Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    “তোমরা কাহারও কিছু ধারিও না”

    বহু দরিদ্র ব্যক্তি দরিদ্রই থাকে, কারণ টাকা পয়সা পাইবামাত্রই তাহারা উহা ব্যয় করিয়া ফেলে। অর্থ আয় করিবার পুর্ব্বে, কোন উদ্দেশ্যে উহা স্বতন্ত্র রাখা এবং ব্যবহার করা একটী ফাঁদ।CCh 404.3

    যাহারা বাইবেল-অনুযায়ী-খ্রীষ্টীয়ান বলিয়া মুখে স্বীকার করে, জগৎ তাহাদের মধ্যে সূক্ষ্ম ন্যায়পরতা দেখিতে আশা করে। ন্যায্য দেনা পরিশোধ-বিষয়ে এক ব্যক্তি উদাসীন হইলে, আমাদের সকল লোককেই অবিশ্বস্ত মনে করার এক বিপদ ঘটিতে পারে। যাহারা ধার্ম্মিকতার ভাণ করে, স্বীকৃত ধর্ম্মমতটী তাহাদের সুন্দররূপে পালন করা কর্ত্তব্য এবং তাহাদের অবিবেচনার কার্য্য দ্বারা সত্যকে হাস্যাস্পদ হইতে সুযোগ দেওয়া কর্ত্তব্য নহে। প্রেরিত বলেন, “তোমরা কাহারও কিছু ধারিও না।” 45T 179-182;CCh 404.4

    নিজেদের আয়ের মধ্য দিয়া চলিতে, বহু লোকে, অগণিত লোকে, নিজেদিগকে আর্থিক অবস্থার উপযোগী করিয়া তুলিতে শিখে না, তাহারা ধার করে, পুনঃ পুনঃ ধার করে, এবং দেনায় ডুবিয়া যায়, ফলে তাহারা হতাশ ও নিস্তেজ হইয়া পরে। 5AH 374;CCh 405.1

    আপনার অবশ্যই দৃষ্টি রাখিতে হইবে যে, কেহ যেন তাহার বিসয়-কর্ম্ম এরূপ ভাবে কু-পরিচালিত না করে যে, অবশেষে সে দেনায় জড়ী-ভূত হইয়া পরিবে। যখন কেহ ঋণগ্রস্ত হইয়া পরে, তখন সে শতানের এমন এক গাছি জালে পতিত হয়, যে জাল সে আত্তয়া-সমূহের জন্য পাতিয়া থাকে। পুনরায় যেন ঋণ জালে আবদ্ধ না হন, এই বিষয়ে স্থির সঙ্কল্প হউন। ঋণ-জালে আবদ্ধ হওয়া অপেক্ষা বরং আপনার সহস্র সহস্র জিনিষের স্পৃহা ত্যাগ করা বিধেয়। বসস্ত রোগকে আপনি যে ভাবে এড়াইয়া চলেন, দেনাকেও ঠিক্‌ সেই ভাবে এড়াইয়া চলিবেন। 6AH392, 393;CCh 405.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents