Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    বাইবেলের শিক্ষা

    পোষাকের ঘটা দেখিয়া খ্রীষ্ট স্বীয় অনুগামীবর্গকে সতর্ক করিয়া আদেশ দিয়াছিলেন, যেন তাঁহারা এই বিষয়ে অধিক ভাবিত না হন। তিনি বলিয়াছিলেন, “নিমিত্ত কেন এত ভাবিত হও? ক্ষেএের কানুড় পুস্পের বিষয় বিবেচনা কর, সেগুলি কেমন বাড়ে; সে সকল শ্রম করে না, সুতাও কাটে না; তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, শলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটীর ন্যা্য সুসজ্জিত ছিলেন না।” অহঙ্কার করা ও পোষাকে ঘটা করা পাপ; আড় স্ত্রীলোকেরাই বিশেষভাবে এই পাপে প্রবৃত্ত হয়, তন্নিমিত্ত এই উপদেশগুলি নিদিষ্টভাবে তাহাদিগকেই দেয়া হইয়াছে। খ্রীষ্টের মৃদুতা ও অমায়িকতার সহিত তুলনায় বহুমূ্ল্য পরিচ্ছেদের, স্বর্ণ ও মুক্তার মূল্য কত অল্প।CCh 455.1

    নিম্ন লিখিত শাস্ত্রীয় বাক্যগুলির প্রতি আমার মনোযোগ আকর্ষণ করা হইল। দূত কহিলেন, -“ঈশ্বরের লোকদিগকে শিক্ষা দান করিতে হইবে। “সেইপ্রকারে নারীগণ সলজ্জ সুবুদ্বিভাবে পরিপাটী বেশেআপনাদিগকে ভূষিতা করুক; বেণীবদ্ব কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমুল্য পরিচ্ছদদ্বারা নয়, কিন্তু- যাহা ঈশ্বরভক্তি অঈীকারিণী নারিগণের যোগ্য-সৎক্রিয়ায় ভূষিতা হউক।” ১ তীম ২ঃ ৯,১০।CCh 455.2

    “আর কেশবিন্যা্স ও স্বর্ণাভভরণ বস্র পরিধানরুপ বাহ্য ভূষণ, তাহা নয়, কিন্তু হৃদেয়র গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্নার অক্ষয় শোভা, তাহাদের ভূষণ হউক; তাহারাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূ্ল্য। কেননা পূর্বকালের যে পবিত্র নারিগণ ঈশ্বরের প্রত্যাশা রাখিতেন, তাঁহারা সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন।” ১ পিতর ৩ঃ৩-৫।CCh 455.3

    অনেকে মনে করিয়া থাকে-এই সকল উপদেশ সেকেলে ধরণের, সুতরাং ভ্রুক্ষেপে্র অযোগ্য। কিন্তু যিনি তাঁহার শিষ্যগণকে এই সকল উপদেশ দিয়াছিলেন, তিনি জানিতেন যে, আমাদের সময়ে পোষাক-প্রিয়তা কত বারিয়া যাইবে, তজজন্যই তিনি আমাদিগকে এই সকল চেতনাবাণী পাঠাইয়াছেন। আমরা কি এই সকল চেতনাবাণীতে মনোনিবেশ করিয়া বুদ্বিমত্তা প্রদর্শন করিব না?CCh 456.1

    যাঁহারা খ্রীষ্টের অনুগমন করিতে যথার্থই চেষ্টা করেন, তাঁহারা পরিহিত-পরিচ্ছদে ধর্ম্মভীরুতা প্রদর্শন করিয়া থাকেন, আর তাঁহারা ১ পিতর ৩ঃ ৩-৫ পদে প্রভু যে সুস্পষ্ট উপদেশ দান করিয়াছেন, তদনু-যায়ী জীবন যাপন করিতে প্রানপণে চেষ্টা করিয়া থাকেন। 3CG 415, 416;CCh 456.2

    পরিচ্ছদে আত্ন-ত্যাগ খ্রীষ্টীয় কর্ত্তব্যের একটী অংশ মাত্র। আমাদের বিশ্বাসে জীবন যাপন করিতে হইলে, সাদাসিধে পোষাক পরিধান করিতে এবং সর্ব্বপ্রকার গহনা ও মুক্তার বাহ্যভূষণ হইতে নিজেদিগকে দূরে রাখিতে হইবে।43T 366;CCh 456.3

    বিশ্রামবারে ঈশ্বরের উপাসনায় সমবেত হওনার্থে কিরূপ পোষাক পরিহিত হওয়া কর্ত্তব্য তদ্বিষয়ে অনেকেরেই উপদেশের প্রয়োজন। সারাটী সপ্তাহ যে সাধারন পোষাক পরিধান করা হয়, সেই পোষাক পরিহিত হইয়া ঈশ্বরের সম্মুখে উপস্হিত হওয়া কোন মতেই বিধেয় নহে। সকলেরই বিশ্রামবারের জন্য আলাদা পোষাক থাকা এবং সেই পোষাক পরিধান করিয়া ঈশ্বরের গৃহে আসা ও তাঁহার আরাধনা করা কর্ত্তব্য। যদিও আমরা জগতের সৌখিনতা বা বাবুগিরির অনুসরণ করিব না, তথাপি আমারা আমাদের বাহ্যদৃশ্য বা বেশভূষায় উদাসীন হইব না। অলঙ্কার ব্যতীতও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটী থাকিতে হইবে। ঈশ্বরের সন্তানগণের ভিতরে ও বাহিরে পবিত্র বা বিশুদ্ধ হওয়া কর্ত্তব্য।56T 355;CCh 456.4

    পরিচ্ছদ সম্পর্কে বাইবেলে যে সরল ও সুস্পস্ট শিক্ষা রহিয়াছে, বিশেষভাবে আমাদের পুরোহিতগণের স্ত্রীরা যেন সেই শিক্ষা হইতে বিন্দুমাত্র বিচলিত না হয়, তজজন্য তাহাদের বিশেষ সতর্ক থাকিতে হইবে। অনেকে মনে করেন, এই শিক্ষাগুলি সেকেলে ধরণের, সুতরাং ঐ সকল কর্ত্তব্যের মধ্যে গণ্য নহে; কিন্তু যিনি তাঁহার শিষ্যগণকে এই সকল উপদেশ দিয়াছিলেন, তিনি আমাদের সময়ের পোষাক প্রিয়তার বিপদের বিষয় জানিতেন, তজ্জন্যই তিনি আমাদের নিমিত্ত এই সকল চেতনাবানী রাখিয়া গিয়াছেন। আমরা কি এই সকল চেতনাবানীতে মনোনিবেশ করিয়া আমাদের বুদ্বি্মত্তার প্রদর্শন করিব না? পোষাকের ঘটা বা আড়ম্বর দিন দিন বাড়িয়া যাইতেছে। এখনও পরিণাম উপস্হিত হয় নাই। ক্রমাগত সৌখিনতা বা বাবুগিরি বদলাইয়া যাইতেছে এবং সময় ও ব্যয় নির্বিশেষে আমাদের ভগ্নিপথ ইহার অনুসরণে তৎপর রহিয়াছে। ধনদাতা ধন প্রতার্পণ করা কর্ত্তব্য, কিন্তু তাহা না করিয়া পোষাকের পিছে বহু অর্থ ব্যয় করা হইতেছে।64T 630, 631;CCh 457.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents