Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    সন্তানগণের শিক্ষায় মাতাপিতার কর্ত্তব্য

    সন্তানগণের যাহা কিছু আছে, সেই সকলের উপর ঈশ্বরের দাবী আছে, এবং কস্মিনকালে কিছুতেই এই দাবীর অন্যথা হইতে পারে না, ইহা তাহাদিগকে শিক্ষাদান করুন। কারণ তাহারা বাধ্য থাকে কিনা তাহা পরীক্ষা করিবার জন্য তাহাদের যাহা কিছু আছে, সে সকল তাহাদের কাছে কেবল গচ্ছিত রাখা হইয়াছে। অর্থ একটী প্রয়োজনীয় ধনরত্ন; যাহাদের ইহাতে প্রয়োজন নাই, তাহাদের পিছে ইহা অপব্যয় করিবেন না। কারণ স্বেচ্ছাদত্ত দানে কাহারও না কাহারও প্রয়োজন আছে। আপনার অমিতব্যয়িতার অভ্যাস থাকিলে যতশীঘ্র সম্ভব উহা পরিত্যাগ করুন। নতুবা অনন্তকালের নিমিত্তে দেউলিয়া হইয়া পড়িবেন।9CG 134;CCh 406.4

    মিতব্যয়িতা তুচ্ছ ও অবহেলা করা এবং ব্যয়কুণ্ঠতা ও সঙ্কীর্ণতার সহিত ইহা মিলাইয়া দেওয়া বর্ত্তমানযুগে যুবকযুবতিগণের স্বাভাবিক প্রবৃত্তি হইয়া পড়িয়াছে। কিন্তু মিতব্যয়িতা ন্যায় হয়, যখন ইহার সহিত উদারতা, বদান্যতা ও উচ্চমনোবৃত্তি জড়িত থাকে। কার্য্যে না খাটাইলে বদান্যতা, প্রকৃত বদান্যতা নহে। কেহ যেন না করেন যে, মিতব্যয়িতা অভ্যাস করা ও সামান্য করা ও সামান্য কিছুর সবিশেষ যত্ন লওয়া মর্য্যাদার হানিকর। 105T 400;CCh 406.5

    কেবল কাল্পনিক সমস্যা সমাধান করিতে নহে, কিন্তু স্বীয় আয় ব্যয়ের সূক্ষ্ম হিসাব রাখিতে প্রত্যেক বালক বালিকাদের শিক্ষা দেওয়া হউক। টাকা পয়সা ব্যবহার করিয়া সে অর্থের উপযুক্ত ব্যবহার শিক্ষা করুক। মাতাপিতার-দেয় টাকা পয়সা দ্বারা হউক, কিংবা তাহাদের নিজেদের অর্জিজত অর্থ দ্বারা হউক, বালক-বালিকাদিগকে তাহাদের নিজেদের পছন্দমত কাপড়-চোপড়, পুস্তকাদি ও অন্যান্য আবশ্যক দ্রব্য ক্রয় করিতে শিক্ষা দেওয়া হউক; তাহাতে তাহাদের ব্যয়ের হিসাব রাখিয়া তাহারা অর্থের মূল্য ও ইহার ব্যবহার সম্বন্ধে এমন সুন্দর ভাবে শিক্ষা করিবে, যাহা তাহারা অন্য কোন উপায়ে শিখিতে পারিত না। 11CS294;CCh 407.1

    এমনও দেখা যাই যে, আমাদের সন্তানগণকে অবিবেচনাপুর্ব্বক সাহায্য দেওয়া হইয়া থাকে। যাহারা অন্যের খরচে অধ্যয়ন করে, তাহাদের অপেক্ষা যাহারা নিজ হস্তে কার্য্য করিয়া অধ্যয়নের ব্যয় নির্ব্বাহ করে, তাহারা তাহাদের সুযোগের মূল্য অধিকতর মাত্রায় অবধারন করে; কারণ তাহারা আহাদের খরচ জানে। সন্তানসন্ততিগনের ভার বহন করিতে করিতে অবশেষে তাহাদিগকে একেবারে নিঃসহায় বোঝা স্বরূপ করিয়া ফেলা আমাদের কোনমতেই কর্ত্তব্য নহে।CCh 407.2

    উপকারজনক কঠোর পরিশ্রম না করিয়া শক্তিশালী যে সকল যুবক মাতাপিতার অর্থে পুরোহিত হইতে কিংবা চিকিতশা-বিদ্যা শিখিতে চাহে, তাহাদের জন্য অবাধে অর্থ ব্যয় করিয়া মাতাপিতারা ভুল করিয়া থাকেন।12AH 387;CCh 407.3

    আত্ম-চরিতার্থ সাধন কিংবা স্ত্রী ও মাতার পক্ষে নিপুণটা ও বিচক্ষণতার অভাব-প্রযুক্ত অবিরত আর্থিক কষ্টে ধনভাণ্ডার নিঃশেষিত হইতে পারে, তথাপি মাতা হইতো চিন্তা করিতে পারেন যে, তিনি বেশ ভালই করিতেছেন, কারণ তিনি তাঁহার নিজের অথবা তাঁহার সন্তানগণের অভাব সংযত বা সীমাবদ্ধ করিতে কখনও শিক্ষা লাভ করেন নাই এবং পারিবারিক বিসয়-কর্ম্মে কখনও দক্ষতা ও নৈপুণ্য অজর্জন করেন নাই।CCh 408.1

    এই নিমিত্তে সমান আকারে এক পরিবার প্রতিপালনের নিমিত্ত যে পরিমানে অর্থের প্রয়োজন হয়, ঐ একই আকারে অন্য পরিবার প্রতিপালনের নিমিত্ত তাহার দ্বিগুন অর্থের প্রয়োজন হইয়া থাকে।CCh 408.2

    মাতাপিতা যেন সন্তানগণকে প্রকৃত মিতব্যয়িতা শিক্ষা দান করেন, তদ্বিষয়ে আমি যেন মাতাপিতাকে সতর্ক করিতে পারি, তজজন্য প্রভু দয়াপরবশ হইয়া অপব্যয়ের অভ্যাসে যে কুফল হয়, তাহা আমকে দেখাইয়াছেন। তাহাদিগকে শিক্ষা দান করুন যে, তাহাদের যাহাতে প্রয়োজন নাই, তদ্বিষয়ে অর্থ ব্যয় করিলে, অর্থের অপব্যবহার করা হয়।13AH 374,375;CCh 408.3