Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্তন্যদাত্রী মাতার মনের অবস্থা

    প্রকৃতি যে খাদ্য সরবরাহ করে, শিশুর পক্ষে সেই খাদ্যই সর্ব্বোৎকৃষ্ট খাদ্য । শিশুকে অনাবশ্যকরূপে ইহা হইতে বঞ্চিত করা কর্ত্তব্য নহে । কোন সুখ-সাচ্ছন্দের জন্য কিংবা আমোদজনক মেলামেশার জন্য ক্ষুদ্র শিশুকে স্তন্যদান না করা মাতার পক্ষে বড়ই নিষ্ঠুরের কার্য্য ।CCh 379.1

    শিশু যে সময়ে মাতা হইতে তাহার ভক্ষ্য দ্রব্য প্রাপ্ত হয়, সেই সময়টী একটী সঙ্কট পূর্ণ সময় । শিশুগণকে স্তন্যদানের সময়ে বহু মাতা অতিরিক্ত পরিশ্রম করিয়া থাকেন এবং রন্ধন কার্য্যে ব্যস্ত থাকিয়া অগ্নির উত্তাপে তাঁহাদের রক্ত উত্তপ্ত করিয়া লন; ইহাতে স্তন্যপায়ী শিশুগণ মাতার স্তন হইতে কেবল যে উত্তপ্ত ভগ্নদ্রব্য গ্রহণ করে এমন নহে, অধিকন্তু মাতার অস্বাস্থ্যকর খাদ্যের দ্বারা যে বিষাক্ত রক্তের সৃষ্টি হইয়াছে, এবং যে রক্ত তাঁহার সমুদয় দেহকে জ্বরের লক্ষণের মত উত্তপ্ত করিয়া তুলিয়াছে, তাহাই গ্রহণ করে ; আর ইহার ফল শিশুগণের খাদ্যে দেখিতে পাওয়া যায় । মাতার মনের অবস্থানুযায়ী শিশু অনুকুল বা প্রতিকুল ভাব বিশিষ্ট হইয়া থাকে । মাতা যদি অসুখী, সহজে উদ্বিগ্ন ও খিটখিটে হন্ এবং মনের উত্তেজনা সহসা প্রকাশ করিয়া ফেলেন, তবে মাতার নিকট হইতে সন্তান যে ভক্ষ্য-দ্রব্য গ্রহণ করে, তাহা উত্তপ্ত হইয়া প্রায়ই শূল-বেদনা, খেচুনি বা আক্ষেপ, এবং কোন কোন ক্ষেত্রে তড়কা ও মূর্চ্ছা রোগ উৎপন্ন করে । মাতা হইতে সন্তান যেরূপ খাদ্য গ্রহণ করে, সন্তানের চরিত্রও তদানুযায়ী কম বেশী অনুকূল বা প্রতিকূল ভাব বিশিষ্ট হইয়া থাকে । সুতরাং মাতা যখন তাঁহার শিশু সন্তানকে স্তন্যপান করাইতে থাকেন, তখন তাঁহার নিজের মেজাজ বশে রাখিয়া মনকে সুখী রাখা তাঁহার কতই না আবশ্যক ! এইরূপ করিলে সন্তানের খাদ্যের কোন ক্ষতি হয় না, আর সন্তানের আচরণে মাতা যে শান্ত ও ধীর ভাব অবলম্বন করেন, তাহা সন্তানের মনোবৃত্তি গঠনের পক্ষে বিশেষ সহায়ক হইয়া দাঁড়ায় । সন্তানের যদি স্নায়ুবিক দৌর্ব্বল্য থাকে, সে যদি সহজে উদ্বিগ্ন হইয়া পড়ে, তবে শান্তভাবে ও সতর্কতা সহকারে সন্তানের প্রতি মাতার এরূপ সুমধুর ব্যবহার করিতে হইবে, যাহার প্রভাবে সে তুষ্ট ও সংশোধিত হইবে, এবং তাহার স্বাস্থ্যেরও প্রভুত উন্নতি সাধিত হইবে ।CCh 379.2