Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সন্দেহ ও ভয় উপেক্ষা করিয়া ঈশ্বরের লোকেরা ক্রমাগত অগ্রসর হইতে থাকে ।

    প্রভুর যে লোকেরা বর্ত্তমান সত্যে বিশ্বাস করে, তিনি এক্ষণে তাহাদের সহিত কার্য্য করিতেছেন। তিনি প্রয়জনীয় ফল উৎপন্ন করিতে মনস্থ করেন, আর স্বীয় বিধান অনুযায়ী তিনি এই মর্ম্মেই কার্য্য করিতেছেন ; তিনি আপন লোকদিগকে কহিতেছেন “অগ্রসর হও ।” সত্য বটে, পথ এখনও উন্মুক্ত হয় নাই ; কিন্ত যখন তাহারা বিশ্বাস ও সাহস ভরে কার্য্যে অগ্রসর হইবে, তখন ঈশ্বর তাহাদের চক্ষুর সম্মুখে পথ পরিস্কার করিয়া দিবেন । প্রাচীন ইস্রায়েলগণ যেরূপ বচসা করিয়াছিল এবং তাঁহার রাজ্য বিস্তৃতির নিমিত্ত বিশেষ উদ্দেশ্য পুরণার্থে ঈশ্বর যাহাদিগকে উত্থাপন করিয়াছিলেন, তাহাদিগের দুঃখ-কষ্টের বিষয় যাহারা বাকবিতন্ডা করিয়াছিল, সেরূপ বচসাকারী লোক চিরকালই বিদ্যমান থাকিবে । ঈশ্বরের হস্ত ভিন্ন যে সংকীর্ণ স্থান হইতে উদ্ধারের আর কোন উপায় নাই, ঈশ্বর সেই স্থানে তাহাদিগকে আনয়ন করিয়া তাহাদের পরীক্ষা করিয়া থাকেন, এ কথা তাহারা বুঝিতে পারে না ।CCh 668.3

    খ্রীষ্টের জীবন কখন-কখন বিপদপূর্ণ বলিয়া মনে হয় এবং কর্ত্তব্য সম্পাদন কঠোর বলিয়া প্রতীয়মান হয় । কল্পনাবলে পূর্ব্বেই আসন্ন ধ্বংসের বিষয় এবং পরে দাসত্ব ও মৃত্যুর বিষয় চিত্রাঙ্কণ করা হয় । তথাপি সকল হতাশার উর্দ্ধে ঈশ্বরের রব সুস্পষ্টভাবে বলিয়া দিতেছে, “সম্মুখে অগ্রসর হও ।” ফল যাহাই হউক, এবং আমাদের চক্ষু যদি অন্ধকার ভেদ করিতে নাও পারে এবং আমাদের পদের চতুর্দ্দিকে যদি আমরা ঠাণ্ডা ঢেউ অনুভব করি, তথাপি আমরা অবশ্যই এই আদেশ পালন করিব । 124T 26;CCh 669.1

    বিভক্ত ও উদাসীন জীবনে সন্দেহ ও অন্ধকার দেখা যাইবে । আপনি ধর্ম্মের সান্ত্বনা উপভোগ করিতে পারেন না, এবং জগৎ যে শাস্তি দান করে তাহাও অনুভব করিতে পারেন না । ‘সামান্য কিছু কর’, শয়তানের এই আরাম কেদারায় বসিয়া থাকিবেন না, কিন্ত উত্থিত হইয়া উন্নত আদর্শে উঠিবার চেষ্টা করুণ, কারণ এই আদর্শে উপনীত হওয়া আপনার পক্ষে এক মহা সৌভাগ্য । খ্রীষ্টের নিমিত্ত সর্ব্বস্ব পরিত্যাগ করা এক পুণ্য সুযোগ । অন্যের জীবনের দিকে দেখিবেন না, এবং তাহাদের অনুকরণ করিয়া উন্নততর জীবন যাপন করিতে নিবৃত্ত হইবেন না । আপনার একমাত্র সত্য ও অভ্রান্ত আদর্শ আছেন; তিনি খ্রীষ্ট যীশু; কেবল তাঁহারাই অনুসরণ করা নিরাপদ । অন্যে যদি আধ্যাত্মিক কর্ম্মকুণ্ঠ জীবন যাপন করে, তবে আপনি তাহাদের সংশ্রব ত্যাগ করিয়া খ্রীষ্টীয় চরিত্রের উৎকর্ষ সাধনার্থে সম্মুখ দিকে অগ্রসর হইবেন । স্বর্গের জন্য চরিত্র গঠন করিবেন । নিদ্রাভিভূত হইবেন না । নিজ আত্মার সহিত বিশ্বস্ত ও সত্য ব্যবহার করিবেন ।CCh 669.2