Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ঈশ্বরের কার্য্য প্রথম

    ছুটির দিনে আমাদের সহিত ঈশ্বরের ব্যবহার স্মৃ্তিপটে জাগরিত করিতে পারি বলিয়া ঐ দিনগুলি কি ঈশ্বরের উদ্দেশে যাপন করা আমাদের পক্ষে উত্তম নহে? আমরা যেন ঈশ্বরকে ভুলিয়া না যাই, এজন্য যে হৃদয়গ্রাহী চেতনা পাইয়াছি, তাহা স্মরণ করা ও তাঁহার বিগত আশির্ব্বাদসমূহ ধ্যান করিয়া দেখা কি উত্তম হইবে না?CCh 411.2

    জগতে নানাবিধ ছুটির দিন আছে, লোকে ঐ দিনগুলিতে খেলায়, ঘর-দৌড়ে, জুয়াখেলায়, ধূমপানে ও মদ্যপানে মত্ত থাকে।CCh 411.3

    ঈশ্বরের লোকেরা কি আরও ঘনঘন পবিত্র সভা করিয়া ঈশ্বরের বহুমূল্য আশীর্ব্বাদসমূহের নিমিত্ত তাঁহার ধন্যবাদ দিবে না?CCh 411.4

    মানবজাতির অভাব মোচনের এবং বৃদ্ধ, বৃদ্ধা, যুবকযুবতী ও বালকবালিকাগণের আত্মার মুক্তির জন্য যুবকযুবতিগণকে সঙ্ঘবদ্ধ করিয়া কার্য্যে নিয়োজিত করিবার নিমিত্ত মণ্ডলীতে দক্ষ লোকের প্রয়োজন। দৈনিক জীবিকাজর্জনের নিমিত্ত প্রতিদিন পরিশ্রম করিতে হয় বলিয়া তাহাদের সমস্ত সময় টুকু প্রভুর কার্য্যে ব্যয় করা তাহাদের পক্ষে সম্ভবপর নহে। তথাপি ছুটির দিনে ও অন্যান্য সময়ে এইরূপ ভাবে খ্রীষ্টীয় কার্য্যে তাহার তাহাদের সময় ব্যয় করিতে পারে,- যদিও তাহারা বহুল পরিমানে অর্থ দিতে নাও পারে।CCh 411.5

    আপনার ছুটির দিনে আসিলে, ঐ দিনটী আপনার সন্তানগণের পক্ষে আমোদের ও সুখের দিন এবং দরিদ্র ও ক্লিষ্ট লোকদের পক্ষেও ঐ দিনটী আনন্দের দিন করিয়া তুলিবেন। যীশুকে ধন্যবাদ না দিয়া ও যীশুর নিকটে ধন্যবাদ না দিয়া ও যীশুর নিকটে ধন্যবাদের উপহার আনয়ন না করিয়া ঐ দিনটী অতিবাহিত হইতে দিবেন না।CCh 412.1