Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

মণ্ডলীর জন্য উপদেশ

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    খ্রীষ্টের আগমনে বিলম্ব আছে, মনে করায় বিপদ

    যে দুষ্ট দাস মনে মনে বলিয়াছিল, “আমার প্রভুর আসিবার বিলম্ব আছে,” (মথি ২৪:৪৮) সে খ্রীষ্টের আগমনের অপেক্ষার্থী বলিয়া মুখে স্বীকার করে । সেই “দাস” বাহ্যতঃ ঈশ্বরের সেবায় অনুরক্ত বলিয়া দেখায়, কিন্তু অন্তরে সে শয়তানের বশ্য ।CCh 664.3

    উপহাসকের ন্যায় সে প্রকাশ্যে সত্য অস্বীকার করে না, কিন্তু জীবন দ্বারা সে অন্তরের বিষয় প্রকাশ করা যে, প্রভুর আগমনে বিলম্ব আছে । দুঃসাহসের বলে সে অনন্ত স্বার্থের বিষয় উদাসীনতা দেখায়। সে জগতের সাধারণ মতামত গ্রহণ করিয়া ইহার অভ্যাস ও রীতিনীতির অনুসরণ করে । স্বার্থপরতা, জাগতিক অহমিকা ও উচ্চাভিলাষ প্রবল হইয়া দাঁড়ায় । তাহার ভ্রাতৃগণ তাহা অপেক্ষা উচ্চতর পদ প্রাপ্ত হইবে এই আশঙ্কায় সে তাহাদের চেষ্টাদির নিন্দা ও উদ্দেশ্যাদির প্রতিবাদ করিতে থাকে । এইরূপে সে তাহার সহদাসদিগকে প্রহার করিতে থাকে ।CCh 664.4

    ঈশ্বরের লোকদের হইতে বিচ্ছিন্ন হইয়া ঘনিষ্ঠতর ভাবে অধার্ম্মিকগণের সহিত মিলিত হয় । জগতের লোকদের সহিত মিশিয়া এবং তাহাদের কার্য্যের ভাগী হইয়া “মন্দ লোকদের” সহিত তাহাকে ভোজন পান করিতে দেখা যায় । এইরূপে সে দৈহিক নিরাপত্তায় সান্তনা লাভ করিয়া বিস্মৃতি ঔদাসীন্য ও আলস্য দ্বারা পরাভূত হয় । 75T 101, 102;CCh 665.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents