ্বরের হস্তে অর্পণ করিতেছেন, এজন্য সকলের মধ্যে গাম্ভীর্য্য দেখা যাইবে ; ঈশ্বরের দূতগণ তাহাদের অতি নিকটে আসিবেন । ঈশ্বর যেন স্বীয় উপস্থিতি দ্বারা সভাটীকে মধুময় করিতে এবং মানবীয় ওষ্ঠাধর হইতে যে সত্য ঘোষিত হইবে, তাহাতে শক্তি সঞ্চার করিতে পারেন, তজজন্য সমাজস্হ ঈশ্বর-ভয়কারী প্রত্যেক ব্যক্তিরও নত মস্তকে তাঁহার সহিত নীরব প্রার্থনায় যোগদান করা কর্ত্তব্য ।15T 491-493;CCh 215.3

    কন্ফারেন্স ও প্রার্থনায় জন্য যে সকল সভ্য আহ্বান করা হইবে, তাহা যেন বিরক্তিকর না হয় । যদি সম্ভব হয়, তবে সকলেরই নির্দ্দিষ্ট সময়ে সভায় আসিতে প্রস্তুত থাকা উচিত ; আধঘণ্টা কিংবা ১৫ মিনিট বিলম্বকারী যদি কেহ কেহ থাকে, তবে তাহাদের জন্য উপেক্ষা না করিয়া যথা সময়ে সভা আরম্ভ করা কর্ত্তব্য । সেস্থানে যদি মাত্র দুইজন উপস্থিত থাকে, তবে তাহারাই ঈশ্বরের প্রতিজ্ঞার দাবী করিতে পারে । সভায় অল্প লোক উপস্থিত থাকুক বা অধিক লোক উপস্থিত থাকুক, যদি সম্ভব হয়, তবে ঠিক্ নির্দ্দেষ্ট সময়ে সভা আরম্ভ করিতে হইবে ।22T 577, 578;CCh 216.1