Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ২৭ অধ্যায়

    স্বামী কিংবা স্ত্রী মনোনয়ন

    বিবাহ এমন একটী ব্যাপার যাহার প্রভাব ও ফলাফল প্রত্যেকের জীবনে এই জগতে যেমন, পর জগতেও তেমনি থাকিবে । কোন অকপট খ্রীষ্টীয়ান এই বিষয়ে ঈশ্বরের অনুমোদন ব্যতিরেকে নিজের পরিকল্পনানুযায়ী চলিবে না । সে নিজে নিজের জন্য মনোনীত করিতে চাহিবে না । কিন্তু সে ঈশ্বরের মনোনয়নের আবশ্যকতা উপলব্ধি করিবে । আমরা নিজেদিগকে সন্তুষ্ট করিব না, কেননা খ্রীষ্ট নিজেকে সন্তুষ্ট করেন নাই । যে যাহাকে ভাল না বাসে, সে তাহাকে বিবাহ করুক, আমি এ কথা বলি না । কারণ ইহা করিলে পাপ হইবে । কিন্তু সর্ব্বনাশের নিমিত্ত খেয়ালের বা উত্তেজনার বশবর্ত্তী হইয়া কাহারও কিছু করা কখনই বিধেয় নহে । ঈশ্বর চাহেন, যেন আমরা সর্ব্বান্তঃকরণে সর্ব্বোৎকৃষ্ট প্রেম প্রদর্শন করি ।CCh 328.1

    যাহারা বিবাহের পরিকল্পনা করিতেছে, তাহারা যে পরিবার গঠন করিতে যাইতেছে তাহার প্রকৃতি ও প্রভাব কিরূপ হইবে তাহা তাহাদের পূর্ব্বেই বিবেচনা করিয়া দেখা কর্ত্তব্য । তাহারা মাতাপিতা হইবার সঙ্গে সঙ্গেই তাহাদের হস্তে এক পবিত্র কার্য্যের ভার ন্যস্ত হয় । এই জগতে তাহাদের সন্তানগণের মঙ্গল ও পর জগতে তাহাদের সুখ ও শান্তি বহুল পরিমানে তাহাদেরই উপরে নির্ভর করে । খুদ্র শিশুগণ যে শারীরিক ও নৈতিক স্বভাব ধারণ করে, তাহার অধিকাংশই মাতাপিতা দ্বারা স্থিরীকৃত হয় । পরিবার যে প্রকৃতির হইবে, তাহারই উপরে সমাজের অবস্থা নির্ভর করে । আর প্রত্যেক পরিবারের প্রভাবের গুরুত্ব, হয় উর্ধ্ধদিকে, না হয় নিম্নদিকে প্রধাবিত হইবে ।CCh 328.2

    বন্ধুত্ব স্থাপনে ও সঙ্গী মনোয়নে খ্রীষ্টীয়ান যুবক-যুবতিগণের বিশেষ সতর্ক হওয়া আবশ্যক । সাবধান হও, যেহেতু, তুমি যাহা এক্ষণে বিশুদ্ধ স্বর্ণ বলিয়া মনে করিতেছ, পাছে তাহা নিকৃষ্ট ধাতুতে পরিণত হয় । পার্থিব যোগাযোগে ঈশর-সেবায় বিঘ্ন ঘটাইতে পারে ; এবং ব্যবসায় কিংবা বিবাহ সংক্রান্ত অপ্রিয় মিলনে অনেক আত্মার এরূপ সর্ব্বনাশ ঘটে যে, তাহারা আর কখনও উন্নত কিংবা মর্য্যাদাসম্পন্ন হইতে পারে না ।CCh 328.3

    তুমি যাহার সহিত তোমার অদৃষ্ট যোগ করিতে মনস্থ করিয়াছ, তাহার প্রত্যেকটী সিদ্ধান্ত পরিমাণ করিয়া ও প্রত্যেকটী স্বভাবের বিকাশ পরীক্ষা করিয়া দেখ । তুমি যে কার্য্যে অগ্রসর হইয়াছ, তাহা তোমার জীবনের সর্ব্বাপেক্ষা গুরুতর কার্য্য, এ জন্য ত্বরান্বিত হইয়া উহা সম্পন্ন করা উচিত নহে । তুমি প্রেম করিতে পার বটে, কিন্তু যেন প্রেমান্ধ না হও ।CCh 329.1

    তোমার বিবাহ জীবন সুখের হইবে কিংবা অমিলের ও দুর্ভাগ্যের হইবে, তাহা সযত্নে পরীক্ষা করিয়া দেখিও । এই প্রশ্ন উত্থাপন করিও — “এই মিলন কি স্বর্গে যাইবার পক্ষে আমাকে সাহায্য করিবে ? ইহা কি ঈশ্বরের জন্য আমার প্রেম বাড়াইয়া দিবে ? ইহার ফলে আমি কি এই জীবনে বিস্তারিত ভাবে ব্যবহৃত হইতে পারিব ? এই সকল বিষয়ে যদি কোন বিঘ্ন না ঘটে, তবে ঈশ্বর-ভয়ে কার্য্যে অগ্রসর হও । জীবন-সঙ্গী মনোনয়ন কার্য্য এরূপ ভাবে হওয়া প্রয়োজন, যাহাতে মাতাপিতা ও সন্তান-সন্ততিগণ তাহাদের সহ মানবগণকে সুখী করিতে ও সৃষ্টিকর্ত্তার সমাদর করিতে পারে ।CCh 329.2