Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মাতাপিতার অধিকতর ঐশ্বরিক চালনার প্রয়োজন

    সন্তানগণের যথোপযুক্ত শিক্ষার অবহেলা করিলে ক্ষতি অনিবার্য্য। তাহাদের চরিত্র-দোষ আপনাদের অবিশ্বস্ততার পরিচয় দিবে। আপনারা যে মন্দগুলি সংশোধন করিবেন না, সেই সকল কর্কশ ও অশিষ্ট ব্যবিহার, অভক্তি ও অবাধ্যতা, কর্ম্মকুণ্ঠটা ও অমনোযোগিতার অভ্যাস আপনাদের নামে কলঙ্ক ও আপনাদের জীবনে তিক্ততা আনয়ন করিবে। আপনাদের সন্তানগণের ভাগ্য বহুল পরিমাণে আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি আপনাদের কর্ত্তব্য পালনে অকৃতকার্য্য হন, তবে আপনারা তাহাদিগকে শত্রুর দলভুক্ত করিয়া দেন এবং অন্যের সর্ব্বনাশার্থে তাহাদিগকে তাহার প্রতিনিধি করেন ; পক্ষান্তরে আপনারা যদি বিশ্বস্ত ভাবে তাহাদিগকে শিক্ষা দান করেন ও আপনাদের নিজ নিজ জীবনে তাহাদের সম্মুখে সৎ জীবন যাপন করেন, তাহা হইলে আপনারা তাহাদিগকে খ্রীষ্টের নিকটে লইয়া আসিতে পারিবেন, আর পর্য্যায়ক্রমে তাহারাও অন্য লোকদিগকে প্রভাবান্বিত করিতে পারিবেন ; এইরূপে আপনাদের কারণে অনেকে রক্ষা পাইতে পারিবেন। 317T 66;CCh 494.4

    ঈশ্বর চাহেন, যেন আমরা আমাদের সন্তানগণের সহিত সরল ও অকপট ব্যবহার করি। বয়স্ক লোকেরা যেমন বহু বৎসর পর্য্যন্ত শিক্ষা পাইয়াছে, সন্তানসন্ততিগণ তেমনি বহু বৎসর পর্য্যন্ত শিক্ষার সুযোগ পায় নাই, আমাদের সহজেই ইহা ভুলিয়া যাওয়া সম্ভব। ছোট ছোট বালকবালিকাগণ প্রতিটী বসয়ে আমাদের ধারণানুযায়ী কার্য্য না করিলে আমরা কখন-কখন মনে করি যে, তাহারা তিরস্কারের যোগ্যে কার্য্য করিয়াছে। কিন্তু ইহাতে ব্যাপারের সংশোধন হয় না। এ জন্য তাহাদিগকে ত্রাণকর্ত্তার নিকটে লইয়া যাউন, এবং ইহার সম্বন্ধে তাঁহাকে আশীর্ব্বাদ তাহাদের উপরে অবস্থিতি করিবে। 32CG 287;CCh 495.1

    সন্তানসন্ততিকে শিক্ষা দিতে হইবে যেন তাহারা প্রার্থনার সময়টীকে ভক্তি ও সমাদর করে। কার্য্যার্থে গৃহ পরিত্যাগের পুর্ব্বে পরিবারস্থ সকলকে একত্র করিয়া পিতার অবর্ত্তমানে মাতার কর্ত্তব্য ব্যগ্রভাবে ঈশ্বরকে ডাকা, যেন দিনটী তাহারা নিরাপদে যাপন করিতে পারে।CCh 495.2

    আপনাদের নিজেদের ও আপনাদের সন্তানগণের সম্মুখে নানা পরীক্ষা ও বিপদ আছে, ইহা উপলব্ধি করিয়া কোমলান্তঃকরণে ও নম্রভাবে ঈশ্বরের সম্মুখে আইসুন ; এবং প্রভু যেন তাহাদিগের তত্ত্বাবধান করেন, এই নিমিত্ত বিনতি করিয়া বিশ্বাস দ্বারা তাহাদিগকে বেদির উপরে বাঁধিয়া রাখুন। যে সকল সন্তানসন্ততি এইরূপে ঈশ্বরের নিকটে উৎসর্গীকৃত, সেবাকারী দূতগণ তাহাদিগকে বিপদ হইতে রক্ষা করিবেন। খ্রীষ্টীয়ান মাতাপিতাগণের কর্ত্তব্য সকালে ও সন্ধ্যায় ব্যাকুল প্রার্থনা ও অবিচলিত বিশ্বাসের দ্বারা সন্তানসন্ততিগণের চতুর্দ্দিকে বেড়া দেওয়া। ঈশ্বরকে সুখী করিবার নিমিত্ত কিরূপ ভাবে জীবন যাপন করিতে হইবে, ধৈর্য্য-পূর্ব্বক থা জ্ঞাত করা এবং সদয় ও অক্লান্ত ভাবে তাহা শিক্ষা দেওয়া মাতাপিতারগণের অবশ্য কর্ত্তব্য। 331T 397, 398;CCh 495.3

    সন্তানসন্ততিগণকে শিক্ষা দান করুন যে, প্রতিদিন পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করা তাহাদের পক্ষে একটী মস্ত বড় সুযোগ। খ্রীষ্টকে দেখিতে দিউন যে, তাঁহার উদ্দেশ্য সাধনার্থে আপনি তাঁহার সাহাজ্যকারী। প্রার্থনা দ্বারা আপনি এমন অভিজ্ঞতা লাভ করিতে পারেন, যাহা সন্তানগণের সেবাকার্য্যে আপনাকে পূর্ণ কৃতকার্য্যতা দান করিবে। 34CT 131;CCh 496.1

    মাতার প্রার্থনাগুলির শক্তি যে কত অধিক তাহা ধারণাতীত। বাল্যকালের অবস্থা বিপর্য্যয়ের মধ্য দিয়া, যৌবনকালের বিপদ-আপদের মধ্যদিয়া যে মাতা তাঁহার পুত্র ও কন্যাগনের পার্শ্বে নতজানু হইয়া প্রার্থনা করেন, তাঁহার সন্তানগণের জীবনের উপরে তাঁহার প্রার্থনার প্রভাব যে কত অধিক শক্তিশালী, বিচার দিন না আশা পর্য্যন্ত তাহা জানা যাইবে না। তিনি যদি বিশ্বাসে ঈশ্বরের পুত্রের সহিত সংযুক্ত থাকেন, তাহা হইলে মাতার কোমল হস্ত তাঁহার পুত্রকে পরীক্ষা শক্তি হইতে ফিরাইয়া রাখিতে এবং তাঁহার কন্যাকে পাপে রত থাকে হইতে বাধা দান করিতে পারিবে। কামনা যখন প্রভুত্ব লাভার্থে দ্বন্দ করিতে থাকে, তখন প্রেমের শক্তি মাতার বাধাদানকারী ব্যগ্র ও দৃঢ়-প্রতিজ্ঞ-প্রভাব, আত্মাকে ঠিক্‌ পথে পরিচালিত করিতে পারে। 35AH 266;CCh 496.2

    সন্তানসন্ততিগণের প্রতি আপনার যাহা কর্ত্তব্য ছিল, তাহা বিশ্বস্ত ভাবে সম্পাদন করার পর, তাহাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া জাইবেন এবং তাঁহার নিকটে প্রার্থনা করিবেন, যেন তিনি আপনাকে সাহায্য করেন। তাঁহাকে বলুন যে, আপনার অংশের কাজ আপনি করিয়াছেন ; পড়ে বিশ্বাস সহকারে ঈশ্বরের নিকটে প্রার্থনা করুন, যেন তাঁহার অংশের কাজ তিনি করেন, যাহা আপনি করিতে পারে না। তাঁহার নিকটে প্রার্থনা করুন, যেন তিনি তাহাদের মেজাজ কোমল করেন, তাঁহার পবিত্র আত্মা দ্বারা তাহাদিগকে মৃদু ও শান্ত করেন। তিনি আপনার প্রার্থনা শুনিবেন। তিনি আপনাকে প্রেম করিবেন ও আপনার প্রার্থনার উত্তর দিবেন। তাঁহার বাক্য দ্বারা তিনি আপনাকে এই আদেশ দিয়াছেন, যেন আপনি আপনার সন্তানগণকে সংশোধন করেন- “তাহারা কাঁদিলে তাহাদিগকে ছাড়িয়া না দেন,” আর এই সকল বিষয়ে তাঁহার বাক্য যাহা লিখিত আছে, তাহাতে মনোনিবেশ করিতে হইবে। 36CG 256, 257;CCh 496.3