Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    অসতর্ক উক্তিতে বিপদ

    ঈশ্বেরের ব্যবস্থার বিপরীত না হইলে সর্ব্ববিষয়ে রাষ্টীয় ব্যবস্থা সমর্থন করিতে লোকদিগকে শিক্ষা দান করিবেন। 99T 238;CCh 615.1

    আমাদের কোন কোন ভ্রাতা এমন অনেক কিছু বলিয়াছেন বা কিখিয়াছেন, যাহা সরকারের আইনের বিরুদ্ধে ভাবাপন্ন বলিয়া ব্যাখ্যা করা হইয়াছে। আর এইরুপে আমাদিগকে প্রকাশ্যে ভুল বুঝিয়া দিয়া একটী মহা ভুল করা হইয়াছে। সরকারের শাসনকর্ত্তৃগনের অবিরত ভুল দেখান বুদ্ধিমানের কাজ নহে। কোন ব্যক্তি-বিশেষকে বা কোন প্রতিষ্ঠানকে আক্রমণ করা আমাদের কার্য্য নহে। আমরা যৎপরোনাস্তি সবধান না হইলে লোকে আমাদিগকে রাজকীয় কর্ত্তৃপক্ষগনের বিপক্ষ বলিয়া মনে করিবে। ইহা ধ্রুব সত্য যে, আমাদের যুদ্ধ আক্রমণমুলক, “কিন্তু সদাপ্রভু এই কথা কহেন”-- এই সরল বাক্যি আমাদের যুদ্ধাস্ত হওয়া আবশ্যক। ঈশ্বেরের মহাদিনে এক দল লোককে তাঁহার সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য প্রস্তুত ক্রাই আমাদের কার্য্য যাহারা আমাদের বিশ্বাসাবলম্বী নহে, তাহাদের মধ্যে যাহাতে প্রতিদ্বন্দিতা উৎপন্ন হয় ও যাহাতে তাহারা বিবাদে প্রবৃত্ত হয়, এমন কিছুই করা আমাদের কর্ত্তব্য নহে।CCh 615.2

    আমাদের ভ্রাতৃগণ অসতর্কতা বশতঃ যদি কখনও কোন নিন্দাসুচক বাক্য বলিয়া থাকেন, অথবা কিখিয়া থাকেন। তবে সময় আসিবে, যখন ঐ অসতর্ক নিন্দাবাক্যগুলি দ্বারা আমাদের শত্রুগণ আমাদিগকে দোষী করিবে। যাঁহারা ঐ সকল বাক্য বলিবেন, কেবল তাঁহারাই যে দোষী সাব্যস্ত হইবেন এমন নহে, অধিকন্ত সমগ্র এ্যাডভেন্টিষ্ট সম্প্রদায়কেই দোষী করা হইবে। আমাদের বিপক্ষগণ বলিবে যে, অমুক দিনে আমাদের দায়িত্বশীল লোকেরা সরকারের আইনের পরিচালনার বিপক্ষে অমুক অমুক কথা বলিয়াছে। আমাদের শত্রুগণ তর্কবিতর্ক করিবার সুযোগ পাইবে, এরুপ কত বিষয় হৃদয়ে পোষণ করা ও স্বরণে রাখা হইয়াছে দেখিয়া বহু ব্যক্তি বিস্ময়াবিষ্ট হইবে।কথাগুলি যে অর্থে বলা হয় নাই, তাঁহাদের নিজেদের সেই কথাগুলি ঘুরাইয়া ফিরাইয়া লোকে ইহাদের বিপরীত অর্থ করিয়াছে শুনিয়া অনেকেই বিস্মিত হইবেন। অতএব আমাদের কার্য্যকারিগণ যেন সর্ব্ব সময় ও সর্ব্বাবস্থায় সতর্কতা সহকারে কথা বলেন। সকলেই যেন বিশেষ সাবধান হন, নতুবা যে মহা সঙ্কটে সকলের পরীক্ষা হইবে, সেই সঙ্কট আসিবার পূর্ব্বে অসাবধান উক্তি দ্বারা তাঁহারা এক সঙ্কটকালের সৃষ্টি করিয়া লইবেন।CCh 615.3

    আমাদের বাহ্য দৃশ্য দেখিয়া জগৎ আমাদের বিচার করিবে, ইহা স্বরণে রাখা কর্ত্তব্য। যাঁহারা নিজ জীবনে যীশুকে প্রকাশ করিতে চাহেন, তাঁহারা যেন অসঙ্গত জীবন যাপন না করেন, তদ্বিষয়ে সতর্ক থাকিতে হইবে। সম্পূর্ণরুপে পুরোভাগে আসিবার পূর্ব্বে, উর্দ্ধ হইতে পবিত্র-আত্না দ্বারা অভিষিক্ত হইব, কেবল তখনই আমরা সুনির্দ্দিষ্টরুপে বার্ত্তা দান করিতে পারিব, আর এখন যেমন উহা লোকেরা নিকট দোষাবহ বলিয়া মনে হইতেছে, তখন উহা তত দোষাবহ বলিয়া মনে হইবে না; আর যাহারা এই বার্ত্তায় বিশ্বাস করিবে, তাহারা আমাদের বিপক্ষগণের পরিত্রাণের নিমিত্ত অধিকতর ব্যাকুল হইবে। সরকারকে ও শাসনকর্ত্তৃগণকে দোষী করিবার সম্পূর্ণ ভার ঈশ্বরই নিজ হস্তে গ্রহণ করুন। যীশুতে যে সত্য আছে, বিশ্বস্ত প্রহরীর ন্যায় আইসুন আমরা মৃদুতায় ও প্রেমে সেই সত্যের মূলনীতিগুলি রক্ষা করি। 106T 394-397;CCh 616.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents