Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বিশ্রামবারই বিচার্য্য বিষয়

    শেষ মহাসংগ্রামে বিশ্রামবারই হবে বিচার্য্য বিষয় ; আর সমুদয় জগত ইহাতে অংশগ্রহণ করিবে । আকাশ মণ্ডল যে সকল মুলনীতি দ্বারা শাসিত, মানবগন সে সকল অবজ্ঞা করিয়া শয়তানের মতবাদগুলিকে অধিকতর সমাদর করিয়াছে । মিথ্যা বিশ্রামবার, যাহা শয়তান তাহার কর্তৃত্বের চিহ্নরূপে উন্নত করিয়াছে, তাহারা তাহাই গ্রহণ করিয়াছে । কিন্তু ঈশ্বর তাঁহার রাজকীয় আজ্ঞার উপরে স্বীয় মূদ্রা স্থাপন করিয়াছেন । প্রত্যেক বিশ্রামবার-প্রতিষ্ঠান ইহার স্থাপয়িতার নাম এবং প্রত্যেকের ক্ষমতার এমন এক চিহ্ন ধারণ করে, যাহা মুছিয়া ফেলা যায় না । আমাদের কার্য্য ইহা লোককে বুঝাইয়া দেওয়া । আমাদের দেখাইয়া দেওয়া কর্ত্তব্য যে, তাহারা ঈশ্বরের রাজ্যের কিংবা বিদ্রোহী রাজ্যের চিহ্ন ধারণ করে, ইহা একটী প্রধান বিষয় । কারণ তাহারা যে চিহ্ন ধারণ করে, তদ্দ্বারা তাহারা স্বীকার করে যে, তাহারা কোন্ রাজ্যের প্রজা । ঈশ্বর আমাদিগকে আহ্বান করিয়াছেন, যেন আমরা তাঁহার বিশ্রামবার পতাকা যাহা পদ-দলিত হইয়াছে তাহা তুলিয়া ধরি । 26T 352;CCh 648.1

    যে অহঙ্কারী লোকেরা বিগতযুগের বিশ্বস্তদিগের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াছিল, সেই একই অহঙ্কারী লোকেরা ঈশ্বর-ভীত ও তাঁহার ব্যবস্থাপালনকারী লোকদিগকে এই পৃথিবী হইতে উচ্ছিন্ন করিবার চেষ্টা করিতেছে । যে অল্প সংখ্যক বিনীত লোকেরা সজ্ঞানে জন-প্রিয় রীতি- নীতি ও কিংবদন্তী গ্রহণ করিতে অস্বীকার করিবে, শয়তান তাহাদের বিরুদ্ধে কুপিত হইবে । ঈশ্বরের প্রজাবৃন্দের বিরুদ্ধে মন্ত্রণা গ্রহণার্থে পদস্থ ও খ্যাতাপন্ন লোকেরা আইন অমান্যকারী ও দুর্ব্বৃত্ত লোকদের সহিত সংযুক্ত হইবে । তাহাদিগকে অবজ্ঞার সহিত নিশ্চিহ্ন করিবার জন্য ধন, প্রতিভা ও শিক্ষা একত্রে মিলিত হইতে হইবে । তাড়নাকারী শাসন কর্ত্তৃগণ, ধর্ম্মযাজকেরা ও মণ্ডলীর সভ্যগণ তাহাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে । বাক্য দ্বারা হউক বা লেখনী দ্বারা হউক, দত্তের দ্বারা হউক বা ভয় ও উপহাসের দ্বারা হউক, তাহারা উহাদের বিশ্বাস উলটাইয়া ফেলিতে চেষ্টা করিবে । মিথ্যা বর্ণনা ও ক্রোধোদিপ্ত আবেদনের দ্বারা তাহাদের লোকদের উত্তেজনা জাগাইয়া তুলিবে । বাইবেলানুযায়ী বিশ্রামবার সমর্থনকারীদিগের বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন না করিয়া যথা— “শাস্ত্র এই কথা কহে,” তাহারা অভাবপূরণের নিমিত্ত উৎপীড়নকারী আইনের আশ্রয় লয় । জনপ্রিয় হইবার ও আনুকুল্য পাইবার নিমিত্ত আইনজীবীগণ রবিবার আইনের দাবী মানিয়া লইবে । যাহারা ঈশ্বরকে ভয় করে, তাহারা দশ আজ্ঞার বিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠান মানিয়া লইতে পারে না । সত্য ও মিথ্যার মধ্যে সংগ্রামের শেষ মহা সংগ্রাম, এই যুদ্ধ ক্ষেত্রেই দেখা দিবে, আর ইহার ফলাফলের বিষয় আমরা নিঃসন্দিগ্ধ । মর্দখয়ের সময়ে যেরূপ, এক্ষণেও ঠিক্ সেইরূপে সদাপ্রভু আপন সত্য ও আপন প্রজাবৃন্দকে রক্ষা করিবেন । 35T 450, 451;CCh 648.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents