Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    কাহার নিকট পাপ স্বীকার করিতে হইবে ?

    যাহারা পাপের সম্বন্ধে ওজর-আপত্তি করিতে, অথবা পাপ গোপন করিতে চেষ্টা করে, এবং উহা স্বীকার না করিয়া বা উহার ক্ষমা না লইয়া স্বর্গীয় পুস্তক সমুহে থাকিতে দেয়, তাহারা শয়তানের দ্বারা পরাজিত হইবে । তাহাদের পেশা বা ধর্ম্মবিশ্বাস যত অধিক উন্নত, ও পদ যত অধিক সম্মানিত, ঈশ্বরের দৃষ্টিতে তাহাদের গমনমার্গ তত অধিক কষ্টকর, এবং তাহাদের মহান্ শত্রুর জয় তত অধিক সুনিশ্চিত । ঈশ্বরের মহাদিনের জন্য প্রস্তুত হইতে যাহারা বিলম্ব করে, তাহারা সংকটকালে কিংবা কোন পরবর্ত্তী সময়ে, প্রস্তুত হইবার সুযোগ পায় না । এইরূপ লোকদের কোনই আশা নাই । 65C 620;CCh 231.3

    আপনার পাপ কিংবা ত্রুটী যাহারা জানে না, তাহাদের নিকট উহা স্বীকার করিবার কোনই প্রয়োজন নাই । পাপ স্বীকার সাধারণ্যে প্রকাশ করা কর্ত্তব্য নহে, কারণ ইহাতে অবিশ্বাসিগণ উল্লিসিত হইবে ; এজন্য যাহাদের কাছে বলা উপযুক্ত ও যাহারা আপনার দোষ গাহিয়া বেড়াইবে না, ঈশ্বরের বাক্যনুযায়ী তাহাদের কাছে উহা স্বীকার করিবেন, এবং তাহারা আপনার জন্য প্রার্থনা করিবে, আর ঈশ্বর আপনার কার্য্য গ্রহণ করিবেন ও আপনাকে সুস্থ করিবেন । আপনার অহঙ্কার, ও আপনার গর্ব্ব দূর করুন, এবং সরলভাবে কার্য্য করুণ । পুনঃ খোঁয়াড়ে ফিরিয়া আইসুন । পালক আপনাকে গ্রহণ করিবার জন্য অপেক্ষায় আছেন । মন ফিরাউন ও প্রথম কর্ম্ম সকল করুণ এবং পুনরায় ঈশ্বরের অনুগ্রহ ভাজন হউন ।72T 296;CCh 232.1

    খ্রীষ্ট আপনার মুক্তি-কর্ত্তা ; আপনি নত হইয়া পাপ স্বীকার করিয়াছেন বলিয়া তিনি ইহার সুযোগ লইবেন না । পাপটী যদি সাধারণের অজ্ঞাত হয়, তবে ঈশ্বর ও মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থ যিনি সেই খ্রীষ্টের নিকট স্বীকার করুণ । কারণ “যদি কেহ পাপ স্বীকার করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্ম্মিক যীশু খ্রীষ্ট ।” ১ যোহন ২ : ১ । ঈশ্বরের প্রাপ্য দশমাংশ ইশরকে না দিয়া যদি পাপ করিয়া থাকেন, তবে ঈশ্বরের ও মণ্ডলীর নিকটে আপনার অপরাধ স্বীকার করুণ এবং তাঁহার এই আদেশে কর্ণপাত করুণ, যথা— “তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আন ।” মালা ৩ : ১০ ।8CH 374;CCh 232.2

    ঈশ্বরের লোকদের বুদ্ধিপূর্ব্বক কার্য্য করিতে হইবে । প্রত্যেকটী জ্ঞাত পাপ যে পর্য্যন্ত না স্বীকার করা হয়, তাবৎ তাহাদের সন্তুষ্ট থাকা কর্ত্তব্য নহে ; কিন্তু পাপ স্বীকারের পর তাহাদের বিশেষ অধিকার ও কর্ত্তব্য বিশ্বাস করা যে, যীশু তাহাদিগকে গ্রহণ করিয়াছেন । অন্যে অন্ধকারের বা বিপদের মধ্য দিয়া গিয়া তাহাদের উপভোগের জন্য জয় লাভ করিয়া দিবে এই আশায় তাহাদের বসিয়া থাকা কর্ত্তব্য নহে । কারণ যে পর্য্যন্ত না সভা শেষ হয়, এরূপ আনন্দ কেবল সেই সময়টুকু পর্য্যন্ত উপভোগ্য । কিন্ত ঈশ্বরের সেবা করিতে হইবে মূলতত্ত্বনুযায়ী, অনুভূতি অনুযায়ী নহে । প্রাতে ও রাত্রিতে নিজ পরিবারের মধ্যে জয় লাভ করুণ । আপনার দৈনিক শ্রম যেন আপনাকে এই বিজয় লাভ হইতে বঞ্চিত না করে । প্রার্থনার নিমিত্ত সময় ক্ষেপন করুণ, এবং আপনি যখন প্রার্থনা করিতেছেন, তখন বিশ্বাস করুণ যে, ঈশ্বর আপনার প্রার্থনা শুনিয়া থাকেন । প্রার্থনার সহিত বিশ্বাস জড়িত রাখুন । আপনি সকল সময়ে তৎক্ষণাৎ উত্তর নাও পাইতে পারেন, কারণ তখন আপনার বিস্বাসের পরীক্ষা করা হয় ।91T 167;CCh 233.1