Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৩৬ অধ্যায়

    গৃহে আয় ব্যয়

    প্রভু চাহেন, যেন তাঁহার লোকেরা চিন্তাশীল ও যত্নশীল হয়, এবং প্র্রত্যেক বিষয়ে মিতব্যয়িতা শিক্ষা করে ও কোন অপচয় না করে।CCh 403.1

    কখ্ন মিতব্যয়ী হইতে হইবে এবং কখ্‌ন ব্যয় করিতে হইবে, তাহা আপনার জানা কর্ত্তব্য। আপনাকে অস্বীকার না করিলে, ও ক্রুশ তুলিয়া খ্রীষ্টের পশ্চাদগামী না হইলে আমরা তাঁহার শিষ্য হইতে পারি না। আমরা প্রতিদিন যাহা কিছু ক্রয় করি, বাকি না রাখিয়া তাঁহার মূল্য পুরাপুরি দেওয়া কর্ত্তব্য। এখানে সেখানে ধার করা বিধেয় নহে। সকল কিছুর জন্য ঠিক্‌ঠাক্‌ মূল্য দিয়া এবং সকল বাকি দেনা মিটাইয়া দিয়া যাহা কিছু অবশিষ্ট থাকে, বাস্তবিক পক্ষে তাহাই নিজের। আত্ম পরিতৃপ্তির জন্য সামান্য সামান্য যাহা কিছু ব্যয় করা হয়, তাহার হিসাব রাখা উচিত। কেবল রসনা পরিতৃপ্তির ও ভোগবিলাসরত বিকৃত ক্ষুন্নিবৃত্তির জন্য কি ব্যয় করা হয়, তাহা লক্ষ্য রাখিবেন। অনাবশ্যক সুস্বাদুদ্রব্যের জন্য যে টাকা ব্যয় হয়, তাহা আপনার উপাদেয় গৃহ-আরাম ও সুখ-সুবিধা বৃ্দ্ধি্র নিমিত্তে ব্যয়িত হইতে পারে। আপনার কৃপণ হওয়া উচিত নহে; কিন্তু নিজের ও ভ্রাতৃগণের প্রতি আপনার ন্যায়বান হওয়া কর্ত্তব্য। কৃপণতা করিলে ঈশ্বরের বদান্যতার অপব্যবহার করা হয়। আর অপব্যয় করাও একটি অপব্যবহার। সামান্য ব্যয়, যাহা আপনি উল্লেখ যোগ্যও মনে করেন না, পরিণামে তাহা মূল্যবান বা অনল্প হইয়া দাঁড়ায়।CCh 403.2

    সামান্য দ্রব্যের জন্য আপনার যখন অর্থ ব্যয় করিবার প্রলোভন আইসে, তখন পতিত মানবের উদ্ধার কল্পে খ্রীষ্ট যে আত্ত-ত্যাগ দেখাইয়াছিলেন ও আত্ত-বলি উৎসর্গ করিয়াছিলেন, তাহা স্মরণ করিবেন। আমাদের সন্তানগণকে আত্ম-ত্যাগী ও আত্ম-সংযমী হইতে শিক্ষা দিতে হইবে। অনেক পুরোহিত তাঁহাদের রুচি বা তাঁহাদের বুভুক্ষার এবং তাঁহাদের ইচ্ছার বশে রাখেন না বলিয়া তাঁহারা আর্থিক কষ্ট অনুভব করেন। এত লোকে দেউলিয়া হইয়া পরে ও অর্থের অসদ্ব্যবহার করে, তাহার কারণ এই যে, তাহারা তাহাদের স্ত্রী ও সন্তানগণের অতিরিক্ত বা অপচয়ী-রুচির তৃপ্তি সাধন করিতে চেষ্টা করে। উপদেশ ও দৃষ্টান্ত দ্বারা সন্তানগণকে মিতব্যয়ীতা শিক্ষা দিবার নিমিত্তে পিতা ও মাতাগণের কতই না সতর্ক হওয়া উচিত।CCh 403.3

    মৃদুশীল ও নম্রচিত্ত ত্রাণকর্ত্তার বিনীত শিষ্য হইয়া নিজেকে ধনী বলিয়া ছলনা করা বা আমরা যাহা আছি, তদপেক্ষা অধিকতর কিছুর ভাণ করা কোন মতেই সমীচীন নহে। যেরূপ গৃহ নির্ম্মান করা ধর্ম্মানুমোদিত নহে,আমাদের প্রতিবেশীগণ যদি সেইরূপ গৃহাদিনির্ম্মান করিয়া সেগুলি সুসজ্জিত রাখে,তবে তাহা দেখিয়া আমাদের মন খারাপ করা উচিত নহে। ভোজনেচ্ছা চরিতার্থের জন্য,অতিথিগণের সন্তোষ বিধানের নিমিত্তে,অথবা আমাদের ইচ্ছার পরিতৃপ্তির জন্য স্বার্থপর হইয়া আমরা যে খাদ্যদ্রব্য আহরণ করি,যীশু তাহা কিরূপ চক্ষে দেখিয়া থাকেন। আড়ম্বর করিবার আকাঙক্ষা করা কিংবা আমাদের আধীনস্হ সন্তানগণকে তদ্রুপ করিতে দেওয়া আমাদের পক্ষে ফাঁদ স্বরূপ। 1AH 379-384;CCh 404.1

    যাহা ব্যবহার করা যাই,তাহার কিছুই ফেলিয়া দেওয়া উচিত নহে। ইহার নিমিত্তে জ্ঞানের,ভবিষ্যৎ চিন্তার ও অবিরত যত্নের প্রয়োজন। আমাকে দেখান হইয়াছে যে,জীবনে প্রয়োজনীয় দ্রব্যের অভাব বশতঃ এতগুলি পরিবার যে কষ্ট পায়,তাহার একটী কারণ,সামান্য সামান্য দ্রব্যের অপচয়। 2CG 135;CCh 404.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents