Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    জয়ের প্রতিজ্ঞা

    আমরা এক্ষণে যে কার্য্য করিতেছি তাহা যেন হৃদয়, মন ও আত্মার উপরে এক গভীর ছাব অঙ্কিত করে, ইহাই আমার ব্যাকুল প্রার্থনা । উদ্বেগাদি ক্রমান্বয়ে বাড়িয়া চলিবে ; কিন্ত ঈশ্বরে বিশ্বাসী যে আমরা, আইসুন আমরা পরস্পরকে উৎসাহ দেই । আইসুন আমরা আমাদের পতাকা অবমানিত না করি, কিন্ত যিনি আমাদের বিশ্বাসের আদিকর্ত্তা ও সিদ্ধিকর্ত্তা তাঁহার দিকে দৃষ্টি রাখিয়া ঊর্দ্ধে উত্তোলিত রাখি । রাত্রিকালে যখন আমি ঘুমাইতে না পারি, তখন আমার হৃদয় ঈশ্বরের নিকটে প্রার্থনায় উত্তোলিত রাখি, আর তিনি আমাকে এই আশ্বাস ও শক্তি দান করনে যে, তিনি তাঁহার সেবাকারী দাসগণের সহিত যেমন স্বদেশে, তেমনি দূরবর্তী দেশেও থাকেন । ইস্রায়েলের ঈশ্বর এখনও তাঁহার লোকদিগকে পরিচালিত করিতেছেন, আর তিনি যুগান্ত পর্য্যন্ত তাহাদের সঙ্গে সঙ্গে থাকিবেন, ইহা হৃদয়ঙ্গম করিয়া আমি মনে উৎসাহ পাই ও নিজেকে ধন্য মনে করি ।CCh 688.3

    অধিকতর দক্ষতা সহকারে তৃতীয় দূতের তার্ত্তা চতুর্দ্দিকে বিঘোষিত হয় ইহাই প্রভুর ইচ্ছা । তাঁহার লোকদিগকে জয় প্রদনার্থে তিনি যেমন সর্ব্বযুগে কার্য্য করিয়াছেন, তেমনি তিনি এই যুগেও চাহেন, যেন তাঁহার মণ্ডলীর জন্য তাঁহার উদ্দেশ্যাদি ষোল আনা পূর্ণ হয় । তাঁহার বিশ্বাসী সাধুগণকে তিনি আদেশ করেন, যেন তাহারা সকলে আকত্রে উত্তরোত্তর বলবান হইয়া, এবং সত্য ও ধার্ম্মিকতায় আশ্বাসযুক্ত ও বিশ্বাসী থাকিয়া অগ্রসর হয় ।CCh 689.1

    প্রত্যেক নূতন অভিজ্ঞতার সম্মুখীন হইবার জন্য শক্তি প্রদর্শনার্থে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, ইহা স্মরণে রাখিয়া ঈশ্বরের বাক্যের মূলনীতিগুলির উপরে পর্ব্বতে ন্যায় অচল ও অটল হইয়া দাঁড়াইয়া থাকা আমাদের একান্ত আবশ্যক । প্রভুর নামে আমরা যেন উত্তরোত্তর বলবান হইতে পারি, তজজন্য আইসুন আমরা যেন ধার্ম্মিকতার মূলনীতিগুলি চিরকাল আমাদের জীবনে প্রতিফলিত দেখাই । আমাদের প্রাথমিক অভিজ্ঞতা হইতে আরম্ভ করিয়া এ পর্য্যন্ত ঈশ্বরের আত্মার শিক্ষা ও অনুমোদন দ্বারা যে বিশ্বাস সমর্থিত হইয়াছে, তাহা আমাদের অতি পবিত্র ভাবে ধরিয়া রাখা আবশ্যক । তাঁহার আজ্ঞাপালনকারী লোকদের মাধ্যমে প্রভু যে কার্য্য সাধন করিয়া আসিতেছেন, এবং তাঁহার অনুগ্রহের শক্তির মাধ্যমে যে কার্য্যটী কালের সঙ্গে সঙ্গে অধিকতর বলবতী ও ফলবতী হইয়া উঠিবে, সেই কার্য্যটী আমাদের অত্যন্ত মূল্যবান বলিয়া মনে করা উচিত । শয়তান শত্রু ঈশ্বরের লোকদের অন্তর্দৃষ্টি তমাসাচ্ছন্ন করিতে ও তাহাদের কার্য্যদক্ষতা দুর্ব্বল করিতে চেষ্টা করিতেছে, কিন্ত তাহারা যদি ঈশ্বরের আত্মার চালনায় কার্য্য করে, তাহা হইলে পুরাতন জীর্ণ স্থান নির্ম্মাণ কার্য্যে তিনি তাহাদের সম্মুখে সুযোগ-দ্বার খুলিয়া দিবেন । বিশ্বস্ত সেবক সেবিকাগণের উপরে তাঁহার শেষ বিজয়-মুদ্রা স্থাপনার্থে প্রভু যে পর্য্যন্ত তাহাদের অভিজ্ঞতা ক্রমাগত বাড়িয়াই চলিবে ।CCh 689.2

    আমাদের সম্মুখে যে কার্য্য আছে, তাহা এমন একটী কার্য্য যাহা মানবের প্রত্যেকটী শক্তি বাড়াইয়া দিবে । ইহা দাবী করিবে, যেন অবিরত সতর্কতা ও দৃঢ় বিশ্বাস দেখান হয় । আমাদের যে সকল বিপদের বা ক্লেশের সম্মুখীন হইতে হইবে, সময় সময় সেগুলি অতি হৃদয়-বিদারক বলিয়া মনে হইবে । কার্য্যের বিশালতা আমাদিগকে ভীতি-বিহ্বল করিবে । “অতএব” হে আমার ভ্রাতৃগণ, “আমার যাচ্ঞা এই” তোমাদের সম্মুখে যে সকল ক্লেশ আছে “তাহাতে যেন নিরুৎসাহ না হও ।” (ইফিষীয় ৩ : ১৩) যীশু আপনাদের সঙ্গে থাকিবেন ; পবিত্র আত্মা দ্বারা পথ প্রস্তুত করিয়া তিনি আপনাদের অগ্রে অগ্রে যাইবেন ; প্রত্যেক আকস্মিক ঘটনায় তিনি আপনাদের সাহার্য্যকারী হইবেন।CCh 690.1

    “পরন্ত যে শক্তি আমাদিগেতে কার্য্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্ঞার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে যুগপর্য্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হউক । আমেন ।” ইফিষীয় ৩ : ২০-২১ । 32TT 439-441;CCh 690.2

    সম্প্রতি রাত্রিকালীন দর্শনে আমার সম্মুখে দিয়া যে দৃশ্য অতিক্রম করিয়া গিয়াছে, তাহা সন্দর্শন করিয়া আমি অতিশয় গভীর ভাবে অনুপ্রাণিত হইয়াছি । উহা দেখিয়া মনে হয়তেছিল, যেন একটী মহা আন্দোলন চলিতেছে — বহু স্থানে এক উদ্দীপনার কার্য্য চলিতেছে । ঈশ্বরের আহ্বান শুনিয়া আমাদের লোকেরা শ্রেণীবদ্ধ হইল । হে আমার ভ্রাতৃগণ, সদাপ্রভু আমাদের নিকট কথা বলিতেছেন । আমরা কি তাঁহার রব শুনিব ? আমরা কি আমাদের প্রদীপ জ্বালিব না এবং যে লোকেরা তাহাদের প্রভুর অপেক্ষায় আছে, তাহাদের কার্য্যের ন্যায় কার্য্য করিব না ? দীপ্তি বহন করিবার, ও কার্য্য করিবার সময় আসিয়া পড়িয়াছে ।CCh 691.1

    “অতএব” ...... হে ভ্রাতৃগণ “আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহূত হইয়াছ, তাহার যোগ্যরূপে চল । সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘসহিষ্ণুতা সহকারে চল ; প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও ।” ইফিষীয় ৪ : ১-৩ । 43TT 441, 442;CCh 691.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents