Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকিবার জন্য অনুরোধ

    সেভেন্হ-ডে-অ্যাডভেন্টিষ্টগণ বিশেষ প্রয়োজনীয় সত্যসমূহ লইয়া আলোচনা করিতেছেন। চল্লিশ বৎসরের অধিক পূর্ব্বে (১৮৩৬ খ্রীষ্টাব্দে) সদাপ্রভু আমাদিগকে স্বাস্থ্য সংস্কার সম্বন্ধে বিশেষ দীপ্তি দান করিয়াছিলেন, কিন্তু আমরা সেই দীপ্তিতে কি ভাবে জীবন যাপন করিতেছি ? ঈশ্বরের পরামর্শানুযায়ী চলিতে কত জনেই না অসম্মত হইয়াছেন ! ঈশ্বরের প্রজা হিসাবে আমরা যে অনুপাতে দীপ্তি পাইয়াছি, সেই অনুপাতে অগ্রসর হওয়া কর্ত্তব্য। আমাদের কর্তব্য ---- স্বাস্থ্য সংস্কারের মূলনীতিগুলী সম্যকরূপে হৃদয়ঙ্গম করা ও ইহাদের সমাদর করা। মিতাচার বিষয়ে অন্য লোক অপেক্ষা, আমাদের অধিকতর অগ্রণী হওয়া বিধেয়; তথাপি আমাদের মণ্ডলী মধ্যে এমন সুশিক্ষিত লোক আছেন, এমন কি সুসমাচার পরিচর্য্যাকারিগণ আছেন, যাঁহারা এই সম্পর্কে ঈশর-দত্ত দীপ্তির অল্পই সমাদর করিয়া থাকেন। তাঁহারা এই সম্পর্কে ঈশ্বর-দত্ত দীপ্তির অল্পই সমাদর করিয়া থাকেন। তাঁহারা যেমন খুসী, তেমন আহার করেন এবং যেমন খুসী তেমন কার্য্য করেন।CCh 558.3

    আমাদের মধ্যে যাঁহারা শিক্ষকতার এবং চালকের কার্য্য করিতেছেন, তাঁহারা যেন স্বাস্থ্যসংস্কার সম্বন্ধে বাইবেলের শিক্ষায় দৃঢ়রূপে দণ্ডায়মান থাকেন এবং আমরা পৃথিবীর ইতিহাসের শেষযুগে বসবাস করিতেছি বলিয়া যাঁহারা বিশ্বাস করেন, তাঁহাদিগকে এক সরল সাক্ষ্য দান করেন। যাঁহারা ঈশ্বরের সেবা করেন ও যাহারা নিজেদের সেবা করে, তাহাদের মধ্যে বিভেদের এক রেখা অবশ্যই অঙ্কিত হইবে।CCh 559.1

    আমাকে দেখান হইয়াছে যে, বার্ত্তার আদিকালে আমাদিগকে যে মুলনীতিগুলি দেওয়া হইয়াছিল, তখন সেগুলি যেমন প্রয়োজনীয় ও সমাদরের ছিল, এখনও ঠিক্ সেই ভাবে প্রয়োজনীয় ও সমাদরের। খাদ্য সম্পর্কে যে জ্যোতি দেওয়া হইয়াছে, অনেকে কস্নিন-কালেও তাহার অনুসরণ করে নাই। এখনই কাঠার নীচ হইতে আলো বাহির করিবার এবং পরিষ্কার ভাবে ও উজজ্বলরূপে কিরণ দিবার সময়।CCh 559.2

    স্বাস্থ্যকর জীবন যাপন করা ব্যক্তিগত ভাবে আমাদের সকলেরই একান্ত আবশ্যক, কারণ ইহাতে আমাদের মহোপকার সাধিত হইয়া থাকে। আমি যখন স্বাস্থ্যসংস্কারের বার্ত্তা প্রথম প্রাপ্ত হই, তখন দুর্ব্বল ও ক্ষীণ ছিলাম; প্রায়ই মুর্চছা যাইতাম। এজন্য আমি ঈশ্বরের নিকটে সাহায্য ভিক্ষা করি, তাহাতে তিনি স্বাস্থ্যসংস্কারের মহান্‌ বিষয়টী আমার সন্মুখে উপস্থিত করেন, এবং আমাকে জ্ঞাত করেন যে, যাহারা তাঁহার আজ্ঞা পালন করে, তাহাদের তাঁহার সহিত পবিত্র সম্বন্ধে আবদ্ধ হইতে হইবে, এবং আহারে ও পানীয়ে মিতাচারী হইয়া ঈশ্বররে সেবার জন্য মন ও দেহকে সর্ব্বাপেক্ষা প্রীতিজনক ভাবে রক্ষা করিতে হইবে। এই দীপ্তিটী আমার পক্ষে একটী মহা আশীর্ব্বাদ স্বরূপ হইয়াছে। সদাপ্রভু আমাকে সবল করিবেন ইহা জানিয়া আমি স্বাস্থ্যসংস্কারের পক্ষে দাঁড়াইলাম। বাল্যকালে আমার যেরূপ স্বাস্থ্য ছিল, এই বৃদ্ধ বয়সে আমার স্বাস্থ্য তদপেক্ষা অনেক ভাল । CCh 559.3

    কেহ কেহ বলিয়া থাকেন যে, আমি যেরূপ লিখি স্বাস্থ্য-সংস্কারের মুলনীতিগুলি সেরূপ পালন করি না ; কিন্তু আমি বলিতে পারি যে, আমি বিশ্বস্তভাবে স্বাস্থ্যসংস্কারের নীতিগুলি পালন করিয়া আসিতেছি। আর আমার পরিবারস্থ সকলেই জানে যে, ইহা সত্য।CCh 560.1