Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্থানীয় মণ্ডলীর কার্য্যকারী নির্ব্বাচন ও অভিষেক

    প্রেরিত পৌল তীতকে লিখিয়াছিলেন, “যাহা যাহা অসম্পূর্ণ, তুমি তাহা ঠিক্ করিয়া দেও, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম, প্রত্যেক নগরের প্রাচীনদিগকে নিযুক্ত কর ; যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাঁহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয় (তাঁহাকে নিযুক্ত কর) । কেননা ইহা আবশ্যক যে, অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন ।” তীত ১ : ৫-৭ । “কাহারও উপরে হস্তার্পণ করিতে সত্ত্বর হইও না ।” ১ তীম ৫:২২ ।CCh 209.2

    আমাদের কোন কোন মণ্ডলীতে গঠন-কার্য্য ও প্রাচীনগণের অভিষেক অসাময়িক হইয়ায় বাইবেলের নিয়ম অবজ্ঞাত হইয়াছে ; আর ইহার ফলে মণ্ডলীতে ভীষণ গণ্ডগোলের সৃষ্টি হইয়াছে । দায়িত্তপূর্ণ কার্য্যে যাহারা কোন অংশেই উপযুক্ত নহে, এবং ঈশ্বরের কার্য্যে যে কোন পদে নিযুক্ত হইবার পূর্ব্বে যাহাদের পরিবর্ত্তনের, উন্নতি ও উৎকর্ষ লাভের, মর্য্যাদাসম্পন্ন ও মার্জিজত হওয়ার প্রয়োজন, এরূপ লোকদিগকে চালক হিসাবে মনোনীত করিয়া লইয়া তাড়াতাড়ি হস্তার্পণ বা অভিষেক করা কোন মতেই সমীচীন নহে ।105T 617, 618;CCh 209.3