Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তামাকের ধূম স্ত্রীলোক ও বালক বালিকাদিগের পক্ষে অনিষ্টকর

    পাইপ, সিগার কিংবা তামাকসেবীর দুর্গন্ধ-শ্বাসে-দূষিত-বায়ু সেবন করিয়া স্ত্রীলোক ও বালকবালিকারা কষ্ট পায়। যাহারা এইরূপ দূষিত আবহাওয়ায় বাস করে, তাহারা সর্ব্বদাই পীড়া ভোগ করে। 155T 440;CCh 574.5

    তামাকের যে বিষাক্ত ধূম ফুস্ফুস্ ও লোমকূপ হইতে নির্গত হয়, শিশুরা শ্বাস গ্রহণের সময়ে তাহা বায়ুকোষমধ্যে টানিয়া লইয়া নিজেদের দেহকে বিষে পূণ করে। কোন কোন শিশুর উপরে ইহার ক্রিয়া মৃদুবিষের ন্যায়, এবং ইহা মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যকৃৎ ও ফুস্ফুসের উপরে কার্য্য করে, তাহাতে শিশুগণ ক্ষীণ হইতে হইতে আস্তে আস্তে ম্লান হইতে থাকে, অন্যদের উপরে ইহার প্রভাব আরও প্রত্যক্ষ—যেহেতু আতদ্দ্বারা তাহাদের খেঁচুনি, মূর্চ্ছা, পক্ষাঘাত ও আকস্মিক মৃত্যুও ঘটিতে পারে। যাহারা তামাকের ক্রীতদাস, তাহাদের ফুস্ফুস্ হইতে যে প্রতিটী নিশ্বাস বাহির হয়, তদ্দ্বারা তাহার চতুস্পার্শস্থ বায়ু বিষাক্ত হইয়া যায়। 16Te 58,59;CCh 574.6

    পূর্ব্বপুরুষগণের অস্বাস্থ্যকর কুঅভ্যাসের ফলে বর্ত্তমান কালের বালকবালিকা ও যুবকযুবতিগণ কষ্ট পাইতেছে। মানসিক অবসাদ, শারীরিক দুর্ব্বলতা, বিচছৃঙ্খল স্নায়ুসমূহ এবং অস্বাভাবিক আকাঙক্ষাদি মাতাপিতা হইতে সন্তানগণে উত্তরাধিকারসূত্রে সংক্রমিত হইতেছে। আর সন্তানগণ ঐ একই কুঅভ্যাসের বা পদ্ধতির বশবর্ত্তী হইয়া কুফলাদি বাড়াইতেছে ও চিরস্থায়ী করিয়া তুলিতেছে। 17MH 328;CCh 574.7