Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ২৯ অধ্যায়

    বিবাহ

    পুরুষের সঙ্গিনী ও অনুরুপ সহকারিণী হইবার ও তাহের সহিত এক হইবার, তাহাকে আনন্দিত, উৎসাহিত ও আশির্ব্বাদযুক্ত করিবার নিমিত্ত ঈশ্বর পুরুষ হইতে এক স্ত্রী নির্ম্মান করিয়াছিলেন । আবশ্যক মতে পুরুষ তাহার বিশেষ সাহায্যকারী হইবে, ইহাই ছিল ঈশ্বরের অভিপ্রায় । পবিত্র উদ্দেশ্য লওয়া যাহারা বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে,— স্বামী, স্ত্রীর হৃদয়ের বিশুদ্ধ প্রেম লাভ করে ; স্ত্রী, স্বামীর স্বভাব কোমল ও উন্নত করিয়া সিদ্ধ করিয়া তুলিবে, — তাহারা তাহাদের নিমিত্ত ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করিবে ।CCh 352.1

    বিবাহ- বিধি লোপ করিবার নিমিত্ত যীশু এই জগতে আবির্ভূত হন্ নাই, কিন্তু ইহাকে ইহার আদিম পবিত্রতায়ন ও মর্য্যাদায় পুনঃ প্রতিষ্ঠিত করিবার নিমিত্তই অবতীর্ণ হইয়াছিলেন । পুরুষের মধ্যে ঈশ্বরের নৈতিক মুর্ত্তি পুনঃস্থাপনের নিমিত্তই তিনি এই জগতে আগমন করিয়া-ছিলেন, আর বৈবাহিক সম্বন্ধ সমর্থন করিয়াই তিনি পৃথিবীতে তাহার কার্য্য আরম্ভ করিয়াছিলেন ।CCh 352.2

    যিনি আদমের অনুরুপ সহকারিণী হইবার নিমিত্ত হবাকে সৃষ্টি করিয়াছিলেন, তিনিই এক বিবাহ উৎসবে তাহার প্রথম আশ্চর্য কার্য্য সাধন করিয়াছিলেন । যে উৎসব- গৃহে বন্ধুনান্ধব ও আত্মীয়স্বজন একত্র হইয়া আমোদ-আহ্লাদ করিতেছিল, সেই স্থানেই খ্রীষ্ট তাহার প্রকাশ্য কার্য্য আরম্ভ করেন । তিনি নিজে এই বিধি স্থাপন করিয়াছিলেন, ইহা স্বীকার করিয়া তিনি এইরুপে তিনি বিবাহ সমর্থন করিয়াছিলেন । যে পরিবারাদির সভ্যগণ সম্মানে ভূষিত হইয়া স্বর্গীয় পরিবারের সভ্যরুপে পরিগনিত হইবে, সেই পরিবারাদি গঠনের নিমিত্ত নর ও নারিগণ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে ইহা তাহারই নিয়োগ ।CCh 352.3