Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মনের অভাব তুচ্ছবোধ করিবেন না

    আমাকে দেখান হইয়াছে যে, যে সকল মাতাপিতার ঈশ্বর ভয় আছে বলিয়া তাঁহারা নিজ নিজ সন্তানগণকে সংযত রাখেন, তাঁহাদের কর্ত্তব্য সন্তানগণের প্রকৃতি ও মেজাজ মনোযোগ সহকারে বিবেচনা করিয়া দেখা এবং তাঁহাদের অভাব পূরণের চেষ্টা করা। কোন কোন মাতাপিতা তাঁহাদের সন্তানগণের শারীরিক অভাব সম্বন্ধে বিশেষ মনযোগী ; পীড়ার সময়ে তাঁহারা সদয় ভাবে ও বিশ্বস্ততা সহকারে তাহাদের সেবা যত্ন করিয়া থাকেন, এবং অবশেষে মনে করেন যে, তাঁহারা তাঁহাদের কর্ত্তব্য সমাপন করিয়াছেন। এখানেই তাঁহারা ভুল করিয়া থাকেন। কারণ এখানে তাঁহাদের কাজের কেবল আরম্ভ-মাত্র। মনের অভাবগুলির দিকে মনোনিবেশ করিতে হইবে ; মনের ক্ষত প্রতীকারার্থে উপযুক্ত ঔষধ প্রয়োগের জন্য দক্ষতা প্রয়োজন।CCh 486.1

    বয়স্ক ব্যক্তিগণের পরিক্ষাদি যেরূপ কঠোর ও উৎকট, সন্তানসন্ততিগণের পরিক্ষাদিও তেমনি কঠিন ও তীব্র। কিন্তু মাতাপিতাগন নিজেরা সকল সময়ে সেরূপ মনে করেন না। তাঁহাদের মন প্রায়ই উদ্বিগ্ন থাকে। তাঁহারা ভুল ধারণা ও অনুভূতি লইয়া শ্রম করেন। শয়তান তাঁহাদিগের প্রতিযোগিতা করে, আর তাঁহারা পরীক্ষায় পতিত হন। তাঁহারা সময় সময় এরূপ জোরপুর্ব্বক-আদায়কারী ও খিট্খিট্ হন এবং উগ্র হইয়া এমন ভাবে কথা বলেন যে, তাহা দেখিয়া শুনিয়া সন্তানসন্ততিগণ রাগে উন্মত হইয়া উঠে। মাতাপিতার যেরূপ প্রকৃতি, দুর্ভাগা সন্তানসন্ততিগণও সেইরূপ স্বভাব বিশিষ্ট হয়। মাতাপিতাগণই এই অমঙ্গলের কারণ বলিয়া তাঁহারা তাহাদের সাহায্য করিতে পারেন না। কখন-কখন যেন প্রত্যেকতী জিনিষই অবৈধ বলিয়া মনে হয়। সকল দিকেই খিট্‌খিটে ভাব, এবং সকলেই অতি দীন ও অসুখী। মাতাপিতাগন হতভাগা সন্তানগণের উপরে দোষারোপ করেন এবং মনে করেন যে, জগতের মধ্যে তাহারাই অত্যন্ত অবাধ্য, দুর্দ্দান্ত ও সর্ব্বাপেক্ষা খারাপ সন্তান ; কিন্তু এই গোলযোগের কারণ তাঁহারাই।CCh 487.1

    আত্মসংযমের অভাবে কোন কোন মাতাপিতা বহু গণ্ডগোলের সৃষ্টি করিয়া থাকেন। এটা বা ওটা করিবার জন্য সন্তানসন্ততিগণকে মৃদুভাবে কোন কথা না বলিয়া ভর্ৎসনা বাক্যে তাঁহারা আদেশ দিয়া থাকেন। আর সঙ্গে সঙ্গে তাহাদের ওষ্ঠ হইতে এরূপ নিন্দা ও তিরস্কার বাক্য নির্গত হইতে থাকে, যাহার জন্য সন্তানসন্ততিগণ আদৌ দোষী নহে। মাতাপিতাগণ, আপনারা যদি আপনাদের সন্তানগণের প্রতি এইরূপ ব্যবহার করেন, তবে তাহাদের আনন্দ ও আকাঙ্ক্ষা লুপ্ত হইয়া যাইবে। তাহারা প্রেমের বশবর্ত্তী হইয়া আপনাদের আদেশ পালন করিবে না, কিন্তু আপনাদের আদেশ অমান্য করিতে সাহস পায় না বলিয়াই পালন করিবে। ফলতঃ ঐ বিষয়ে তাহাদের মন নাই। আজ্ঞাপালন তাহাদের নিকট আনন্দজনক না হইয়া দাস্যবৃত্ত বলিয়া মনে হয়, আর এই জন্যই তাঁহারা অনেক সময়ে আপনাদের আজ্ঞা সকল পালন করিতে ভুলিয়া যায়। ইহাতে আপনাদের বিরক্তি বাড়িয়া যায়, আর ইহা সন্তানগণের পক্ষে অধিকতর ক্ষতি জনক হইয়া পড়ে। পুনঃ পুনঃ দোষ ধরায়, তাহাদের মন্দ স্বভাব তাহাদের সম্মুখে শ্রেণীবদ্ধ ভাবে থাকে।CCh 487.2

    সন্তানসন্ততিগণ যেন বিষণ্ণ বদনে আপনাদের দিকে দৃষ্টিপাত না করে। পরীক্ষায় পতিত হইবার পর তাহারা যদি তাহাদের ভুল দেখিতে পায় এবং তজজন্য খেদ ও অনুতাপ করে, তবে স্বর্গীয় পিতার নিকট হইতে আপনারা যেমন ক্ষমা পাইবার আশা করেন, ঠিক্‌ তেমনি তাহাদিগকেও ক্ষমা করিবেন। তাহাদিগকে সদভাবে শিক্ষা দিবেন এবং আপনাদের হৃদয়ে তাহাদিগকে বাঁধিয়া রাখিবেন। কারণ সন্তানগণের পক্ষে এই সময়টী একটী সঙ্কটজনক সময়। তাহাদিগকে আপনাদের হইতে পৃথক করিবার জন্য তাহাদের চতুর্দ্দিকে নানা প্রকার প্রভাব পরিলক্ষিত হইবে, কিন্তু ঐ সকলকে আপনার বাধা দিতে হইবে। তাহাদের শিক্ষা দিউন যেন তাহারা আপনাদিগকে তাহাদের বিশ্বস্ত বন্ধু করে। তাহারা আপনাদের কাণে কাণে তাহাদের পরীক্ষার ও আনন্দের কথা বলুক। ইহা করিতে উৎসাহিত করুন, তাহা হইলে অনভিজ্ঞ পদগুলির জন্য শয়তান যে সকল ফাঁদ প্রস্তুত করিয়াছে, সেই সকলের হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিতে পারিবেন। নিজ বাল্যকালের বিষয় ভুলিয়া গিয়া এবং তাহারা বালকবালিকা-মাত্র ইহা বিস্মৃত হইয়া আপনাদের সন্তানগণের সহিত কেবলই কঠোর ব্যবহার করিবেন না। তাহারা সিদ্ধ বা নির্দ্দোষ হইবে এ আশা করিবেন না, অথবা কাজকর্ম্মে এক চোটে তাহাদিগকে পরিণত-বয়স্ক ও পরিণত-বয়স্কা নোড় ও নারী করিবার চেষ্টা করিবেন না। যে প্রবেশ-দ্বার হইত খোলা থাকিত, ইহা করিয়া তাহা রুদ্ধ করিবেন না ; ক্ষতিকর প্রভাবের জন্য এবং তাহাদের বিপদের বিষয় আপনারা সচেতন হইবার পুর্ব্বে অন্যেরা যেন তাহাদের কোমলমতি বিষময় করিয়া তুলিতে পারে, তজজন্য দ্বার উন্মুক্ত করণার্থে তাহাদিগকে বাধ্য করিবেন না। 231T 384-387;CCh 488.1