Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ভাবী স্ত্রীর গুনাবলী অনুসন্ধান

    যুবক এরূপ যুবতীকে তাহার পার্শ্বে দাঁড়াইবার জন্য মনোনীত করিয়া লউক, যে তাহার জীবনের বোঝাসমূহ বহনে অংশগ্রহণ করিবার পক্ষে উপযুক্ত, যাহার প্রভাব তাহাকে উন্নত ও মার্জ্জিত করিবে এবং যে তাহাকে তাহার প্রেমে সুখী করিবে ।CCh 329.3

    “বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায় ।” “তাঁহার স্বামীর হৃদয় তাঁহাতে নির্ভর করে ..………তিনি জীবনের সমস্ত দিন, তাঁহার উপকার করেন, অপকার করেন না ।” “তিনি প্রজার সহিত মুখ খোলেন, তাঁহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে । তিনি আপন পরিবারের আচরণের প্রতি দৃষ্টি রাখেন, তিনি আলস্যের খাদ্য খান না । তাঁহার সন্তানগণ উঠিয়া তাঁহাকে ধন্য বলে ; তাঁহার স্বামীও বলেন, আর তাঁহার এইরূপ প্রসংসা করেন— “অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্ব্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা ।” যে কেহ এরূপ ভার্য্যা পায়, সে উৎকৃষ্ট বস্তু পায়, এবং সদা প্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয় ।”CCh 330.1

    বিবাহের পুর্ব্বে এই সকল বিষয় বিবেচনা করিয়া দেখিতে হইবেঃ— তুমি যাহাকে বিবাহ করিবে, সে কি তোমার গৃহে আনন্দ আনয়ন করিবে ? সে কি মিতব্যয়ী ; কিংবা বিবাহ হইলে সে কেবল নিজের আয় খরচ করিবে এমন নহে, অধিকন্তু জাঁকজমক ও বেশভূষার জন্য তোমরাও সমস্ত আয় ব্যয় করিবে ? এই বিষয়ে তাহার মতামত কি ঠিক্ ? নির্ভর করিবার মত তাহার কি এক্ষণে কিছু আছে ? ………আমি জানি যাহারা প্রেমে ও বিবাহের চিন্তায় মুগ্ধ, তাহারা এই সকল প্রশ্নের কোনই মূল্য দিবে না । কিন্তু এই সকল বিষয়গুলি যথাযথরূপে বিবেচনা করিয়া দেখা কর্ত্তব্য, কারণ এই সকলের উপরেই তোমার ভবিষ্যৎ সুখ, দুঃখ নির্ভর করে ।CCh 330.2

    ভার্য্যা মনোনীত করিতে যাইয়া তাহার স্বভাব ভালরূপে পরীক্ষা করিয়া দেখিতে হইবে । সে কি ধৈর্য্যশীলা ও কষ্টসহিষ্ণু হইবে ? কিংবা আশ্রয় অবলম্বনের জন্য যে সময়ে তোমার মাতাপিতার এক বলবান সন্তানের প্রয়োজন ঠিক্ সেই সময়ে তোমার মাতাপিতার যত্ন লওয়া বন্ধ করিয়া দিবে ? সে কি নিজের অভিলাষ চরিতার্থের জন্য এবং নিজ পরিকল্পনানুযায়ী চলিবার নিমিত্ত তোমাকে তাঁহাদের সংশ্রব ত্যাগ করিতে বাধ্য করিবে এবং যে মাতাপিতা এক স্নেহের কন্যা-রত্ন লাভের পরিবর্ত্তে বরং এক পুত্র হারাইতে বাধ্য হইবেন, তাঁহাদিগকে কি পরিত্যাগ করিবে ?CCh 330.3